![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
কবি তোমার মুরুদ কত-
পারলে একটা রুটি দাও,
তোমার কবিতা মাথায় লইব
যদি আমার ক্ষুদ লও।
গরীবের ক্ষুদা বড় ক্ষুদা
টের পায়কি তোমার কলম,
নাকি তোমার মাথায় ব্যাথা
কপালে মাখো শান্তি মলম।
ভাব ধইরও না বাবড়ি রাইখা
ভন্ডামীখান রাখ,
কল্পনায় সমাজ সুন্দর হয়না
পিন্ডা খাটাইয়া দেখ।
লক্ষ্য তোমার বিদ্যা বেচা
বুদ্ধি মাথায় নাই,
পরের স্বার্থে মাথা খাটাও
ক্ষেপসি আমি তাই।
ক্ষুদার রাজ্যে চাঁদ যে রুটি
বানাইয়া রাখছো তুমি,
না খাইয়া আমি আসমানি হইছি
কিসের বিরাণ ভূমি!
ছন্দ মারো গদ্য মারো
আমার ভাগখান কই,
রেশন আমার নেতায় খাইছে
শালার নেতা কই।
২| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! প্রতিবাদী কবিতা। ভালো লিখেছেন।
৩| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাস্তবতায় ভরপুর কবিতা