![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
দাদু তোমায় পড়ছে মনে
ডিজিটাল এই দেশে,
তোমার নামটি ঢাকা পড়েছে
অপ-রাজনীতির গ্রাসে।
তোমার নামটি আজকে শুধু
শোভা পায় বইয়ের পাতায়,
আজকে তোমায় স্মরণ করিলাম
আমার কবিতার ভাষায়।
বঙ্গ বন্ধু যদি হয়
জাতির পিতা,
তুমিতো জাতির দাদু,
তোমার থেকে কেবা ভাল ছিল
কেবা ছিল সাধু।
দেশটাতো আজ কারো বাবার
কারো বা স্বামীর সম্পত্তি,
কিভাবে প্রকাশ করিব
কবিদের লেখার পঙ্কত্তি।
দলে দেখা যায় চোর বাটপার
লিগ শব্দ টা গালি,
বাংলাদেশটা কেমনে বাগান
ব্যর্থ তোমার মালি।
পোশাকধারী লোভী, চাটুকার
ঘুষে বেড়েছে ভূড়ি,
দিনে দুপুরে অসহায় মানুষের
পেটে যে চালায় ছুড়ি।
বন্ধু রাষ্ট্টের ভারতী বিএসএফ
ফেলানীদের ঝুলায় কাঁটাতারে,
রক্ষক পুলিশ ভক্ষক হয়ে যায়
গুলি করে মারবে স্বাধীনতারে।
ভারত মাতা মা তাদের
কাড়িয়া নিয়াছে তোমার জমি,
এদেশের নেত্রীরে পারলে বানায়
ঐ দেশেরই মুখ্যমন্ত্রী।
এই লজ্জা কি তোমার দাদু
নাকি জাতির পিতার,
এই লজ্জা আমার তোমার
আর এ স্বাধীন বাংলার।
আজকে জাতির ক্রান্তিকালে
পড়ছো মনে ও আসানী,
যতদিন থাকবে এই ধরা
উচ্চারিবে ভাসানী।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০১
রুবে৭১ বলেছেন: রাজীব নূর ভাই,
ভাসানী যদি বাবা হয়। তাজউদ্দিন আহমেদ হচ্ছে একটা ভাল ছেলে। একবাবার ৬/৭ ভাল ছেলে জন্ম দিতে পারে। অবদান! ভাসানীকে নিয়ে কেউ আলোচনা করে না। তাই তার অবদান টের পাইনা।
২| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪
রাজীব নুর বলেছেন: একজন গ্রেট নেতা ভাসানী।
আচ্ছা বলুন তো তাজউদ্দিন আহমেদ আর ভাসানীর মধ্যে দেশের জন্য কার অবদান বেশি?
৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
মওলানা একটা আদর্শ শিখাতে চেয়েছিলেন, সেজন্য বাংগালীরা মওলানাকে সহজে অনুসরণ করতে পারেননি
৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৩
সাত সাগরের মাঝি ২ বলেছেন: মাওলানা ভাসানীকে কেন শেখ সাহেবের আমলে জেলে যেতে হয়েছিলো?
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪
রাজীব নুর বলেছেন: একজন গ্রেট নেতা ভাসানী।
আচ্ছা বলুন তো তাজউদ্দিন আহমেদ আর ভাসানীর মধ্যে দেশের জন্য কার অবদান বেশি?