নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিরুল

রবিরুল › বিস্তারিত পোস্টঃ

টেস্টিউবিপনা

১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:১১


টেস্টটিউব ব্যাপার খানা ইদানিং বেশিই শুনছি। এই জন টেস্টিউবে সন্তান নিলেন, ঐ জন নিলেন। ঐ সেলিব্রিটি নিলেন। হয়তো ঐদিন আর বেশি দেরী নেই যখন সবাই বডি ফিটনেস ঠিক রাখার জন্য টেস্টিউবে বেবি নেবে।

হয়তো দেখা যাবে কম্পিউটার, মোবাইল কোম্পানির মতো বিভিন্ন কোম্পানি খোলা হচ্ছে যারা টেস্টিউবে বাচ্চা নেওয়ার সুবিধা দিচ্ছে। TestTubal Baby, BabyTest, BabySafe, StrongTube অথবা Tubesung, Tapple, HTC (Highly Testubal Company), Testorola এছাড়াও যদি লোকাল হয় তাহলে Testyphony, Tubeton, Babymas — বিভিন্ন নাম হতে পারে কোম্পানি গুলোর।

"আপনার বেবির qualification নির্ধারণ করুন আপনি নিজেই" — সব কোম্পানির শিরোনাম বোধহয় এটাই হবে।

দেখা যাবে দোকানের কর্মকর্তা কাস্টমার এর হাতে কোনো কাগজ ধরিয়ে দিচ্ছে। সেখান থেকে কাপলরা তাদের বেবির বৈশিষ্ট্য সমুহ বেছে নিয়ে তাদের বাচ্চা বানাবে।

দাত সংখ্যা : 32, 30, 24, 20 (32 recommended)
নাকের ছিদ্র : 2, 3, 4, 5
হাগুর রং : সবুজ, হলুদ, মাইট্টা কালার, আসমানী কালার (হলুদ recommended)
(অবশ্যই হাগুর রং নির্বাচন করার মতো একটি জিনিস। তখনকার কাপলরা সব কিছুকেই প্রাধান্য দেবে। হাগুর রং তো অনেক বড় ব্যাপার!)
জেন্ডার : পুরুষ, স্ত্রী, চেহারা পুরুষের মতো তবে ক্ষমতা উভয়েরই, চেহারা মেয়ের মতো তবে ক্ষমতা উভয়েরই!!! (কাপলরা এই অপশনে এসে বেশি মাথা ঘামাবে)

দম্পতি রা তাদের বাজেট এবং পছন্দ অনুযায়ী তাদের বাচ্চা 'বানাবে'।

স্বামী অফিস থেকে ফিরলে স্ত্রী হয়তো আদুরে গলায় বলবে "এই চল না টেস্টিউব এর কোন শোরুম থেকে একটা বাচ্চা নিয়ে আসি। আমার খুউউউবই বাচ্চার শখ"
স্বামী হয়তো বলবে, "না না ওসব হচ্ছে না। টাকা পয়সা এখন হাতে কম। এই মুহূর্তে আবার কোনো নতুন জিনিস কেনা যাবে না। "

সন্তানকে মানুষ হয়তো নিতান্তই শখের বস্তু বা জিনিস হিসেবে দেখতে শুরু করবে।

হয়তো সন্তানের পরীক্ষায় ফার্স্ট হওয়া নিয়ে গর্ব না করে তখনকার মা ' রা গর্ব করবে একটু অন্য ভাবে।
"দেখেছো! দেখেছো! আমার সন্তানের সব কিছু বেরিয়ে আসছে। চোখ চারখানা, হাত তিনটে, হাঁটুর গোড়ালি উল্টো দিকে!!! একদম যা চেয়েছিলাম"

বা স্বামীর দেওয়া গিফট নিয়ে বড়াই করার রীতিও হয়তো পাল্টে যাবে,
"জানেন ভাবী! ও না হঠাৎ সেদিন আমাকে একটা বাচ্চা গিফট করলো! আমি তো অবাক! এক্কেবারে ব্র্যান্ড নিউ টেস্টিউব বেবি! দাম জানেন কতো? পাঁচ লাখ! পাঁচ লাখ!"

অথবা সন্তান কোন ভুল করলে তাকে বকাঝকা করে একটু পরই বুকে টেনে নিয়ে তাকে সুধরে দেওয়ার মতো মিষ্টি রাগও দেখানোর নিয়ম হয়তো বদলে যাবে।

মা হয়তো বলতে থাকবে " হায় আমার টাকাগুলো জলে গেল রে! জলে গেল! তোকে এত কষ্ট করে বানালাম আর তুই আমার অবাধ্য হচ্ছিস?তোকে বারবার বলেছি বাথরুমে পানি অবশ্যই ঢালবি! নিশ্চয়ই টেস্টটিউবে কোন গন্ডগোল হয়েছিল। দাঁড়া আমি আজই তোকে বদলে আরেকটা নতুন বেবি নিচ্ছি।"

টেস্টিউবে নেওয়া সন্তানের অবাধ্যতা বোঝানোর জন্য হয়তো নতুন কোন শব্দও আবিষ্কৃত হবে। হয়তো "নাড়ির টান সৃষ্টি হয়নি" দ্বারাই
পুরো ব্যাপার খানা বুঝানো যাবে।

সন্তান অবাধ্য হচ্ছে? নাড়ির টান সৃষ্টি হয়নি...
সন্তান ঘরবাড়ি অগোছালো করে রাখে? নাড়ির টান সৃষ্টি হয়নি...
সন্তান বায়না করে বেশি? নাড়ির টান সৃষ্টি হয়নি...
সন্তানের বুদ্ধি কম? সে ভয় পায়? আপনি যেমনটি চেয়েছিলেন তেমনটি হয়নি? সে কি আপনার সহানুভূতি চাচ্ছে? নাড়ির টান সৃষ্টি হয়নি।
সে কি এক কামড়েই আপনার কান ছিঁড়ে নেয়? নাড়ির টান সৃষ্টি হয়নি...

ঐসময়কার এই দুঃখিনী মা 'রা হয়তো সাহায্যের জন্য ফোন করবে,
"হ্যালো! হ্যালো! জ্বী! আসলে আমি আরও নয় দশ বছর আগে একটি বাচ্চা নিয়েছিলাম টেস্টিউবে। কিন্তু তার সাথে তো আমার নাড়ির টান সৃষ্টি হয়নি!"
ওপাশ থেকে হয়তো বলবে,
"তা এখন কি করতে চাচ্ছেন মেডাম?"
"আমি এটা থেকে মুক্তি পেতে চাই! কারণ অতি শীঘ্রই নতুন আরেকটা বাচ্চা বানাতে যাচ্ছি! So I wanna get rid of it as soon as possible"
"জ্বী জ্বী মেডাম অবশ্যই! আমি এখনই লোক পাঠিয়ে দিচ্ছি"

হতে পারে আর্মি, পুলিশ এর মতো নতুন কোন বাহিনী এই কাজের জন্য আলাদাভাবে গঠন করা হবে। "বাচ্চা খালাস করো" বা সংক্ষেপে "B.K.K" । B.K.K ডিপার্টমেন্টের লোকদের হয়তো "বাচ্চাখোর" নামে ডাকা হবে।
তারা গাড়ি নিয়ে কাজে গেলে হয়তো মানুষ বলবে, "ওই দেখ বাচ্চাখোরদের গাড়ি যাচ্ছে।"
বাচ্চাখোরদের কাজও হবে অতি স্পীডে। ফোন পাওয়া মাত্রই যখনতখন বাড়ি থেকে বাচ্চা তুলে নিয়ে গিয়ে খালাস করে দেওয়া হবে।

হয়তো বাচ্চার Death Certificate এ কারণ হিসেবে লিখা থাকবে,
"মা'র সাথে সন্তানের নাড়ির টান সৃষ্টি হয়নি"

হয়তো তাদের অসহায়ত্বের কথা কেউ ভাববে না। উল্টো তাদেরই দোষ দিতে পারে।
"হায়রে! এত টাকা দিয়ে টেস্টিউবে বেবি নিলো অথচ বেবি মনের মতো হলো না! অলক্ষ্মী বেবি — তুই কুত্তা মরা মর"

তাদের অনেকটা মোবাইল, ল্যাপটপের মতো দেখা হবে।
ভালো লাগছে! চলুক না! ভালোই তো!
ভালো লাগছে না! হুর হালা!
------

সম্প্রসারণশীল এই মহাবিশ্বে আমাদের অতি ছোট সৌরজগতের পৃথিবী নামক অনু আকৃতির গ্রহের ক্ষুদ্র একটি দেশ - বাংলাদেশের অতি ছোট এক এলাকার এক পাশে থাকা কতগুলো বিল্ডিংয়ের মধ্যে ছোট একটি বিল্ডিংয়ের দোতলার দুখানা ফ্ল্যাটের একখানিতে লোডশেডিং এর কারণে অন্ধকার হওয়া আমার ছোট্ট রুমের এক কোণার ছোট্ট একটি খাটের উপর বসে এই মহাবিশ্বের মতো কত বড় একটা কিছুই না ভাবলাম!

তবে টেস্টিউবের ফলে এই "নাড়ির টান" জনিত কারণে অবিশ্বাস্য এবং অকাম্য কিছু একটা যে ঘটতে যাচ্ছে, তা হলফ করে বলতে পারি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৭

কলাবাগান১ বলেছেন: আপনি নিজেই বুঝেন না কাকে টেস্টটিউব বেবী বলে। এই জ্ঞান নিয়ে এত কথা!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.