| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খালিদের এই গানটা যে একটা এফিটাফ( epitaph) তা আজকে বুঝলাম। একই গান একেক সময়ে একেক রকম অর্থ নিয়ে আসে। সাধারণ হয়ে ওঠে অসাধারণ। যারা শোনেননি তারা শুনুন আর যাদের চেনা তারা লিরিক টার গভীরতা অনুধাবন করুন। হৃদয়ের অন্তঃস্থলের অনুভূতি এই গানটা।
:-(
শিল্পীঃ খালিদ
অ্যালবামঃ ক্ষমা
সুরকারঃ প্রিন্স মাহমুদ
গীতিকারঃ প্রিন্স মাহমুদ
:'(
বোঝাতে কি পেরেছি তোমাকে যে তা?
বিরহে নিহিত সেই শোক বারতা।
যখন আমি থাকব না তোমার কাছে।
আমায় পাবে গীতিকবিতা মাঝে।
যাবার বেলায় শুধু সান্তনা নয় কান্না।
আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়।
আবার কথা হবে এখনি শেষ কথা নয।়
অশ্রু মুছে তুমি তাকাবে।
মনকে আলোকিত করবে।
তোমার অশ্রু আমায় দূর্বল করে দেয়।
হৃদয়ের না বলা কথা।
সে আমার না লেখা বারতা।
মেঘকে দূত করে পাঠাব তখনো তোমায়।
:'(
২|
২৩ শে জুন, ২০১৩ ভোর ৫:৪৯
রাজীব বলেছেন: মন ছুয়ে যাওয়া একটি এলবাম।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৩ রাত ১:৩৯
তামিম ইবনে আমান বলেছেন: