নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

রিকি

কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।

রিকি › বিস্তারিত পোস্টঃ

Grave of the Fireflies (1988)--- জাপানিজ যে animation মুভিটি “the greatest film ever” হিসেবে animation জগতে ধ্রুবতারা হয়ে থাকবে :( :( :( :( :( :( :( :(

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২০





"Sometimes even to live is an act of courage."



কিছু কিছু সিনেমা রয়েছে যা দেখার পর আমাদের স্মৃতিতে ১-২ দিন থাকে, কিছু কিছু সিনেমা দেখে আমরা সঙ্গে সঙ্গে ctrl+shift+delete এর ব্যবস্থা গ্রহণ করি... আবার কিছু কিছু সিনেমা রয়েছে... যেগুলো মর্মভেদী হয়, অর্থাৎ তাদের impact তাদের ভুলতে দেয় না... আমার কাছে Grave of the Fireflies ঠিক তেমন একটা সিনেমা...একসময় animation খুব প্রিয় একটা জিনিস ছিল, এখন কিছু কিছু renowned animation ছাড়া আর animation দেখা হয়ে উঠে না...আমার ধারণা ছিল animation এমন একটা মাধ্যম যা কোন serious থেকে serious issue কেও তার দর্শকের কাছে lightly, softly moreover fun realistic way তে represent করে...fun, entertainment, reality in a different way র মাধ্যম ছিল animation… কিন্তু Grave of the Fireflies এমন একটা মুভি... যেটা প্রথাগত animation এর বৈশিষ্ট্য পাল্টে দিয়েছে...Reality in a grief animated way... এই মুভিটা দেখার পর প্রায় ১ সপ্তাহ কোন মুভি দেখার মত মনের অবস্থা ছিল না...এত কষ্ট পেয়েছিলাম literally…. তরুণ Seita আর বাচ্চা Setsuko, মনের কোন অংশে যেন গভীরভাবে নাড়া দেয় ... আজ সেই Grave of the Fireflies নিয়ে লেখার সিদ্ধান্ত নিলাম। /:)



কোথাও না কোথাও জাপানী সেই মেয়ে Setsuko র সাথে ছিন্নমুকুলের সেই বাচ্চা মেয়েটির মিল খুঁজে পেয়েছিলাম... তাই সত্যেন্দ্রনাথ দত্তের ‘ছিন্নমুকুল’ কবিতাটি দিয়ে আজকের মুভি রিভিউ শুরু করব---





সবচেয়ে যে ছোট পিড়ি খানি

সেখানি আর কেউ রাখেনা পেতে,

ছোটথালায় হয় নাকো ভাতবাড়া

জল ভরে না ছোট্ট গেলাসেতে।

বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট

খাবার বেলা কেউ ডাকে না তাকে।

সবচেয়ে যে শেষে এসেছিল,

তারই খাওয়া ঘুচেছে সব আগে।



সবচেয়ে যে অল্পে ছিল খুশি,

খুশি ছিল ঘেষাঘেষির ঘরে,

সেই গেছে হায়, হাওয়ার সঙ্গে মিশে,

দিয়ে গেছে জায়গা খালি করে।

ছেড়ে গেছে পুতুল, পুঁতির মালা,

ছেড়ে গেছে মায়ের কোলের দাবি।

ভয়ভরা সে ছিল যে সব চেয়ে

সেই খুলেছে আঁধার ঘরের চাবি।



হারিয়ে গেছে, হারিয়ে গেছে ওরে!

হারিয়ে গেছে 'বোল' বলা সেই বাঁশি

দুধে ধোওয়া কচি সে মুখখানি

আঁচল খুলে হঠাৎ স্রোতের জলে

ভেসে গেছে শিউলী ফুলের রাশি,

ঢুকেছে হায় শশ্মান ঘরের মাঝে

ঘর ছেড়ে হায় হৃদয় শশ্মানবাসী।



সবচেয়ে যে ছোট কাপড়গুলি

সেইগুলি কেউ দেয় না মেলে ছাদে,

যে শয্যাটি সবার চেয়ে ছোট,

আজকে সেটি শূন্য পড়ে কাঁদে।

সবচেয়ে যে শেষে এসেছিল

সেই গিয়েছে সবার আগে সরে।

ছোট্ট যে জন ছিল রে সবচেয়ে,

সেই দিয়েছে সকল শূন্য করে।










সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের...আমেরিকার জাপানের উপর বিধ্বংসী আঘাত হানার ফলে জাপানের সাধারণ মানুষের জীবনের দুঃসময়ের এক চরম বাস্তব চিত্র এই "Grave of the Fireflies"...Seita এবং Setsuko জাপানের Kobe শহরের হাজারো দুর্ভাগা বাসিন্দাদের অন্যতম। Seita আর Setsuko র অভিভাবক বলতে থাকে তাদের মা... তাদের বাবা নৌবহরে কর্মরত। তাদের শহরে একদিন মার্কিন বিমানবহরের incendiary bombing শুরু হলে তারা নিজেদের নিরাপদ অবস্থান নিশ্চিত করতে bomb shelter এর পথে যাত্রা করে। তারা safe থাকে কোনভাবে কিন্তু তাদের মা bombing এর ফলে মারাত্মকভাবে আহত হয়...তাঁর সমস্ত শরীর ঝলসে যায় এবং কিছু সময় যাওয়ার পর সে মারা যায়। তরুণ Seita র ছোট্ট বোন Setsuko তার একমাত্র আপনজন হিসেবে থাকে...এবং তারা আশ্রয় নেয় তাদের দূর সম্পর্কের এক আত্মীয়ের বাসাতে...কিন্তু কিছুদিন যাওয়ার পর আত্মীয় মহিলাটি তাদের জীবন দুর্বিষহ করে তোলে... একে একে Seita র মায়ের রেখে যাওয়া শেষ সম্বল খাদ্য, তার দামি কাপড় সব তাদের হাতের নাগালের বাইরে চলে যায়....Seita তার বাবাকে চিঠি লেখে কিন্তু সেগুলো নিরুত্তর হয়েই রয়ে যায়। এরপর শুরু হয় তাদের জীবনের কঠিন এক অধ্যায়....Survival. বাঁচার তাগিদে মানুষ কি না করে....আর মানুষের অত্যন্ত দূর্যোগে মানুষ কিভাবে অন্য মানুষের অসহায়ত্বের সুযোগ নেয় এবং মানবিকতা হেরে যায় স্বার্থপরতার কাছে !! Seita আর ছোট্ট Setsuko র করুণ পরিণতি এবং তাদের অসহায়ত্ব যে কাউকেই emotional করে দিবে….. Animation এই মুভিটা Akiyuki Nosaka-র ১৯৬৭ সালের একটি semi-autobiographical উপন্যাস “Grave of the Fireflies” অবলম্বনে তৈরি হয়েছিল... এটি Akiyuki Nosaka র জীবনের কিছু দুর্বিষহ স্মৃতির একটি অংশ মাত্র... ১৯৪৫ সালে Kobe শহরের উপর মার্কিন হামলার ফলে তার বাবা এবং দুই বোন মারা গিয়েছিল... তার ছোট বোন Keiko র স্মরণে সে Grave of the fireflies লিখেছিল..!!! মুভিটা 1988 সালের animation মুভি হলেও প্রত্যেকটা character চরম পরিমাণে প্রাণবন্ত specially Seita এবং Setsuko… Mesmerize একটা আবহ তৈরী করে রাখে....dialog গুলো অন্তর্ভেদী এর...."Why must fireflies die so young?".... A phenomenal movie with a lot of grief... :((:((



"Grave of the Fireflies 1988 (Original Title: Hotaru no haka)”





IMDB rating: 8.5/10

Genre: War/ Drama/Animation

Country of Origin: Japan













মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

মোঃ আসিফুল হক বলেছেন: রিভিউ ভাল লাগসে।

Tokyo magnitude 8.0 দেখেছেন? :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৭

রিকি বলেছেন: মুভি সাজেশন পেলে আমি সাধারণত দেখার চেষ্টা করি...তাই Tokyo Magnitude 8.0 দেখা না থাকলেও যেহেতু refer করলেন আশা করি দেখব...ফিডব্যাকের জন্য ধন্যবাদ :)

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

আহমেদ আলিফ বলেছেন:
ডাউনলোড় লিঙ্ক কই?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩২

রিকি বলেছেন: ভাই ইউটিউব লিঙ্ক দিতাম কিন্তু ইউটিউবে দেখলাম লিঙ্ক এর অন্য সাইটের hyperlink বানিয়ে রেখে দিয়েছে....আর ব্লগের কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলার শর্তে টরেন্ট বা ম্যাগনেট লিঙ্ক শেয়ার করা সম্ভব না...Sorry ভাই :(

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০১

সুমন কর বলেছেন: রিভিউ ভাল লাগল।

ভাল প্রিন্ট মনে হচ্ছে নাই তবুও একটা খুঁজে পেলাম। ডাউনলোড দিয়ে দিলাম। ;)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৭

রিকি বলেছেন: সিনেমাটা দেখার পর অনুভুতি শেয়ার করবেন ভাই... B-)

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: রিভিউ ভালো লাগছে ।

:)

আমাকে কিছু সুন্দর এনিম মুভির নাম সাজেস্ট করা যাবে ।

দেখার জন্যে ।

শুভেচ্ছা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৩

রিকি বলেছেন: আমার তো সেভাবে Anime মুভি দেখা হয়ে উঠে না ভাই...তবে কিছু কিছু Anime দেখব বলে list করেছি...শেয়ার করলাম...Whisper of the heart,Spirited away,Akira,Neighbour of tortoro...Grave of the fireflies দেখার পর এই কয়েকটা দেখব বলে চিন্তা করেছিলাম...কিন্তু এখন পর্যন্ত চিন্তা চরিতার্থ হয়ে উঠেনি...নেটে পড়েছি এই Anime গুলোর নাম ডাক আছে...অসংখ্য ধন্যবাদ ভাই ফিডব্যাকের জন্য...ভালো থাকবেন :) B-)

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৪০

মাতাল বৈরাগী বলেছেন: আমি একজন বড় সাইজ এর মুভি পাগল। রেটিং যাই থাকুক আমি মুভি দেখতেই থাকি। :D

"Letters from Iwo Jima (2006)" মুভিটা দেখার সাজেশন রইলো (যদি না দেখে থাকেন) ভালো লাগবে আশা করি।

... রিভিও ভালো লিখেছেন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০০

রিকি বলেছেন: না দেখা হয়নি এই মুভিটা...দেখব বলে আশা রাখছি...রেটিং দেখে আমিও সাধারণত মুভি দেখি না...অনেক মুভি আছে যেগুলো মারাত্মক হওয়ার পরেও Viewers voting এর কারণে পিছিয়ে পড়ে..ফিডব্যাকের জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন B-) B-)

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৬

যোগী বলেছেন:
দেখেছি মুভিটা :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২২

রিকি বলেছেন: :-B :-B :-B :-B

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

আলোরিকা বলেছেন: তুমি খুব সুন্দর করে রিভিউ লিখো আপু....তোমার রিভিউ থেকে অনেকটা মুভি দেখা হয়ে যায়...এক সময় কত মুভি দেখা হত!..আজকাল চাকুরি ,সংসার সবমিলিয়ে ভাল বইপড়া,মুভি দেখা সেভাবে আর হয়ে উঠছে না ...তারপরও হাল ছাড়িনি...শুরুর কবিতাটি মনে করিয়ে দেয়ার জন্য কৃতগ্ঞতা...জীবন থেকে কত কিছুই না হারিয়ে যায়!..ভালথেকো,শুভেচ্ছা... :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১২

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু :) আপনাদের বলা কথা গুলো অনেক বেশি motivate করে......Grave of the fireflies আমার বিশেষত মনে গেঁথে যাওয়া একটা সিনেমা !! ছিন্নমুকুলের সাথে কোথাও না কোথাও Grave of the fireflies এর চাপা সেই ব্যথা গুলো লুকিয়ে আছে আপু...... আর আজকাল আমারও মুভি দেখা কিছুটা কমে গেছে......চাকরির চেষ্টা করছি আমিও !! বাস্তব জীবনের দায় দায়িত্ব পায়ে শিকল দিয়েই রাখে... আবারও অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক এর জন্য :)

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০২

শায়মা বলেছেন: খুব সুন্দর!!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :) :) :)

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৪

ইমরুল_কায়েস বলেছেন: টরেন্টে ডাউনলোড করতে দিলাম।+++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬

রিকি বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

দীপংকর চন্দ বলেছেন: অসম্ভব ভালো আপনার উপস্থাপন!

সুন্দর শিল্প যেন!

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬

রিকি বলেছেন: কিছুটা অনুভূতি,কিছুটা শব্দ দুটো মিলিয়ে যা হয় তাই দিয়ে সাধারণ ভাবে লেখার চেষ্টা করি দাদা...অনেক অনেক ধন্যবাদ রিভিউ পড়ার জন্য.. ভালো থাকবেন :) :)

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৯

হু বলেছেন: এই মুভি নিয়ে আমার একটা রিভিউ আছে চাইলে দেখতে পারেন m.somewhereinblog.net/mobile/blog/NirbudBalok/29920755 এটা মোবাইল লিংক। দেখতে চাইলে একটু কষ্ট করে দেখতে হবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

রিকি বলেছেন: ধন্যবাদ :) :)

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০১

দীপান্বিতা বলেছেন: দেখার ইচ্ছে রইল...খুবই কি দুঃখের!!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১১

রিকি বলেছেন: আপু দুঃখেরযতটা না তার থেকে অনেক বেশি মনের মধ্যে চাপা একটা কষ্ট পেতে পারেন মুভিটা দেখলে ...... বিশেষত বাচ্চাটার শেষ পরিণতি দেখার পর !! তার থেকেও বড় ব্যাপার কি জানেন এটা ফিকশন না বাস্তব...যা আরও বেশি নাড়া দেয়। দেখেন আপু এই মুভি মিস করেন না..... ভালো থাকবেন :) :)

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

ইমরুল_কায়েস বলেছেন: আজ আবার ফিরে এলাম। আমার জীবনে দেখা সবচেয়ে করুণ মুভি এটি। অসম্ভব ভাল লেগেছে আপনাকে ধন্যবাদ না দিলে নিজেকে অকৃতজ্ঞ মনে হত।

Setsuko:Where does it hurt?
You must see a doctor and get a shot.
ডায়ালগটির পর স্থির থাকা কষ্টকর।
এরপর শেষের দিকে যখন Seita তরমুজ এনে Setsuko কে খেতে দেয় তারপর থেকে মুভিটা শেষ করতে বেশ কষ্ট হয়েছে। এরপর থেকে কোন ছিন্নমূল শিশুকে রাস্তায় দেখলে Setsuko র কথা মনে হবে। যুদ্ধ একটি পরিবারকে কিভাবে ধ্বংস করে দেয় এর থেকে বড় উদাহরণ হতে পারে না। আবারও ধন্যবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৭

রিকি বলেছেন: ভাই আমি বলেছিলাম না Seita আর Setsuko মনের ভিতর একটা চাপা কষ্ট সৃষ্টি করবে....Grave of the fireflies একটা অন্য মাত্রার মুভি... যুদ্ধ কখনও কোন সাধারণ মানুষের সর্বনাশ ছাড়া ভাল কিছু করতে পারেনি ভাই... তাও কঠোর বাস্তব, যুদ্ধই হচ্ছে কাল থেকে কালান্তর অবধি বিকারগ্রস্ত মানুষগুলোর পক্ষ থেকে একমাত্র সমাধান....চালাও হামলা ! Anyway মুভিটা ভালো লেগেছে আপনার, শুনে অনেক বেশি ভাল লাগল...ভাল থাকবেন :)

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

দীপান্বিতা বলেছেন: বসন্তের শুভেচ্ছা...অবশ্যই দেখবো :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৯

রিকি বলেছেন: শুভ বসন্ত দিদি :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.