![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
স্বপ্নের মাঝে স্বপ্ন আমার
চোখ বুঝিলে আধাঁর,
কষ্টের মাঝে সচল আমি
গল্প অনেক ব্যাথার।
কষ্ট পেলাম সামনে পিছে
দুঃখ ডাইনে বায়ে,
হোঁচট পেয়ে রক্ত ঝড়লো
তবু আঘাত ঘায়ে।
কান্নার মাঝে কান্না আমার
হাহাকার ভরা বেদনা,
মনকে বোঝাই ওরে পাগল
তুই আর একটু ও কাদিসনা।
আকাশের ঐ মেঘ দেখলে
মনযে আমার হয়রে ভার,
মাঝে মাঝে হিসেব মেলাই
পদে পদে কেন খাচ্ছি মার।
এমন কেউ কি আছে ভবে
পাশে আমার দাড়াবে,
মেঘলা আকাশ চুলের ভাজে
মনযে আমার হারাব।
©somewhere in net ltd.