![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
শুভেচ্ছা সুপ্রিয় ব্লগারবৃন্দ, আপনারা অবগত আছেন আসছে ডিসেম্বরের ২০ তারিখ শুক্রবার নক্ষত্র ব্লগের পরীক্ষামুলকভাবে ভার্সন ১.৯ রিলিজ হচ্ছে।
বিগত দিনে প্রাপ্ত ব্লগারদের মতামত/পরামর্শ অনুযায়ী এবং নক্ষত্রের নিজস্ব ভাব ভাবনার আদলে বেশ কিছু নতুন ফিচার যুক্ত হচ্ছে নতুন ভার্সনে। এই উপলক্ষে [শুক্রবার, ডিসেম্বর ২০, ২০১৩] নক্ষত্র কার্যালয়ে একটি আড্ডা/মিলন-মেলা/আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
বিকাল ৪টায় শুরু হয়ে আয়োজন চলবে রাত ৮টা পর্যন্ত। আপনি আপনার সুবিধা অনুযায়ী সময়ে সবার সাথে যোগ দেবেন এই আশাবাদ ব্যক্ত করছে নক্ষত্র কর্তৃপক্ষ। উক্ত আয়োজনে আপনি/আপনারা সবান্ধব আমন্ত্রিত।
নক্ষত্র কার্যালয়: ৫৭/১২ পশ্চিম পান্থপথ। (পান্থপথ - গ্রীণ রোড চৌরাস্তার পাশে। প্রাইম ব্যাংক এর বিপরীতে)। প্রয়োজনে কথা বলুন: ০১৯১৪-২১৩৬৬১
নক্ষত্র ব্লগ লিংক
১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬
রোদেলা বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১০
তাহমিদুর রহমান বলেছেন: ভাল আমিও যাব। এই গল্পটি পড়ুন।
View this link
১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬
রোদেলা বলেছেন: পড়লে কি দিবেন?
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
এস এম পাশা বলেছেন: শুভকামনা রইল
১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭
রোদেলা বলেছেন: ধন্যবাদ।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২২
এম মশিউর বলেছেন: শুভকামনা রইলো।
যেতে পারি.।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩
রোদেলা বলেছেন: ধন্যবাদ এম মশিউর।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮
নীলসাধু বলেছেন: নাইস!
আমি যাবো ইনশাল্লাহ