নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার জীবন নেই তার আবার প্রতিচ্ছবি! জীবন বলতে কি কেবল শুধু বেঁচে থাকার নাম! নাকি অন্য কিছু। আমি তো জানি সামগ্রিক প্রতিকুলতার মাঝে সবার সাথে কিছু গল্পের সমন্ময়ে সুখ, দুঃখ, হাসি, কান্নার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করার পর মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে আবেগ দিয়ে বি

রুবে৭১

আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।

রুবে৭১ › বিস্তারিত পোস্টঃ

# ফাঁকা আকাশের কাব্য #

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৮



ওহ! অসয্য গরম। মনে হচ্ছে দুনিয়াটা হাবিয়া দোযখের সাথে কানেক্টেড হয়ে গেছে।

রাত ২:৩৫ এ অজানা কোন এক কারনে ঘুম ভেংগে গেছে। তারপর তার সাথে আর দেখা সাক্ষাত হয়নি। পুরো মানব শরীর টা ঘামে ভেজা। এত খারাপ লাগছিল যে বলে বোঝাতে পারব না। অন্যর অনুভূতি কেউ বুঝতে পারেনা। বত'মানে মানুষ কস্ট ভাগ করে নেবার জন্য যা করে তার পুরোটাই অভিনয়। আসলে এদের মুখে এক মনে আরেক! এটাই স্বাভাবিক ব্যাপার। এই জগতে আসলে কেউ কাউকে নিয়ে ভাবে না। যা ভাবে তা কেবল নিজেকে নিয়ে। যারা অন্যকে নিয়ে ভাবে তারা যে জগতে থাকে তা নিতান্তই বোকাদের জগত। বত'মানের রূঢ় বাস্তব পৃথিবী তাদের জন্য নয়। বেশ ক'দিন ধরে আমার ঠিকমত ঘুম হয়না। রাতের বেলা আপনা আপনিই ঘুম ভাংগে। একটা অজানা একাকিত্ব আকড়ে ধরে রাখে। Smoking causes cancer বাক্যটাকে বৃদ্ধাংগুলি দেখাই। কি অপরাধ আমার। আমি তো কারো অমঙ্গল চাইনি। তাহলে আমার ঘুম কই। বাথরুমে ঢুকলাম। চোখে পানির ঝাপটা দিতেই। মনে হল, চোখ পানি কামড়ে ধরল। বুঝলাম, অতিরিক্ত টেনশন আর চাপের কারনে এটা হতে পারে। চোখে প্রচুর ঘুম। আযান হচ্ছে। এক, দুই, তিন মাইকে একই বাক্যর অপরিবর্তনীয় সূর। একটা অন্যরকম ভাল লাগা ছুয়ে গেল। নামাজ পড়বো। তারপর, বাড়িতে র ওনা হব। তার আগে মোবাইলে কিছু অথ'হীন ছবি মুছে ফেলার কাজ করলাম। নিজের অজান্তে নিজেকে নিয়ে হাসলাম। অদ্ভুতুড়ে জীবন।

আতিফ আসলামের একটা গানের লাইন মাথায় অনবরত বাজছে " বে ইন্তেহা, বে ইন্তেহা
ইয়ে দুরিয়া বে ইন্তেহা"।

আজ থেকে মস্তিষ্ক্রর রেম টাকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য যে ভাবে ব্যবহার করতে হবে। ঠিক সেই ভাবেই ব্যবহার করব। রাতের পরিধি অত বড় নয়। ভোর হবেই। সকাল আসবেই। কিছু কিছু মানুষ জীবন থেকে হারাবেই। মারা যাবে। কেউ বলে যাবে। কেউ বলার সুযোগ পাবেনা। কারো জানাজা পড়ার পৃস্তুতি নেবার পর ও অনেকে জানাজা ও পায়না। কবর টা তো দেখার সুযোগ থাকবেই। শুধু দোয়া করব কাছে দুরের মানুষ গুলোযেন ভাল থাকে। তা হোক কবর বা পৃথিবীর যে কোন প্রান্তে।
যাই নামাজের ওয়াক্ত হয়ে গেছে। গাড়িতেই ঘুম দিতে হবে।

নতুন উদ্যম, নতুন দিন আর নতুনত্ব নিয়ে আবার--

আ রাহাহু ম্যায়, আ রাহা হু ম্যায়।

পাশের রুম ম্যাটের মোবাইলে গান টা বাজছে। চমতকার টাইমিং। ৬ মারার মত। সবাইকে শুভ সকাল। ভাল থাকুন।

বি:দৃ: আমার লেখা কাউকে উপলক্ষ করে নয়। নিজেকে নিয়েই লিখি।এখানে অন্য কাউকে নিয়ে ভাব্বার সময় নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.