নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার জীবন নেই তার আবার প্রতিচ্ছবি! জীবন বলতে কি কেবল শুধু বেঁচে থাকার নাম! নাকি অন্য কিছু। আমি তো জানি সামগ্রিক প্রতিকুলতার মাঝে সবার সাথে কিছু গল্পের সমন্ময়ে সুখ, দুঃখ, হাসি, কান্নার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করার পর মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে আবেগ দিয়ে বি

রুবে৭১

আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।

রুবে৭১ › বিস্তারিত পোস্টঃ

১৬ই ডিসেম্বর, বিজয়ের মাঝে পরাজয়

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫২

১৬ই ডিসেম্বর ২০১৮ইং। অনেক কষ্টে মনের বিরুদ্ধে শিরোনামটি লিখতে বাধ্য হচ্ছি। বেশ কয়েকদিন ব্লগ লেখার থেকে দূরে ছিলাম। মাঝে কিছুদিন অসুস্থ আর ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার দরুন লেখা লিখিতো দূরে, খাওয়া দাওয়াও ঠিক মতো করতে পারিনী।এক দিকে যেমন ভাবতে ভাল লাগে, আমি একটি স্বাধীন রাষ্ট্রের স্বাধীন জনগণ, অন্যদিকে কষ্টে ভেতরটা কস্টে মুষরে উঠে- আমি, আমরা, আমাদের দেশটা এখনও পূর্ণ স্বাধীন নয়। বঙ্গ বন্ধুর আহবানে মুক্তিযোদ্ধাদের অক্লান্ত শোক, কষ্ট আর আত্ব-ত্যাগের বিনীময়ে যে, কাঙ্খিত দেশটি তারা আশা করেছিল, সে দেশটি প্রত্যেকটি বাঙ্গালী বুকে হাত দিয়ে বলতে পারবেনা “ আমরা সেই কাঙ্খিত স্বাধীন দেশটি পেয়েছি!” না, পাইনি। আর পাইনি বলেই না পাওয়ার আক্ষেপটাই আজ আমাকে এই্ বিজয়ের দিনে পরাজয়ের শিরোনামে লিখতে হচ্ছে। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করে একটাই উত্তর পাই ''আমি স্বাধীনতার পূর্ণ স্বাধ ছোট বেলা্ থেকেই পাইনি বলেই, বিবেক আমার আজ চিৎকার করে বলে, আমি স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই।

একটা স্বাধীন দেশে যদি আমাকে ক্ষমতাবানরা আমার বেঁচে থাকার অধিকারকে তাদের নষ্ট ক্ষমতা দিয়ে হরণ করতে চায় তাহলে আমি স্বাধীন কোন দিক থেকে?
তাই, স্বাধীনতা শব্দটা এই বাংলাদেশে আমার মতো ২৬ লক্ষ বেকার তরুনের কাছে নুন তিতা শব্দ ছাড়া আর কিছুনা।


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২২

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.