নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার জীবন নেই তার আবার প্রতিচ্ছবি! জীবন বলতে কি কেবল শুধু বেঁচে থাকার নাম! নাকি অন্য কিছু। আমি তো জানি সামগ্রিক প্রতিকুলতার মাঝে সবার সাথে কিছু গল্পের সমন্ময়ে সুখ, দুঃখ, হাসি, কান্নার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করার পর মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে আবেগ দিয়ে বি

রুবে৭১

আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।

রুবে৭১ › বিস্তারিত পোস্টঃ

হাজার দুয়ার

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০



বিশ্ব বিধাতা বানাইছে দুনিয়া
বাসের যোগ্য পৃথিবী,
আঠার হাজার মাখলুকাতে
মানুষ যে বড় অভাবী।

কখনো ধনি কখানো দরিদ্র
আজব শ্রেণী বিন্যাস,
আজকে আমির কালকে ফকির
অনেক বড় বিশ্বাস।

আজকে তুমি কাঁদছ যেন
কালতো তুমি হাসবে,
আজকে তুমি ছোট হয়েছ
কাল বড় সবাই ভাববে।

মানির মান আল্লাহ রাখে
সবাই তা জানে,
এমন কোন ভূল করোনা
সারা জীবন কাটবে অপমানে।

মনে রেখ যে পথে যাও
হোচঁট খাবে বার বার,
এরই মাঝে পাবে খুজে
বেরুবার হাজার দুয়ার।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

স্বপ্ন নীর বলেছেন: সুন্দর লেখা।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪

রুবে৭১ বলেছেন: স্বপ্ন নীর, সুন্দর মন্তব্য দেখলে ভাল লাগে।

২| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: কবিতায় আবেগ কম।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩

রুবে৭১ বলেছেন: আবেগ আহত অবস্থায় আছে ভাই। একটা চাকরী খুজঁছি তো!

৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০

হাবিব বলেছেন: কবিতায় সার দিতে হবে..............

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪

রুবে৭১ বলেছেন: হাবিব ভাই, সারের নাম টা বলেনতো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.