নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার জীবন নেই তার আবার প্রতিচ্ছবি! জীবন বলতে কি কেবল শুধু বেঁচে থাকার নাম! নাকি অন্য কিছু। আমি তো জানি সামগ্রিক প্রতিকুলতার মাঝে সবার সাথে কিছু গল্পের সমন্ময়ে সুখ, দুঃখ, হাসি, কান্নার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করার পর মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে আবেগ দিয়ে বি

রুবে৭১

আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।

রুবে৭১ › বিস্তারিত পোস্টঃ

শূন্যতা

২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮




জীবনের গুরত্বপূর্ণ প্লাটফর্মে দাঁড়িয়ে
আজ আমি একলা যাত্রী হয়ে,
অপেক্ষায় আছি।

কখন আসবে সৌভাগ্যের ট্রেন
আনন্দের হইসেল বাজিয়ে,
ঘুড়িয়ে ফিরিয়ে কু ঝিক ঝিক শব্দে।

অনেক ক্লান্তি জমে গেছে
অবসন্ন শরীর নিয়ে বসে আছি,
তন্দ্রার প্রকোপে মাঝে মাঝেই যেন
পড়ে যাই যাই অবস্থা।

যা পেয়েছিলাম তার কিছুই নেইনি
দিয়ে গেলাম ইট, কাঠ, লোহা আর
পাথরের প্রলেপ দেয়া শহরে।

শকুনর মতো শিল্পপতিরা
আমাদের জীবনী শক্তির বিনীময়ে
ব্যবসা করছে শত কোটি মুনাফা।

আমাদের মেধা, সৃষ্টিশীল কর্ম
পরিকল্পনার সবটাই যেন
ভাটা পড়ে গেছে
প্রয়োজনের তাগিধে।।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: পাশাপাশি একাধিক পোস্ট দিলে অনেকেই ভালো চোখে দেখেনা। এক সাথে দুই লেখা দিয়েন না। আপনার ভালোর জন্যই বললাম

২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

রুবে৭১ বলেছেন: কাজ কর্ম নাই তাই লেখা আর কি! আসলে কে ভাল চোখে দেখলো আর কে দেখলো না! সেটা হিসেব করলে কি চলবে ভাই। মনটা ভাল নেই। লিখলে ভাল লাগে বলেই লিখি। যদি আপনারা মানা করেন। তাহলে আর লিখবোনা। ভাল থাকুন।

২| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনি ভুল বুঝলেন। আমি মানা করবো কেন? এটা নাকি নিয়ম। প্রায় ১১মাস ধরে এই ব্লগে। আমাকে অনেক পুরাতন ব্লগার এই কথা একাধিক বার বলেছে। যে একাধিক লেখা দিয়ে প্রথম পাতা বন্ধ করে রাখলে আপনাকে বেন করা হতে পারে।।।। এটা আসলে একটা নিয়ম ও হতে পারে।তাই বললাম। আর সিনিয়র ব্লগার রা রিপোর্ট করলে বিপদ হবে। তাই বললাম।।

২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

রুবে৭১ বলেছেন: পুরাতনরা সঠিক তথ্য দিয়ে উপকারই করে। আমি তো ভাই তেমন জানিনা। জানালেন। ভাল লাগলো। নাখালপাড়া, চা খেতে আইসেন। কাউকে প্রথম দাওয়াত করলাম। পরামর্শ দেবার জন্য।

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: আপনার মন ভালো নেই। বুঝলাম।
কিন্তু ব্লগের নিয়ম তো আপনাকে মেনে চলতে হবে রে ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.