![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
বাইরে আমি অনেক সুখি
ভেতরে কস্টের নদী,
কেউ জানেনা কেউ দেখেনা
বহে নীরবধি।
হাসতে হাসতে কান্না লুকাই
নিরবে ফেলি জল,
কেউ বোঝেনা আমার ব্যাথা
বুক ভাংগা ঝড় প্রবল।
বাইরে আমার কাছের সবাই
ভেতরে কেউ নাই,
মনের মত মন খুজে
আপনা না কাউরে পাই।
রক্ত নাকি রক্ত টানে
মন টানে মন,
ভবের এই পুতুল খেলায়
কেউ না আপনজন।
মুখের বেলায় সবাই কাছের
কাজের বেলায় নাই,
তাই তো কস্টে চোখের জলে
নিজের ছন্দ গাই।
©somewhere in net ltd.