নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার জীবন নেই তার আবার প্রতিচ্ছবি! জীবন বলতে কি কেবল শুধু বেঁচে থাকার নাম! নাকি অন্য কিছু। আমি তো জানি সামগ্রিক প্রতিকুলতার মাঝে সবার সাথে কিছু গল্পের সমন্ময়ে সুখ, দুঃখ, হাসি, কান্নার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করার পর মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে আবেগ দিয়ে বি

রুবে৭১

আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।

রুবে৭১ › বিস্তারিত পোস্টঃ

জীবন নিংড়ানো গল্প

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

ব্লগের কভার পেজের উপরে লেখা বিজয়ের মাস ডিসেম্বর। একটি কবুতর উড়ে যাচ্ছে বাঁধ ভাঙার আওয়াজের লগো তার পায়ে আঁকড়ে ধরে। এরই নাম স্বাধীনতা। ইচ্ছে মতো বেঁচে থাকার নামই স্বাধীনতা। ক-ত টুকু ইচ্ছেমতো বাঁচতে পারছি। লিখতে গেলে হয়তো আবেগ গুলো হাহাকার হয়ে বুকটা কাঁপতে কাঁপতে হৃদয় নিংড়িয়ে হাউমাউ করে কান্না চলে আসবে। চোখ বেয়ে নেমে আসবে হাজার ফোটা অশ্রুর ঝরনা ধারা। এই কান্নার কে বা দাম দিবে! কে দেবে আর কে দেবেনা, তা ভেবে এখানে লিখতে আসিনা।

ঢাকা শহরটা বাংলাদেশের প্রাণ কেন্দ্র বলে ধরা হয়। যেখানে কোন প্রাণ নেই, আবেগ নেই,সত্যিকারের ভালবাসা নেই, দয়া, মায়া, মমতা নেই। যা আছে তা হলো ব্যবসা। হৃদয় দিয়ে ব্যবসা, হৃদয় নিয়ে ব্যবসা। যার ফিডব্যাক টাকা। টাকার নামই মানি। পুরো দেশটাই চলছে এই সূত্রে। শুধু এই কারণে আজ আমি এই বিজয়ের মাসে করুন কন্ঠে বলতে চাই ''আমি পরাধীনতার শৃঙ্খলে বন্ধি এক বাঙালী" যার স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটাকে খর্ব করা হয়েছে স্বাধীন বাংলাদেশের পরাধীন থাকার সিস্টেমের কাছে।

শেষ স্বাধীন নবাবের একটি কথাই যেখানে মৃহমান হয়ে আছে "কে তাকে ভরসা দেবে, কে তাকে আশা দেবে" আমি বলি- কেউ না। যেখানে এই কথাটা মানায় সেই বর্তমান স্টেটের নাম বাংলাদেশ।

সরকারী চাকরীর বয়স শেষ হয়েছে ২০১৩/১৪ সালের দিকে। বেসরকারী চাকুরী করে যা পেয়েছি, তাতে মনে হয়েছে। যদি রক্ত বের করে কোম্পানীর মালিকদের দেয়া যেত তাহলে হয়তো এরা খুশি হতেন।এরা সময় দেয়ার থেকে ফিডব্যাক পেতে সব থেকে বেশি আশা করে। পরিবারের একটা সমস্যায় একটি চাকুরী করতে পারিনী। কেননা, আমি তো পরিবারের বড় ছেলে।

দায়িত্ব এড়ানো যায়না। অন্যর কম্পিউটার কম্পোজের দোকানো দৈনিক টাইপিং ও অন্যান্য কাজ করে চলতে হচ্ছে, চালাতে হচ্ছে পুরো পরিবার। অথচ, সব রকম যোগ্যতা থাকা সত্ত্বেও একটা ভাল জায়গায়ও কাজ করতে পারছিনা।

একটা ফ্যামিলি বাসায় খাওয়া থাকা মিলিয়ে প্রায় ৫০০০/- টাকা দিতে হয়। ক-তটা যে হিমশিম খেতে হয় আমাকে তা বুঝাবার সাধ্য হয়তো আমার নেই। বাবা ডায়বেটিকের রোগী। তার ওষুধপত্রের যোগান। একটি ঋণের কিস্তি সহ সংসারের খরচ চালানো। মাঝে মাঝে মনে হয়, এটাইকি জীবন! সামনে এনরোলমেন্ট পরীক্ষার ফরম ফিলাপ করতে হবে। প্রায় ৪৮০০/- টাকার মতো লাগবে। অথচ, একটি টাকাও নেই হাতে। গত পড়শু রানার গ্রুপে একটি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। ৮ দিনের মধ্যে জানাবে বলেছে। কিন্তু, একটা অনিশ্চিত খবরের জন্য কি বসে থাকা যায়! যায়না।

নাখালপাড়া, আজিজ নেট কম্পিউটারের আজিজ ভাই তার ভাইস্তার বিয়ের দাওয়াত খেতে গেছে। আমার তিনদিন রোজগার বন্ধ। ডিপনেটের মামুন ভাইয়ের দোকনে বসে এই বাজে লেখাটুকু টাইপ করছি। হাতে কাজ নেই।

যে বাসায় খাই, সেখানেই কর্মাসিয়াল হিসাব করেন খালা। যা খেতে দেয়, বাড়িতে তা কোনদিন আমার সৎ মা'ও খেতে দেয়নি। তাই আজ মানা করে দিয়েছি। এই বিজয়ের মাসে আমি কোথায় স্বাধীন? নির্বাচনী আমেজে হয়তো অনেকেই আছে। আমার পেট বাঁচানোর চিন্তায় রাতে ঘুম হয়না। ইংরেজীতে অনার্স মাস্টার্সে ভাল রেজাল্ট করে কি পেলাম! সার্টিফিকেট গুলো বড় জোড় ৫০ গ্রাম ওজন হবে। আমার ওজন তো দিনকে দিন বেড়ে চলেছে। ছাতার মতো বাবাটা যদি পৃথিবী ছেড়ে চলে যায়। কে থাকবে আমাকে বাবা ডাকার। এই নষ্ট সিস্টেম, এই স্বাধীনতা কি কেড়ে নিচ্ছেনা আমার স্বপ্নকে। এই ১৮ কোটি মানুষের মাঝে কোন প্রধানমন্ত্রী শুনবে আমার কষ্টের কথা। শুনবে কোন মন্ত্রি। অনেককেই প্রধান মন্ত্রী বরাবর তার ব্যক্তিগত ত্রাণ তহবিল হতে সাহায্যের জন্য আবেদন পত্র লিখে দিয়েছি। নিজের ভেতর থেকে জমে থাকা ভাষা থেকে প্রধান মন্ত্রীর হৃদয় নরম হওয়ার মতো বাক্য ব্যবহার করে লিখে দিয়েছি শত শত আবেদন পত্র্। আমি ভিক্ষে চাইনা, একটা চাকুরী চাই। কাজ করে বাচঁতে চাই, বাঁচাতে চাই একটি পরিবারকে। কিন্তু, সুযোগের অভাবে পারছি কই!

জীবনে প্রেম কি শব্দটা শুধু বইয়েই পড়লাম। রোমান্টিক প্রেমের গল্প কবিতা লিখেছি। কিন্তু, নিজের জীবনে প্রেমটাও আসতে দেইনি। শুধুমাত্র পরিবারের প্রয়োজনের তাগিধে। আজ আর প্রেমের বয়স নেই। তবু ইচ্ছে কর কাউকে ভালবাসি।

এই রকম জীবন নিয়ে কি করে সাহস হবে স্বপ্ন তৈরি করার। আমার সেই সাহসটাও হাড়িয়ে গেছে। এই রকম একটি স্বাধীন দেশে। যেখানে আমার স্বপ্নরাও নোংড়া সিস্টেমের হাতে বন্ধি।

কি করবো! কিছু বুঝতে পারছিনা। এই বুঝি স্বপ্ন টা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
তবু অপেক্ষায় থাকি ভালো কিছু হয়তো হবে। অদৃশ্য সৃষ্টা হয়তো আমাকে নিয়ে তার কাছে লাগা মধুর খেলায় ব্যস্ত। নাকি সেখানেও তার সময় কম আমার দিকে শুভ দৃষ্টি দেওয়ার।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

নয়া পাঠক বলেছেন: আপনার হৃদয়স্পর্শ করা অভিজ্ঞতা শুধু একা আপনারই নয়! খোঁজ নিয়ে দেখুন আপনার আশেপাশে এমন আরো অনেক আছে। কিন্তু তবুও আমাদের চেষ্টা করে যেতে হবে। বেঁচে থাকার জন্য। আর আপনি যদি চাকুরি না করে কম্পিউটারের ভাল কাজ জানেন, তাহলে মাসে কমপক্ষে ২০,০০০-৩০০০০ টাকা অথবা বেশিও আয় করতে পারেন। কেবল প্রয়োজন সঠিক স্থানের। যেমন আজিজ সুপার মার্কেট, অথবা নীলখেত। এ সকল জায়গায় একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, ভালো কোন সুযোগ পেলেও পেতে পারেন। আর সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন, তিনিই একমাত্র পারেন মানুষের সকল সমস্যার সমাধান দিতে।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: মনটা বিষাদে ভরে গেল :(

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

ডার্ক ম্যান বলেছেন: আপনি ফ্রিলান্সিং করতে পারেন।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: বাস্তব গল্প গুলো খুব হৃদয় বিদারক হয়।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

ইসিয়াক বলেছেন: পৃথিবীটা অনেক জটিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.