![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার খুবই প্রিয় একটি গান। যতবারই শুনি কখনো পুরনো হয় না। অসাধারণ লিরিক, ফাটাফাটি মিউজিক। গান, এরকমই হওয়া উচিৎ।
;-)
টাইটেল : বসে আছি
ব্যান্ড : ওয়ারফেজ
:-) :-(
বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বয় হিমেল বাতাস
সোনালী আভায়
সাথে ফিরি আমি মেঘে মেঘান্তরে
হিমেল বাতাসে ডানা মেলি আমি
দূরে দূরান্তরে
বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বয় হিমেল বাতাস
পাখীরা সব মেতেছে আজ কুঞ্জবনে
মাতাল করেছে এই মন
গানে গানে নিবিড়ে আজ
কেটে যায় এ'ক্ষন
প্রজাপতি হয়ে ফিরবো ফুলে ফুলে
তবু কেন এত ব্যথা
জাগে মনে অশ্রুধারা
হৃদয়...
২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
গানটা খুব সুন্দর! আমার প্রিয় গানের একটা.....
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৩ রাত ১:৩৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: গানটা ভালা পাই - এই নেন শুনেন
http://www.youtube.com/watch?v=QHRZYQrDaJc