![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
দক্ষিণা বাতাসের হু হু শব্দ
শীতল হাওয়ার কাঁপন,
হিসেব কসি এই দুনিয়ায়
কে যে আমার আপন!
আমার দু:খ চোখের পানি
ব্রষ্টি ধোয়া মেঘে,
কেউ ভাবেনা আমায় নিয়ে
আছি কার ভাবনায় জেগে।
সেকি বোঝে মন টা আমার
উথালপাতাল নি:শ্বাস,
থেকে থেকে কান্না আমার
হারিয়ে যাওয়া বিশ্বাস।।
ওরে ও চাঁদ আলো তোমার
ফিকে সাদাটে হলুদ,
একলা এলোমেলো আমি
হতাশায় যেন বুদ।
আমার আমি কস্ট পাই
হারিয়ে ফেলা মমত্ব,
এপাশ ওপাশ চাঁদ রাত
ঘিরে রেখেছে একাকীত্ব।।
©somewhere in net ltd.