![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
দুবছর পর পুনরায় লিখতে বসেছি , হাত কাঁপছে ক্রমাগত ।
এতোদিন অফলাইনে থেকে সবার লেখা পড়েছি ,বিশেষ করে নতুনদের লেখা আমাকে ভীষন অবাক করেছে।
মু্গ্ধ নয়নে দেখেছি ওদের বাংলার উপর দক্ষতা ।মনে মনে ভেবেছি -ইশ যদি মন্তব্য করতে পারতাম ।
আসলে আমার ল্যাপটপটাই চুরি হয়ে গেছে:
সে যাই হোক , ট্যাব দিয়ে পড়তেতো পারছি ।মোট কথা ,ব্লগ থেকে বিদায় আমি কোনদিনও নেইনি
সমাজে নারীর অবস্হান এবং অনিরাপত্তা নিয়ে একটা গল্প শুরু করেছিলাম , ওটাই এখন মোটামোটি উপন্যাস আকারে
দাঁড়িয়েছে । নাম -নগ্ন মৃত্তিকা ।প্রথম আলোর ব্লগারদের লেখা আলোর মিছিলেই জায়গা করে নিয়েছে লেখাটি ।
বইটির উম্মোচন হবে পয়লা ফাল্গুন বিকেল চারটায় । আশা করি বইমেলার চত্বরে সবার দেখা পাবো।
প্রকাশনায় গদ্য -পদ্য
সম্পাদক -কাজী মামুন
মূল্য -৩৯০ টাকা।
দেশের বাইরের পাঠকরা কিভাবে সংলনটি হাতে পাবেন তা প্রকাশকের হাতে ছেড়ে দিলাম ।
তবে দেশে যারা আছেন তারা নিশ্চই এতোগুলো লেখা একসাথে পাবার লোভ সামলাতে পারবেন না
সবাইকে শুভেচ্ছা
রোদেলা নীলা
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
রোদেলা বলেছেন: শুভেচ্ছা
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
টোকাই সিকদার বলেছেন: void(0);
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
সায়েম মুন বলেছেন: আপনাকে অভিনন্দন। অনেক দিন চুপচাপ ছিলেন। এইবার একটু এদিকে লেখাটেখা দ্যান।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
রোদেলা বলেছেন: abar lekhar cheshta korsi.gorib manush.akhono akta laptop jogate parini.tai bangla likhte parina.amake mone rekhesen etai akjon lekhoker boro paoa.
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১
শিক্ষানবিস বলেছেন: কত দিন আপনার কবিতা খুজেছি!
আমি আপনার কবিতার ভক্ত। কারো উপন্যাসই আমার ভাল লাগে না।
আবার লেখবেন, সিদ্ধান্তে খুশী হলাম।
ভালো থাকবেন।
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫
রোদেলা বলেছেন: uponnashta akbar porei dekhunna-valo lagbe.
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮
বৃতি বলেছেন: শুভকামনা ।
৮| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৬
রোদেলা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: আলোর মিছিল আমার একটা কবিতার নাম
শুভকামনা