![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
ইবিতে এক ছেলে প্রেমিকার জন্য গলায় ফাঁস লাগিয়েছিল ।
আমাদের চবিতে বারী ভাই ভালোবাসার মানুষটার জন্য এখনো ক্যাম্পাসেই রয়ে গেছে ।
ঢাবিতে রোকেয়া হলের সামনে এক বড় ভাই প্রেমিকার জন্য অপেক্ষা করতো । শুনেছিলাম বিসিএস দিয়ে পুলিশের চাকুরিতে জয়েন করার পরেও তার মানসিক স্থিরতা আসে নি । শেষ পর্যন্ত চাকুরিতে ইস্তফা দিয়ে সে হয়েছে মানসিক ভারসাম্যহীন রোমিও ।
যাদের জন্য এতো ডেডিকেশন সেই প্রেমিকারা কেমন আছে ?
টুম্পা একজন ব্যাবসায়ীকে বিয়ে করে নিয়েছে । ছোট্ট সুন্দর সংসার তার । একটা মেয়েও আছে । বারিধারায় থাকে । গাড়ি ছাড়া চলে না ।
রোকেয়া হলের শর্মি বিসিএস দিয়েছিল । এখন কাস্টমস কর্মকর্তা । বিয়েও করবে তার মতোই একজনকে । একটা ছেলে ভার্সিটিতে তার জন্য দিওয়ানা ছিল । শর্মি তাকে গুনেও দেখে নি ।
চবির মারিয়া তার থেকে ১৫ বছরের বড় একজন পুলিশ
কর্মকর্তাকে বিয়ে করেছে । গাড়ি নিয়ে ক্যাম্পাসে আসে । ছেলেরা তাকে দেখে ফ্যান্টাসি নেয় । কিন্তু প্রেমিকা বানানোর স্বপ্ন দেখে না ।
আসলে জীবন কারো জন্য থেমে থাকে না ।
আমাদের গল্পের নায়িকারা স্বামীর ঘরে সুখেই থাকে । আপনার কথা ভেবে তারা মন খারাপ করে না । করার কারণও নাই ।
যে মানুষটার জন্য ঘন্টার পর ঘন্টা আপনি হলের সামনে অপেক্ষা করেছেন সে এখন অন্যের স্ত্রী । আপনাকে দেখলে চেনেও না । একটা হাসি দিয়ে চলে যায় । LET IT BE ...এটাই স্বাভাবিক ।
নির্বোধ তারাই যারা প্রেমিকার জন্য জীবন ঠেকিয়ে রাখে ।
জীবনে অপরিসীম পরিশ্রম করুন । নিজেকে ভালোবাসুন । মানুষের ভালোবাসা পাবেন । যে আপনার থেকে সরে গেছে আপনিও তার থেকে সরে যান । ভালো থাকবেন ।
ছেলেটা এক সময় ভালোবাসার কাঙাল ছিল । কিন্তু পায় নি । আজকে সে টাকা দিয়ে ভালোবাসা কিনে বেড়ায় । এটাই নিয়ম ।
জীবন কাউকে ঠেকায় না । যে যেভাবে চায় জীবন তাকে সেভাবেই পরিপূর্ন করে ।
ছেড়ে যাওয়া মানুষগুলোর জন্য একটা মুচকি হাসি থাকতে পারে । কিন্তু হতাশার গল্প নয় ।
কেননা যে চলে যায় সে কখনো জীবনে থাকার জন্য আসে নি ।
©somewhere in net ltd.