![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
ব্রিটিশ রাজ আমাদের ভারত বষে' শাষন, অত্যাচার, অবিচার যাই বলিনা কেন তা করেছিল প্রায় ২০০ বছর। আজ তারা আমাদের থেকে প্রায় ৫০০ বছর এগিয়ে। কারন একটাই -ওরা জানত, উপরে উঠতে চাইলে ভারত বষে'র মানুষ গুলোর উপরে পা দিয়ে দিয়ে উঠতে হবে। ঠিক সেই ভাবে ওরা আমাদের ব্যবহার করত।
তার প্রমান ও অনেক। কখন ও নীল চাষ। কখন সুযা'স্ত আইন চালু। কখন ও তেভাগা রহিত করন। কখন ও হিন্দু মুসলিম বিবাদ বাধাবার জন্য গরু আর শুকরের চবি' দিয়ে কাতু'জ বানানো। কখন এ দেশের সম্পদ লুট করে ইংল্যান্ড পাঠানো। কি করেনী ওরা আমাদের সাথে। সব করেছে। আর এমন কিছু মন্ত্র শিখিয়ে গেছে যার বাজে প্রভাব গুলোর ঘানি আমরা আজ ও টেনে চলেছি।
১ম ত -চা, কফি, সিগারেটের অভ্যাস।
২য়ত- মদ বানাবার সুত্র।
৩য়ত- গাজা, পপি আর আফিমের বীজ।
ভারত বষে'র ব্যাক্কল জনগণ খুউব খেয়েছে। ও একটা কথা বলা উচিৎ। জেন্টলম্যানরা এগুলা খাওয়াত প্লাস টাকাও দিত। কি মজা। ফ্রি খাওয়ায় মজাই আলাদা। মন্দির আর মসজিদের খিচুরির মত।
কিন্তু তখন ও বেকুব জনগণ বুঝতে পারেনী এই সব মাল একদিন তাকে কিনে খেতে হবে। যার মাশুল আজও ভারত বষে'র বত'মান দেশ গুলো দিয়ে আসছে। ভবিষ্যতেও দেবে। ২ টাকার চা পাব্লিক এখন ৫ টাকায় খায়। ৫ টাকার সিগারেট ১২ টাকা। মজাই মজা।
এত গেল ব্রিটিশ মাথার ব্রিটিশ কারবার।
বত'মানের ডিজিটাল ব্রিটিশ বুদ্ধি প্রয়োগ করা টেলিকমিউনিকেশন কম্পানির গুলোর কথা বলি।
দেশে ৪টি ব্যক্তিমালিকানাধীন কম্পানি রয়েছে। যেমন- গ্রামীনফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল। সরকারী টেলিটক।
আসুন গ্রামীণফোন এর ডিজিটাল ব্রিটিশ বুদ্ধির নমুনার কথা বলি। ভাই, ১ ভাতে টিপ দিলে সব ভাতের নিউজ পাউয়া যায়।
৭৯ টাকায় ১ জিবি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। আপনি ব্যবহার করলে ও৭ দিন। না করলেও ৭ দিন। আসেন গল্পটা বলি- আমার টাকায় জিনিষ কিনে ওদের ইচ্ছামত আমার কাজ করতে হবে কেন? আমি কি ওদের খাই পড়ি। গাধার বাচ্চা কম্পানি দিছত তুই, থিউরি ব্যবহার করছিস ইষ্ট-ইন্ডিয়া কম্পানির। দেশের আম-জনতা কিচ্ছু বলেনা বলেই তরা সেই সুযোগ নিচ্ছিস। হাওয়ার উপর দিয়া টাকা কাটছিস। তোদের লজ্জা করা উচিৎ। একসময় ১ মিনিটের জন্য নিতি ৫ টাকা। এক সিম বিক্রি করতিস ৮ / ১০ হাজার টাকা। এই তরাই হলি দেশেত বড় রাজাকার বড় বেঈমান।
আমার টাকায় জিবি কিনে আমি ৭ দিন না ৭ বছর ধরে ব্যবহার করব কারু বাবার ত কিছু না তাইনা।
ব্রিটিশ হইস না। বাংগালী হ। নইলে দম বের হতে আমার ৭৯ টাকার হিসেব দিয়ে বের হতে হবে।।
২| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৫
রুবে৭১ বলেছেন: চা খা্ওয়া মন্দ না দাদা। মন্দ হচ্ছে চা খেতে খেতে আমরা যে গীবত আর পরচর্চাটা করছি। ওটাই হচ্ছে আমাদের মাথা ব্যাথা।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০০
জুনায়েদ বি রাহমান বলেছেন: চা ত ভারতবর্ষে আছে। আর বর্তমানে চা উৎপাদনে শীর্ষ ৩ এর মধ্যে ভারতও আছে।
২০১৭'র একটা রিপোর্টে দেখেছিলাম, চা রপ্তানিতে শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশ ও আছে।
সুতরাং, ব্রিটিশ আমাদের চা খাওয়া শিখিয়ে মন্দ করেনি।