![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
দিন কেটে যায় সুখের আশায়
ছুটে বেড়াই সুখের পিছে,
সন্ধ্যা বেলায় দুঃখের জায়গায়
দাঁড়িয়ে ভাবি পুরো জীবন মিছে।
এমনি করে সময় কাটে
অবশেষে আসে সুখ,
আশার প্রদীপ জলতে জলতে
অন্ধকারে হারায় আমার মুখ।
আলো পড়লে চোখ জ্বলে যায়
অন্ধকারের আশায়,
দরজা, জানালা বন্ধ করে
ঘুমিয়ে থাকি বাসায়।........
২| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১
রাজীব নুর বলেছেন: কবিতায় আবেগ কম।
৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনি একই দিনে এতো পরিমান লেখা দিয়েছেন যে, আপনাকে হয়ত সম্মান দিতে গিয়ে জেনারেলে নেয়া হবে! এটা আপনার চেয়ে আমাদের জন্য দুঃজনক।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩
ল বলেছেন: অসাধারণ লেখা।