![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
আযানের সুরে ডাকছি তোমায়
ওহে দয়াময়,
নামাযে তোমায় খুজে বেড়াই
মনে থাকেনা সংশয়।
তুমি সাহস ঈমানের শিকড়
মনে যুগিয়ো বল,
অসৎ পথকে দূরে রেখে
তোমার ভয়ে আনিয়ো জল।।
ডাকবে যেদিন পানে তুমার
পাপ যেন যায় মুছে,
সবাই যে রাখে মনে
দুনিয়াবি জীবন মিছে।।
কার ক্ষতি করিব আমি
সবাই তো ভাই মানুষ,
লোভের প্রাসাদ শেষ হয়ে যায়
গড়ে লাভ কি ফানুশ।।
ওহে আল্লাহ দয়াময় আমার
আমি বান্দা মামুলি,
তুমার বিচারে নেকী কম আমার
কি দিব নাই আমার কোন আমুলি।।
©somewhere in net ltd.