![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
পথের মাঝে জন্ম মোদের
পথের মাঝে বাস,
পথের মাঝেই চলতে হোঁচট
জীবনের বার মাস।
কবে নিয়েছি জন্ম আমরা
দিন, তারিখ তো নাই,
ভূলিয়া গিয়াছি আমরা মানুষ
তবুও বাঁচতে চাই।
বার মাস আমরা একই থাকি
কত রং যে বদলায়,
তোমরা বড় হও সোনার চামচে
আমরা বড় হই অবহেলায়।
তোমরা যখন পোলাও কর্মা
কবজি ডুবাইয়া খাও,
আমরা হাত বাড়ালেই বলো
এখান থেকে যাও।
আমাদের নিয়া কেউ ভাবেনা
সবই লোক দেখানো সংস্থা,
আমাদের পুুজি করে পকেট ভরাও
কিছুই করনা ব্যবস্থা।
অনাদর আমাদের ভাগ্যের লিখন
জোটেনা ভাল কিছু,
তোমাদের ভাষায় আমরা অমানুষ
ভাগ্যহত পথ শিশু।।
২| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর কবিতা।।
৩| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: পথশিশুদের জন্য সহমর্মিতাপূর্ণ কবিতায় ভালোলাগা।
৪| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা বলেছেন আমাদের দেশে কোনো পথশিশু থাকবে না। তাদের ব্যবসা সরকার করে দিবে।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১২
মীর সাজ্জাদ বলেছেন: অসাধারণ হয়েছে। পথ শিশুদের নিয়ে সুন্দর কবিতা।