নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ুসমুদ্রেই যার শিয়র শিশিরে তার কিসের ভয়

রকি০০৭

রকি০০৭ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগের আন্দোলন নিয়ে দুটি কথা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩

শাহবাগের আন্দোলন কে আমি এতদিন সাপোর্ট করে এসেছি। এই আন্দোলনের সাধারণ মানুষের ফিলিংস কে আমি সম্মান করি। আমি মন থেকে চাই এ দেশের "সমস্ত" যুদ্ধাপরাধীদের বিচার হোক। ওরা নরকের কীট। অদের বিচার না করা হবে জাতীয় কলংক। এই আন্দোলনে শত ব্যস্ততার মাঝেও দুইদিন গিয়েছি। ছবি তুলতে না, স্লোগান দিতে যে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। কিন্তু একটা প্রশ্ন কে কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছিনা, কেন আওয়ামীলীগের মন্ত্রিসভার যে চিহ্নিত যুদ্ধাপরাধীরা রয়েছে, তাদের নাম ধরে কেন বলা হচ্ছে না ম তে মশাররফ তুই রাজাকার তুই রাজাকার, ম তে মহিউদ্দিন তুই রাজাকার। আর শাহবাগের প্রজন্ম চত্বরে জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়া নিষিদ্ধ করা হইছে, বাট তারপরও কাল সুনলাম এই স্লোগান ও নাকি এখন দেয়া হচ্ছে। এখন আর মন থেকে মানতে ইচ্ছে করছে না এটা একটা অরাজনৈতিক গনমানুশের আন্দোলন। বরং মনে হচ্ছে এই আন্দোলন চুরি হয়ে গেছে। জানি না কি সত্য তবে এটা সত্যি যে খুব কষ্ট লাগবে যদি এইটার পরিণতি ও অন্য আন্দোলন গুলুর মত পেইড আন্দোলনে পরিণত হয়ে যায়

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮

দূর আকাশের নীল তারা বলেছেন: আওয়ামী লীগে যেমন রাজাকার আছে, বিম্পীতেও আছে। কিন্তু জামাত পুরাই রাজাকারের দল। ওদের দিয়া আগে শুরু করি। তারপর বাকি গুলারে সাইজ করুম।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৩

রকি০০৭ বলেছেন: ভাই বি এন পি তে যে আছে তারে নিয়ে স্লোগান হচ্ছে, কিন্তু আপনি যখন রাজাকার নিয়ে বা তাদের নামের অক্ষর নিয়ে স্লোগান দিবেন তখন প্রাসংগিক ভাবেই সবাইকে নিয়ে ই স্লোগান দেয়া উচিত। টা না হলে প্রশ্ন উঠবেই ।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫

মোঃ মামুনুর রশীদ বলেছেন: আপনার কথা যৌক্তিক! দাবীতো যুদ্ধাপরাধীর ফাঁসি নিয়ে, যে দলেই থাকুক বিচার হবে। জোয়াড় যেহেতু এসেছে, সব রাজাকারের বিচার চাই সে যে দলেরই হোক!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৬

রকি০০৭ বলেছেন: ঠিক বলেছেন ভাই । ধন্যবাদ কমেন্টের জন্য।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭

মুহাই বলেছেন: এদের বিচার আগে করলে আপনার খুব কষ্ট লাগে বুঝি?ত্যানা প্যাচাবেন না ।সবার বিচার হবে আগে এদেরটা হোক ।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭

মুহাই বলেছেন: এদের বিচার আগে করলে আপনার খুব কষ্ট লাগে বুঝি?ত্যানা প্যাচাবেন না ।সবার বিচার হবে আগে এদেরটা হোক ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩

রকি০০৭ বলেছেন: আপনার কষ্ট টাও বুঝি। লীগের ছাল পরে প্রগতিশীল সাজার চেষ্টা আর কত করবেন? কেন সব রাজাকারের বিচার চাইলে আর তাদের মদ্ধে আওয়ামীলীগ এর চিহ্নিত রাজাকারের নাম থাকলে কে লেঞ্জা জ্বলে?? না বুইঝা আজাইরা ট্যাগ লাগানো বন্ধ করেন। ট্যাগ এর মানে আগে বুঝেন।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮

শফিক আলম বলেছেন: এভাবে যদি খুঁজতে যান তা'হলে সমাজের অনেক জায়গাতেই পাবেন। কিন্তু আগেতো পরিক্ষীত যারা, '৭১-এ বাংগালী নিধনে সরাসরি নেতৃত্ব দিয়েছে তাদের সাজা হোক। এর পর বাকিগুলোও সামনে চলে আসবে। নেতৃত্বে থাকা 'রাজাকার'রা তাদের সাঙ্গ-পাঙ্গোদের এই সমাজে প্রতিষঠিত হতে সাহায্য করেছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

রকি০০৭ বলেছেন: আপনার কথার সাথে আমি একমত,চিনহিত রাজাকারের শাস্তি সেই দাবি তো আমারো,এখন অরাও তো চিনহিত,আর তারা তো এখনো সমাজের উপরের স্তরে রয়ে গেছে,তারা পরবরতিতে আবার দেশবিরোধি শক্তিকে প্রশ্রয় দিয়ে নতুন দেসবিরোধি সৃষ্টি করবে না এর কোন নিশ্চয়তা আছে?

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০

অমিয় উজ্‌জ্‌বল বলেছেন: MOHIUDDIN, MOSHAROF KI KI GONOHOTYA BA MANOBOTA BIRODHI OPORADH KORSE JANTE CHAI.

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

রকি০০৭ বলেছেন: ভাই আপনি তো অনেকটা পিএম এর মতো বললেন সব রাজাকার ই যুদ্ধাপরাধী না।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

আগুয়ান বলেছেন:
আমার কিছু কথা----
Click This Link

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯

রকি০০৭ বলেছেন: পড়লাম। কেন অন্য সব অপরাধের সাথে যুদ্ধাপরাধ আলাদা টা যদি না বুঝেন তাইলেই অন্য অপরাধের সাথে এই অপরাধ কে গুলিয়ে ফেলবেন। আপনার একটা কথার সাথেই আমি একমত- যাদের বিরুদ্ধে আন্দোলন চলছে তাদের তালিকা স্পষ্ট নয় (শুধুমাত্র জামা'ত কে প্রতিপক্ষ বানানো হয়েছে। তবে বি এন পি এর যুদ্ধাপরাধী যারা তাদের বিরুদ্ধে ও কিন্তু মামলা হইছে। শুধু আওয়ামীলীগ ই ব্যতিক্রম। আর জামাতের রাজনিতি নিষিদ্ধ করার দাবি আমারও।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭

নায়করাজ বলেছেন: সব রাজাকারের বিচার চাই । সেই সঙ্গে এই বিষয় নিয়া ত্যানা প্যাচানো বন্ধ চাই।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮

নায়করাজ বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।

নিচের লিংকে গিয়ে লেখাটা কপি/পেস্ট করুন। শেয়ার করুন, ছড়িয়ে দিন। সবার সামনে ওদের মুখোশ খুলে দিন। জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১২

রকি০০৭ বলেছেন: পরলাম আর স্তম্ভিত হয়ে গেলাম সাথে আমার ফেসবুক এ শেয়ার ও করলাম। ধন্যবাদ

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

আশফাকুল তাপস বলেছেন: বাংলা বানানের ইজ্জত সম্মান কিছু আর রাখলেন না।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১০

রকি০০৭ বলেছেন: ভাই মাঝে মাঝে ভুলে মিস্টেক হয়ে যায় :-P :|

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

খুব সাধারন একজন বলেছেন:

দেখতেই পাচ্ছি সফল এবং সুন্দর পোস্ট





৭১






এই ব্লগটি ফলো করা হচ্ছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

রকি০০৭ বলেছেন: ভাই কন কি?? কারা ফলো করে??? মডুরা??? আমি তো এমন কিছুই লেখি নাই যাতে নেগেটিভ কিছু থাকতে পারে। কি জানি???

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

কবি ও কাব্য বলেছেন: ভাই সত্য কথা বলেছেন।কিন্তু কিছু কিছু পা চাটা কুকুর দেখলাম আপনাকে জামাতি ভাবতে শুরু করেছে, এই কুকুরগুলোর জন্যই যুদ্ধঅপরাধীর বিচারের দাবীটা বারবার প্রশ্নবিদ্ধ হয়। আগে পরে বুঝিনা, সব রাজাকারকে বিচারের আওতায় আনা দেখতে চাই।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

ছন্ন ছাড়া০০০১ বলেছেন: ভাই সত্য কথা বলেছেন।কিন্তু কিছু কিছু পা চাটা কুকুর দেখলাম আপনাকে জামাতি ভাবতে শুরু করেছে, এই কুকুরগুলোর জন্যই যুদ্ধঅপরাধীর বিচারের দাবীটা বারবার প্রশ্নবিদ্ধ হয়। আগে পরে বুঝিনা, সব রাজাকারকে বিচারের আওতায় আনা দেখতে চাই।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

মশামামা বলেছেন: ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.