নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার জীবন নেই তার আবার প্রতিচ্ছবি! জীবন বলতে কি কেবল শুধু বেঁচে থাকার নাম! নাকি অন্য কিছু। আমি তো জানি সামগ্রিক প্রতিকুলতার মাঝে সবার সাথে কিছু গল্পের সমন্ময়ে সুখ, দুঃখ, হাসি, কান্নার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করার পর মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে আবেগ দিয়ে বি

রুবে৭১

আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।

রুবে৭১ › বিস্তারিত পোস্টঃ

*** বিজয় আমার অসম্পূণ\'***

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৮




সংবাদ পত্রের পাতা খুললেই
খুন, ধষ'ণ আর দূর্নীতি ভরা,
উন্নয়নের বিজ্ঞাপন টিভি চ্যানেলে
গরীব পাচ্ছে অভাব, ক্লান্তি, ঝড়া।

৭১ এ জন্ম নিছিল একটা শব্দ বাংলাদেশ
টেকনাফ থেকে তেতুলিয়া,
উচ্চস্বরে বলছি আমি
স্বাধীনতা আমার দেউলিয়া।

হারাইছি আমি ভাসানী ভাইরে
বংগবন্ধুরে করেছে খুন,
মিরজাফর আমার ঘরের ভাইরে
ওই বাংগালী শুন।

সুদ, ঘুষে ত ভরাইয়া ফেলছিস
চাকরি, বাকরির বাজার,
প্রকতপক্ষে বিচার করলে
ওরাইত দেশের বড় রাজাকার।।

উন্নয়নের নাম কইরা টেন্ডারবাজ
করে না কাজ,
মনে হয় দেশে যুদ্ধ লাগছে
রাস্তাঘাট দেখলে মাথায় পড়ে বাজ।।

মরার চিন্তা কেউ করেনা
খালি মার টাকা,
উদাহরণ দিচ্ছি রে ভাই
তাইলে তাকাও ঢাকা।।

৫২ বাজার ৫৩ গলি
ঘুরে হাজার ডাকাত,
সুন্নাতি লেবাসে চুরি করে
নামাজ বাদ দেয় না এক রাকাত।

ফ্যাতনা, ফ্যাসাদ গীবত ভরা
শেরে বাংলার বাংলা,
সুযগ মেললেই মানুষ মারে
চালায় বুমা হামলা।।

বে আইনি কম' করে
আইনের রক্ষক,
ঘুষ,টুশ খেয়ে খেয়ে পেট মুটা ভক্ষক।

মুক্তিযুদ্ধা বাদাম বেচে
অমুক্তিযুদ্ধা পায় সনদ,
ধান্ধা ত ভাই সবাই করে
পাবে সরকারী টাকা নগদ।

বেকার আমরা কাম নাই
বেকারত্বে পরাধীন,
কে আছে দেশের কান্ডার
আমাদের করবে স্বাধীণ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.