নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার জীবন নেই তার আবার প্রতিচ্ছবি! জীবন বলতে কি কেবল শুধু বেঁচে থাকার নাম! নাকি অন্য কিছু। আমি তো জানি সামগ্রিক প্রতিকুলতার মাঝে সবার সাথে কিছু গল্পের সমন্ময়ে সুখ, দুঃখ, হাসি, কান্নার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করার পর মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে আবেগ দিয়ে বি

রুবে৭১

আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।

রুবে৭১ › বিস্তারিত পোস্টঃ

উল্টা গাঁধার পিঠে

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৮



ভাবছিলাম যা উল্টা যে তা
হ্য়রে এখন উল্টা,
আগে যেমন ময়দান হইতে গরম
নাইরে জবাব পাল্টা!

জাবর কাটা খবর এখন
গরু কাটে যেমন,
ইলেক্ট্রনিক্স আর প্রিন্ট মিডিয়া
হইয়া গেছে তেমন।

টকশোতে টেবিল চাপড়ানো
পর্দা বহুত গরম,
মাঝে মাঝে যা দেখি ভা্‌ই
পাইযে বড় শরম।

কি করে ভাই মিলাই যে ভাই
স্বাধীনতার স্বাদ,
আমার ভোট যে অন্যজন দেয়
আমার কোথায় খাদ!

লজ্জা লজ্জা উচ্চ শিক্ষিত
চাকরী বাকরী নাই,
সনদ পত্র চুবিয়ে চুবিয়ে
তাইতো পানি খাই।

সকাল দুপুর না খেয়ে তাই
হইয়া গেছি ম্যারা,
ভাল কথায় ও মেজাজ বিগড়ে
হইয়া গেছি ত্যাঁড়া।

লীগ আর দলে এখন
নাইরে কোন স্বাদ
তৃণমুলে পচন ধরছে,
গীড়ায় গীড়ায় খাদ।

আমাদের বাদে কেমনে চলে
দেশটা একটু বলেন,
উত্তর দেবার আগে জনাব
আমলনামা দেখেন।

দেশটা কিন্তু গাঁধা না ভাই
মা চড়ে না মাঠে,
এমন কিছু করেন যেন
কেউ বলেনা দেশ চলে
উল্টো গাধার পিঠে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৭

হাবিব বলেছেন: বাস্তব জিনিস তুলে ধরার চেষ্টা ভালো ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.