![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
টেবিলের উপর শুয়ে থাকা মোবাইলটা বাজতে থাকে অবিরত ..
চট করে যে ধরে ফেলবো --সুযোগ পাইনি ।
ও ঘর থেকে আসতেই অভিমানে থেমে গেল ছোট্ট বাহকটি ।
হাতের মুঠোয় নিয়ে দেখলাম --প্রাইভেট নম্বর ;
কোন সে সুদূরের ডাক এলো এই সবুজ দেশে ?
আইভরি নাকি ওয়াশিংটন ?
কুয়েত নাকি লন্ডন ?
নাকি নিউইয়র্কের উঁচু কোন টাওয়ার থেকে ?
কে ডাকলো আমায় হাতের তালুতে রাখা জাদুর বার্তায় ?
কখনোবা মনে হয় অষ্ট্রেলিয়ার সিডনী ;
অথবা ম্যানহাটনের ব্যাস্ত রাজপথ ।
ডিজিটাল সময়ের হিসেব পারিনা আগের মতোন ,
ঘড়ির কাটার সাথে এক ঘন্টা যোগ করতে গিয়ে বিরাট ধাঁধায় পড়ে যাই ।
তাই এলোমেলো হয়ে যায় সব ,স--ব কিছু ।
তোমার ওখানে কটা বাজলো এখন ;
সন্ধ্যা নেমেছে নাকি সুর্যের প্রথম আলো এসে পড়লো ঘুমন্ত মুখে ।
আচ্ছা ,তুমি কি গরম কফি হাতে ল্যাপটপের স্ক্রীনে আমাকেই খুঁজছো ?
তাহলে বলি --এই ডিজিটাল দেশে ডিজিটাল বাতি নিভে আছে ।
হয়তো মধ্যদুপুরে ক্লান্ত শরীর চাইছিল একটু ভার্চুয়াল ছোঁয়া ;
বার্তা বাহক নিরাশ করাতে চলে গেছ নিজের কাজে ।
তুমি কি আজ গ্রীন স্ট্রাইপ গেন্জীটা পড়েছ নাকি ডীপ ব্লু ?
কতো কীযে জানতে ইচ্ছে করে আমার ;
আমি কোন দিন তোমাকে দেখিনি --
এই সত্য কথাটিকেই ভীষন অবিশ্বাস্য মনে হয় ।
যেন ইচ্ছে করলেই ছুঁয়ে দিতে পারি তোমার চিবুক ,
হ্রদপিন্ডের প্রতিটি স্পন্দন ম্যাসেন্জারের উন্মক্ত প্রান্তর জুড়ে থাকে ।
তোমার নিঃশ্বাস এসে ধাক্কা খায় আমার হেডফোনে ;
লাল-নীল অক্ষরগুলো জানিয়ে দেয় তোমার উপস্হিতি ..
তাই তপস্বিনীর মতো চেয়ে থাকি অবসন্ন চার বাক্সের সামনে ।
আমার ডিজিটাল বার্তা আরতো বাজেনা ;
ডিজিটাল দেশে ডিজিটাল বিদ্যুৎ তো আর আসে না ।
(কোন এক লোডশেডিঙ্গের ক্লান্ত দুপুরে লেখা কবিতা।পুরনো লেখা ঘাটতে গিয়ে মনে পরলো-কতো কথা।ভার্চুয়াল জীবনে এমন মানুষের খুব কাছাকাছি এসেছিলাম যাদের মুখ খানা দেখার কপালো হয় নি।এখন কে কোথায় আছে,কিছুই বলতে পারিনা।খুব অদ্ভুত ব্যাপার।)
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৪
রোদেলা বলেছেন:
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে, আমার ভাল্লাগসে ||
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৪
রোদেলা বলেছেন: ধন্যবাদ ইমরাজ।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন:
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫
রোদেলা বলেছেন:
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: পোস্টে ভালো লাগা , পুরাই প্রেমের আউলা বাতাস দেখি
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬
রোদেলা বলেছেন: ডিজিটাল প্রেম।
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩২
ধূর্ত উঁই বলেছেন: ভালবাসা ভালবাসাই ডিজিটাল ফিজিটাল নাই। তবে সেটা শেষমেশ শারীরিক হিসেবের ব্যাপার হয়ে যায় ।চমকে ওঠলাম। ভালবাসা আসলে কাম। কবিতা ভাল হয়েছে।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৮
রোদেলা বলেছেন: হাছা কথা।ধন্যবাদ।
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩
অগ্নি দগ্ধ বলেছেন: আসলেই বেশ অদ্ভুত,ভার্চুয়াল জীবনটা।।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯
রোদেলা বলেছেন: ঠিক তাই।
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৩
সোজা কথা বলেছেন: এটাই দুঃখজনক যে ভার্চুয়ালের বন্ধুরা সহজেই হারিয়ে যায়।আর হারিয়ে গেলে খুঁজে পাওয়ার কোন সুযোগ থাকে না।আপনি এটা নিয়ে ভেবেছেন দেখে খুশি হলাম।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১
রোদেলা বলেছেন: আ্পনি ব্যাপারটা ধরতে পেরেছেন বলে ভালো লাগছে।
৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতা ভালো লাগলো।
আমি কোন দিন তোমাকে দেখিনি --
এই সত্য কথাটিকেই ভীষন অবিশ্বাস্য মনে হয় ।
আসলেই ভার্চুয়াল সম্পর্কগুলি এমনই হয়।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১
রোদেলা বলেছেন: ধন্যবাদ তনিমা।
৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪১
জগ বলেছেন: জেনে নিন যৌথ বাহিনীর অকথ্য নির্যাতনের অজানা কাহিনী। এবার যৌথ বাহিনী কর্তৃক ১২ বছরের মেয়েসহ একই পরিবারের ৩ জন ধর্ষিত।
স্থানীয় সুত্র জানায় গতকাল সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা গ্রামে রাতের আধারে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় তাদের সাথে উপস্থিত ছিল আওয়ামীলীগের স্থানীয় ক্যাডার রব্বানি ও তার সহযোগিরা। গ্রামটিতে গিয়ে কাওকে না পেয়ে শেষমেস তারা বারিঘর ভাংচুর করে। স্থানীয় আব্দুল মণ্ডল এর বাড়ীতে তাকে না পেয়ে বাড়ীতে উপস্থিত তার স্ত্রী (৩৫), কন্যা (১২) আর শালিকাকে (২৪) যাচ্ছেতাই গালিগালাজ করে। এসময় চরিত্রহীন রব্বানি তার কন্যাকে নিয়ে বাজে কথা বলতে বলতে এগিয়ে গেলে আব্দুল মণ্ডলের স্ত্রী তাকে বাধা দিলে রব্বানি মেয়েটির জামা ধরে টানাটানি করে। মেয়েটি ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই রব্বানির সহযোগীরা মেয়েটিকে আটকিয়ে ফেলে। এসময় আব্দুল মণ্ডলের শ্যালিকা চিৎকার করে তাদেরকে থামতে বলেন। উপস্থিত র্যাাব, পুলিশদেরকে উদ্যশ্য করে তাদেরকে থামতে বলেন। কিন্তু তারা কোন সারা না দিয়ে চুপচাপ দাড়িয়ে ছিল। প্রতিবেশি প্রত্যক্ষদর্শী জানায় এসময় আব্দুল মণ্ডলের শ্যালিকা চিৎকার করে বলেন, "তোরা ওর গায়ে হাত দিস না। যা করার আমাকে কর।" এসময় একজন র্যাশব সদস্য তার দিকে এগিয়ে যায় ও অশোভন আচরণ করে। পুরো ঘটনার সময় উপস্থিত ছিল অপারেশন টিম এর প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র রায়। কিন্তু তিনি কোন পদক্ষেপ নেন নি। এসময় অন্য এক র্যাথব সদস্য বাড়ির প্রধান গেট আটকিয়ে দেয়। তারা প্রায় ৩ ঘণ্টা উপস্থিত ছিল সেই বাড়ীতে। অবশেষে ভোর চারটার দিকে তারা সেই বাড়ি ত্যাগ করে। স্থানীয় লোকজন ভয়ে সেই বাড়ীতে যেতে পারেনি। পরে একজন প্রতিবেশি গ্রাম্য ডাক্তার এর মাধ্যমে মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রতিবেশিদের কাছ থেকে জানা যায় আব্দুল মণ্ডলের স্ত্রী, কন্যা ও শ্যালিকা তিন জনকেই ধর্ষণ করে রব্বানি ও তার বাহিনীর সদস্যরা। ভিকটিম জানিয়েছে দুজন র্যা ব সদস্যও এ নৃশংস কাজে অংশ নেয়। ভয়ে তারা মামলাও করতে পারেন নি।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৪
রোদেলা বলেছেন: খুব খারাপ লাগলো পড়ে,কিন্তু মন্তব্যের ঘরে কেনো ?
১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
তাহলে বলি --এই ডিজিটাল দেশে ডিজিটাল বাতি নিভে আছে ।
হয়তো মধ্যদুপুরে ক্লান্ত শরীর চাইছিল একটু ভার্চুয়াল ছোঁয়া ;
বার্তা বাহক নিরাশ করাতে চলে গেছ নিজের কাজে ।
ভাল লিখেছেন।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৫
রোদেলা বলেছেন: ঠিক জায়গাটাই ক্লিক করেছেন।ধন্যবাদ।
১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।
২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
রোদেলা বলেছেন: ধন্যবাদ।
১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
সায়েম মুন বলেছেন: অনেক ভাল লিখেছেন।
২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
রোদেলা বলেছেন: ধন্যবাদ।
১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
শুঁটকি মাছ বলেছেন: অন্যরকম কবিতা!!!!!!সুন্দর হইছে!!!!!!!!!!
২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
রোদেলা বলেছেন: ধন্যবাদ।
১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: তোমার নিঃশ্বাস এসে ধাক্কা খায় আমার হেডফোনে ;
লাল-নীল অক্ষরগুলো জানিয়ে দেয় তোমার উপস্হিতি ..
ভালো লাগলো
আধুনিক আর টেকনিক্যাল কবিতা
১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
রোদেলা বলেছেন: টেকনিক্যাল শুভেচ্ছা রইল।
১৬| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৭:০৩
শিক্ষানবিস বলেছেন: অনেক দিন, আসিনি। পোষ্ট দেয়ার অধিকার বঞ্চিত। কিন্তু রোদেলার কবিতা ছেড়ে দেয়ার জিনিষ নয়। অনেক শুভ কামনা।
২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৯
রোদেলা বলেছেন: কবিতা ছাড়িনি।জীবনের প্রয়োজনটাই বেশী হয়ে গেছে।ভালো থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
mrof বলেছেন: হায়রে প্রেম!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!