![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্তর এর দশক থেকে নব্বই এর দশক এই সময়টা বাংলা সিনেমার স্বর্ণযুগ হিসেবে ধরা হয়। তখনকার দিনে কারিগরি ব্যাবস্থা তেমন উন্নত না থাকা সত্যেও ববিতা, কবরী, সাবানা, সুচন্দা, সুচরিতা, আঞ্জুমান, ডলি জহুর, আনোয়ারা সবাই নিপুন অভিনয়শৈলী দিয়ে মানুষের হৃদয়ে শক্তপোক্ত অবস্থান করতে সক্ষম হয়েছিলেন। এবং আজো তারা নিজেদের জায়গায় অধিষ্ঠিত রয়েছেন।
পরবর্তীকালে নব্বই এর দশকের শেষের দিকে আগমন ঘটে শাবনুর, মৌসুমি, দিতি, চম্পা সহ বেশ কয়েকজনের। তারাও পূর্বজদের অনুসরণ করে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়েছে অনেকটা পথ।
এবার একটু আসি বর্তমান সময়ের দিকে। এখন বলতে গেলে বাংলা সিনেমা মানেই মাহি আর অপু ছাড়া নায়িকা নেই বললে চলে। ঠিক নেই বললে ভুল হবে, তবে বাকি যারা আছে তাদের দেখলে মনে হয় একটি তেলাপোকা কালিতে ডুবিয়ে সাদা কাগজে ছেড়ে দেওয়া হয়েছে আর তেলাপোকাটি সাদা কাগজে যে পদচিহ্ন অংকিত করে গেছে তাই অক্ষর জ্ঞান করে পাঠ করতে হচ্ছে আমাদের।
কারণ টা যে একেবারে ক্ষুদ্র তা কিন্তু না। এখন অভিনয় বিষয়টা কেউ সাধনা হিসেবে নিতে নারাজ। সবার মনে রাতারাতি নাম কামানোর বাসনা। আর এই রাতারাতি নাম কামাতে গিয়ে রতিক্রিয়ায় অংশ নিতেও কারো কুণ্ঠাবোধ নেই। এ যেন এখন ডালভাত মাত্র!
সাধনার পরিবর্তে যদি রতিক্রিয়া করে নাম কামানো যেত তাহলে আজ বাংলাদেশ বিশ্বের সর্বাধিক অভিনেত্রী পেত। এমনকি আমার ধারণা এখন যে অবস্থা তাতে করে সরকার নায়িকা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা ও অর্জন করত।
পরিচালক মহল থেকে শোনা যায় যে তারা নতুন সিনেমা বানাবে কিন্তু বাংলাদেশে তেমন নায়িকা নাই যাদের দিয়ে সিনেমায় অভিনয় করানো সম্ভব। তাই তারা ইন্ডিয়াতে গিয়ে ধালিউড পাড়ায় ইন্ডিয়ান নায়িকাদের পেছনে তেল মালিশ করছেন।আপনাদের বলব ভাই শুধু শুধু ইন্ডিয়ান নায়িকাদের পেছনে ঘুরঘুর করে সময় নষ্ট করার কি দরকার? বাংলাদেশে আপনারা নতুনদের অভিনয়ের প্রতি উৎসাহিত না করে তড়িঘড়ি করে নামীদামী নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে যে লীলাখেলা করেন সেটা বন্ধ করলে কি তারা অভিনয়টা তারা শিখে আসতো না? আপনারাই নতুনদের কামতৃষ্ণার সুধা বানাবেন আবার আপনারা বলবেন এরা কিছু পারেনা তাহলে কিভাবে সম্ভব বলেন?
বি দ্রঃ- লেখাটি আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য লিখিনি। শুধুমাত্র বর্তমান নায়িকা সংকট এবং এর প্রতিকারের জন্য যা যা করণীয় তা বিশ্লেষণ করার প্রয়াস করেছি মাত্র। কেউ কষ্ট পেলে আন্তরিকভাবে দুঃখিত। আশা করি নিজ গুনে ক্ষমা করবেন।
©somewhere in net ltd.