নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার জীবন নেই তার আবার প্রতিচ্ছবি! জীবন বলতে কি কেবল শুধু বেঁচে থাকার নাম! নাকি অন্য কিছু। আমি তো জানি সামগ্রিক প্রতিকুলতার মাঝে সবার সাথে কিছু গল্পের সমন্ময়ে সুখ, দুঃখ, হাসি, কান্নার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করার পর মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে আবেগ দিয়ে বি

রুবে৭১

আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।

রুবে৭১ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাসঘাতক

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১



মেনেলাউসের পত্নি হেলেন
সর্বশ্রেষ্ঠা সুন্দরী,
আতিথ্যায়ত্বের সুযোগে প্যারিস
অবৈধ প্রেমের ডুবুরী।

প্যারিসে প্রাসাদ ত্যাগ করিয়া
ট্টয়ের পথে দিল পাড়ী,
অবৈধ সম্পর্কে মজিল হেলেন
ছাড়িল নিজের বাড়ি।

বিশ্বাসকে খুন করিয়া
প্যারিস হইল খুনি,
নারীর কারনে বাড়িল সমস্যা
ধ্বংসের বীজ বুনি।

হাজার হাজার প্রীয়াম পুত্র সাথে
মরিল বীর ভেক্টর,
শত শত জমি রক্তে ভরিল
ভবিষ্যৎ বাণী দিল নেষ্টর।

এখনো আছে পৃথিবী জুড়িয়া
পরস্ত্রী জাতের পুরুষ,
নিজের সততা বিলীন করিয়া
সমাজ করিছে কুলুষ।

বিশ্বাস করিলে ক্ষতি করিওনা
করিওনা কখনো কৌতুক,
পরিণামে হইবে হন্থ্যা কারক
হইয়া থাকিবে বিশ্বাসঘাতক।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০০

হাবিব বলেছেন: একদিনে এতো কবিতা???????????

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

রুবে৭১ বলেছেন: হাবিব স্যার, বেকারের খেয়ে দেয়ে কাজ নাইতো। তাই পেটের ভাত হজম করতেই এই কাহিনী।

২| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: সব যুগের বিশ্বাসঘাতক ছিল।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

রুবে৭১ বলেছেন: রাজীব নুর ভাই, সব দোষ...................................ঐ একটা জায়গায়।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৪:১২

জগতারন বলেছেন:
সুন্দর কবিতা ।
লাইক এবং লাইক।

কবি রুবে৭১-কে মনে হয় এ-ই প্রথম দেখিলাম।
নতুন হলে অভিন্দন সুভেচ্ছা জ্ঞাপন করি।

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: কাহিনীটা জানি।

এখান থেকেই ট্রোজান শব্দটা এসেছে।
যা দ্বারা ছদ্মবেশি কম্পিউটার ভাইরাসকে বোঝায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.