নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার জীবন নেই তার আবার প্রতিচ্ছবি! জীবন বলতে কি কেবল শুধু বেঁচে থাকার নাম! নাকি অন্য কিছু। আমি তো জানি সামগ্রিক প্রতিকুলতার মাঝে সবার সাথে কিছু গল্পের সমন্ময়ে সুখ, দুঃখ, হাসি, কান্নার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করার পর মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে আবেগ দিয়ে বি

রুবে৭১

আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।

রুবে৭১ › বিস্তারিত পোস্টঃ

যদি আমি মরি

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫



ফুলের মত নিঃপাপ ছিলাম
কলির মতো জীবন,
শিশুকালে সুখে ছিলাম
সবার ছিলাম আপন।

মায়ে ডাকতো বাবা আমার
বাবায় দিত চুমা,
মায়ে গেল অল্প বয়সে
ঋণের বোঝা জমা।

একটা কষ্ট, দুইটা কষ্ট
হাজার দুঃখ এল,
সব সামলে আজকে জীবন
পথ না খুজে পেল।

আজো আমি একলা আছি
নিঃসঙ্গ হয়ে চলি,
আপন মনে একলা একলাই
হাজার কথা বলি।

কখনো কবি, কখানো লেখক
কখনো হই গায়ক,
মাঝে মাঝে রুুুুঢ় বাস্তবের
আমি একলাই নায়ক।

তবু যেন আজ কেউ নেই আমার
কবরের মতো বাড়ি,
আমার জন্য কেউ কাঁদবেনা
যদি গো আমি মরি।

বিঃদ্রঃ মাঝে মাঝে জীবনের বৈচিত্রময় মুহূর্তে কিছু অনাকাঙ্খিত কষ্ট পেতাম। ঠিক সেই সময় কবিটাটি লেখা হয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: আপনি মরলে আপনি ভূত হবেন ।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১

রুবে৭১ বলেছেন: ভাই, আপনার সাথে প্রথম দেখা করতে যাবো। এক কাপ চিনি ছাড়া চা খাওয়াবেনতো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.