![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আব্দুল্লাহপুর থেকে আশুলিয়ার দিকে যাওয়ার রাস্তাটা ঈদের কয়েকদিন আগে নতুন কার্পেটিং হয়েছে।
সুবিধাটা টের পেলাম আজকে।
১০ টাকার রিক্সা ভাড়া এখন ১৫ টাকা।
এসব দেখে মনে প্রশ্ন জাগে নতুন কার্পেটিং কি রাস্তা ভাল করার জন্য ছিল
না, কারো পকেট ভরার জন্য ছিল ?
যে কার্পেটিং এ রিক্সা, গাড়ি চালাতে সমস্যা, সে কার্পেটিং কেন এখন আগের স্মুদ রাস্তায় দেয়া হচ্ছে। যেখানে দেশে হাজার রাস্তা খালবিল
হয়ে নৌকা চালানোর উপযোগী হয়ে গেছে , সেখানে ভাল রাস্তায় কার্পেটিং করে আমার মত আম পাবলিকের গুয়া না মারলে কি চলেই না।
©somewhere in net ltd.