![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
***কালো জাদু vs আধুনিক বিজ্ঞান***
আধুনিক যুগ বিজ্ঞানের যুগ হলেও আজও মানুষ বিজ্ঞানের এই যুগ কে ব্রদ্ধাংগুলি দেখিয়ে করে চলেছে অসাধ্য অনেক কিছুকে সাধ্যর আওতার মধ্যে।
আজ যেখানে ল্যাপটপ কে ব্যবহার করে গুগলের মত সাচ' ইঞ্জিন কে কাজে লাগিয়ে একজন মানুষ তথ্য সংগ্রহ করে নিজেকে সম্রদ্ধ করছে তেমনি একজন ব্ল্যাক মেজিশিয়ান নিজেকে করেছে আর ও বেশি আধুনিক।
আমি জানি, অনেক বিদ্ধান ব্যক্তি আমার এ লেখার বিপক্ষে মন্তব্য করবেন। কিন্তু না, যা বলছি তাই সত্তি। বত'মানে সব থেকে বেশি ব্ল্যাক ম্যাজিক অনুশীলন করা হচ্ছে বত'মানে অথা'ত এই বিশ শতকে একজন মানুষ, একটি পরিবার, একটা কমিউনিটি বা একটি রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক। সম্মোহন বিদ্যাকে কাজে লাগিয়ে ইউরোপ বা খোদ আমেরিকার মতো ১০০% শিক্ষিত মানুষ গুলো ও অশ্বিক্ষিতের মতো কাজ গুলো দেদারসে করে যাচ্ছে। ব্যাংক লুট থেকে শুরু করে হরেক রকম ভৌতিক গল্পের সৃষ্টা তারাই।
তারাই প্রথম রক্তচোষা বা ভাম্পায়ার নিয়ে মুভি বানিয়ে সারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে ব্ল্যাক ম্যাজিক কিভাবে কাজ করতে পারে।
কোন রংয়ের সাথে কোন ক্যামিকেল মিশ্রণ করলে কোন রং ধারণ করবে। যারা জানে তাদের জন্য তার বিজ্ঞান। আর যারা না জানে, তা অজানা ঐ লোকদের কাছে যাদু।
সুতরাং ব্ল্যাক ম্যাজিক আছে। আমাদের সমাজে বর্তমানে এই বিষয়টির কারনেই এত বেশি ঝুট ঝামেলা হচ্ছে। পাশ্ববর্তী দেশ ভারত তাবিজ, কবজ আর ধর্মীয় কুসংষ্কার গুলোকে তারা সংস্কারের পর্যায়ে নিয়ে গেছে। ডাকিনী মন্ত্র, নিশি মন্ত্র, বশিকরণ তারিজ ও বাণ মন্ত্র, এই সব মন্ত্রের দৌড়াত্বে ক-ত ভাল ভাল জীবন যে দূর্বিষহ হয়ে গেছে। কেউ তার সামনাসামনী না হলে বুঝবেনা বা বিশ্বাস করবেনা।
আমার এক বড় ভাইকে বাণ মারা হয়েছিল এবং তার সেই বিষয়টা দেখে আমিও আৎকে উঠেছিলাম। তা সত্যি ছিল।
মেডিক্যাল সাইন্স যেখানে হার মেনেছিল। তাকে দীর্ঘদিন ভূগে মৃত্যুবরণ করতে হয়েছিল।বিজ্ঞান হার মেনেছিল সেই কালো জাদুর কাছে।
একমাত্র সৃষ্টার নৈকট্যই পারে অভিশাপ থেকে রক্ষা করতে পারে।
©somewhere in net ltd.