![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
এই একটি কথা বার বার বলেছি বার বার বলছি হয়ত বার বারই বলব। আমি যখন লিখি তখন শিরোনাম দিয়ে লিখি আর সে লেখার পেছনে কোন কোন কারন যেমন থাকে। তেমনি লুকানো থাকে ছোট্র একটা উদ্দেশ্য। আরা উদ্দেশ্য ছাড়া বিধেয় যেমন প্রকাশ করা যায়না। তেমনি বিধেয়র মাজি'ত লেশটা নীহিত থাকে উদ্দেশ্যর মাঝে।
আজ বুকের ভেতর আটকে থাকা বেশ কিছু কস্টকে আমার এ লেখায় নিংড়িয়ে দেবার চেষ্টা করব। হয়ত, এতে আমার ব্যাক্তিগত লোকসান হতে পারে। তাতে, আই ডোন্ট কেয়ার। বলা চলে অধে'ক বয়স পার করছি। স্রষ্টার প্রতি অক্রতজ্ঞ যেমন নই, ক্রতজ্ঞ হবার ও কোন কারন ঘটেনী। আবার, আমি নাস্তিকতায় বিশ্বাস ও করিনা। মহান স্রষ্টিকতা' যদি নাই থাকবেন তবে তিনি নিম্ন মধ্যবিত্তদের নিয়ে এত গুটি চালাচালি করবে কেন? কারন,স্রষ্টা আমাদেরকেই প্রিন্সিপ্যাল ক্যারেক্টার বানিয়ে প্রথিবী চালাচ্ছেন।
এই যে আমরা যারা ৩৫ করার জন্য আন্দোলন করলাম। প্রধান মন্ত্রী কি করলেন। হাহা হা হা হা হাসতে প্রালামেন্ট যাচ্ছে তাই বলে না করলেন। প্রশ্ন হচ্ছে দাবিটা কাদের? প্রক্রতপক্ষে দাবিটা মধ্যবিত্ত আর নিম্নমধ্যবিত্তদের। যাদের সরকারী চাকরিতে লাক লাক টাকা ঘুষ দিয়ে ঢোকার যোগ্যতা নাই। মেধা/ ব্রিলিয়ান্সি ওটা জাতীয় জাদুঘরে খুজলে হয়ত পাউয়া যেতে পারে। আমাদের কে শোষন করে নাই? আওয়ামিলিগ বলেন, বিএনপি বলেন, জাতিয় পাটি' বলেন। সব ত দেখা হল। বিদেশি বেনিয়াদের দাওয়াত করে আনাটাই কেবল বাকি। নইলে ইস্রাইলের বিষ খ্যাত Mosad কে দাওয়াত করে আনি সরকার পতনের জন্য। আর বিনামুল্য ট্রাঞ্জিট সুবিধা দেই ভারত কে। অথচ, বাংলাদেশের হাজার হাজার ঘরে উচ্চ শিক্ষিত বেকার রা আজ হা হুতাশ করছে নিজেদের পরিবারের মুখে অন্ন তুলে না দিতে পেরে। যেখানে লিগ সরকারের নিবা'চনের বড় বিজ্ঞাপন ছিল *** প্রত্যক ঘরে ঘরে সরকারী চাকরী দেবেন, কি দিয়েছেন? দিতে পেরেছেন? আপনি কি সফল?
আমার ফুপাত ভাই রাজীবুর রহমান। বাবা ম: হাফিজুর রহমান ( মুক্তিযোদ্ধা)। তার ও ভাল কিছু হয়নি। সেখানে আমজনতা ত আমরা মাকাল ফল।
নিবা'চনের সময় যাদের আপেলের মত আদর আর জেতার পর মাকাল ফল হিসেবে ছুড়ে ফেলা হয়। এই হচ্ছে বাংলাদেশের রাজনিতিক কালচার। আর যারা এই রকম রাজনীতির সাথে জড়িত তারা মানুষ হিসেবে কেমন আমাদের মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের বুঝতে সমস্যা নেই।
ঢাকার চেহারা পালটে গেছে। ইয়া বড় বড় উড়াল সেতু। উন্নয়ন নামক শব্দে দেশ ভাসমান।
©somewhere in net ltd.