নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

আমি হয়তো কোথাও ছিলাম না ///

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

পৌষের প্রথম প্রহরে ঝোলা হাতে ছুটছি জীবনের তাগিদে,যদিও মন আমার পড়ে আছে নরম কম্বলে মোড়ান আমার ছোট্ট পরীর কাছে।



কিন্তু বিধাতা এতো সুখতো দেন নি সবাইকে,তাইতো সময়ের প্রয়োজনে আমরা ছুটে চলি নিরন্তর।



বইয়ের ভাড়ে জুবুথুবু মানব শিশু অবিরত ছুটে চলে কবুতরের পাঠশালায়,চোখে তার হাজারো আতংক,হাজারো জিজ্ঞাসা।



তৃষিত নয়ন জুড়ে কেবল ভয়রা খেলা করে।তার সাথে যুক্ত হয় অভিভাবকের কড়া চাহনী-"ও যদি ক্লাশে প্রথম হয় ,তবে তুমি কেন পারবেনা?"



সন্তান হিসেবে জন্ম নেওয়ার দায় ভারটা জেনো শিশুরা একাই বহন করছে।হলিক্রস , ভিকারুন্নেসা,আই্ডিয়ালরা লুটে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা,বিনিময়ে বানিয়ে দিচ্ছে এক একটা চাবি দেওয়া পুতুল।যে বয়সে পুতুল গুলোর ছুটে বেড়ানোর কথা সে বয়সেই তাদের হিসেব করতে হচ্ছে -ত্রিভুজের ক্ষেত্রফল।এই হিসেব যে তাদের কোন পথে নিয়ে যাবে আমরা কেউ তা বলতে পারিনা।



এতো অসহনীয়তার মাঝেও কিছু সময়ের জন্যে বুকের ভেতোরটা হু হু করে ওঠে চোখের সামনে নিমিষে ছুটে চলা একজন রিক্সা আরোহীকে দেখে।চোখ পড়তেই প্রথমটা ঠিক বোঝা গেলো না,মাঝবয়সী ভদ্রলোক ;গায়ে সাদা ধব ধবে জ্যাকেট।খুব উদ্বীগ্ন চাহনী সমুখপানে চেয়ে আছে।পরক্ষনেই আমার চোখে পড়লো তার কোলের ভেতোর থেকে উঁকি দিচ্ছে ছোট্ট একটি তুলতুলে বেনুনী।ভালো করে তাকালাম -ওমা বিড়ালের মতো করে জাপটে ধরে বসে আছে একটা মানব পুতুল।বাবা তার পরম আলিঙ্গনে মেয়েকে নিয়ে ছুটে চলেছে কোন এক ঠিকানায়।আমি চেয়ে থাকলাম--অনেক্ষন, যতোখানি থাকলে সেই চাহনীকে অশোভন বলা চলে না।মুহুর্তে আমার চারপাশটা কেমন রঙ্গীন হয়ে গেলো।কুয়াসা ভোর ভেদ করে হেসে উঠলো সকাল বেলার মিষ্টি রোদ্দুর।স্মৃচি আবার ভাসিয়ে নিয়ে গালো পুরোন কথা মালায় -----



লালচে রোদের আদর মাখা

শীতল নিটল পায়ে ;

সবুজ ঘ্রাণের রঙ ছড়ানো

মন মুনিয়া গাঁয়ে ।



খুঁজে ফিরি ছেলেবেলার

বর্ষা ভেজা মাঠ ;

চোখ বুজলেই অনুভবে

বাবার দুটো কাঁধ ।



কুয়াশা ভোর শিশির ছড়ায়

উনুন পোড়ে আঁচে ;

পিঠা উংসব ম্লান হয়ে গ্যাছে

হাজার স্মৃতির মাঝে ।



মন্তব্য ৩৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:

চমৎকার লেখনী!


স্মৃতিকাতর হয়ে পড়লাম ...

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

রোদেলা বলেছেন: অনেক ধন্যবাদ ।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

আমিনুর রহমান বলেছেন:



দারুন লিখা +++

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

রোদেলা বলেছেন: ভালো লাগ্লো জেনে।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

লাবনী আক্তার বলেছেন: খুঁজে ফিরি ছেলেবেলার
বর্ষা ভেজা মাঠ ;
চোখ বুজলেই অনুভবে
বাবার দুটো কাঁধ


বেশ ভালো লাগল ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার লিখেছেন।


খুঁজে ফিরি ছেলেবেলার
বর্ষা ভেজা মাঠ ;
চোখ বুজলেই অনুভবে
বাবার দুটো কাঁধ ।

এই অংশ দারুণ লাগলো।


ফেলে আসা ছেলেবেলা সে কী ভুলা যায়!
দুচোখ ভরা স্বপ্ন ছিল আর আদর সারা গাঁয়।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

রোদেলা বলেছেন: অনেক স্নিগ্ধ লাগলো কথাগুলো।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: বইয়ের ভাড়ে জুবুথুবু মানব শিশু অবিরত ছুটে চলে কবুতরের পাঠশালায়,চোখে তার হাজারো আতংক,হাজারো জিজ্ঞাসা।

চমৎকার লিখা ++++

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

জেরিফ বলেছেন: অনেক অনেক ভালো লাগলো


;) ;) ;) ;) ;) ;)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

গৌমূমোকৃঈ বলেছেন: চমৎকার লেখনি।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

রোদেলা বলেছেন: অনেক শুভেচ্ছা।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: স্নিগ্ধ লেখনীতে চমৎকার মেসেজ , খুব ভালো লাগলো আপু!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

রোদেলা বলেছেন: ধন্যবাদ অভি।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অভিনব পরিবেশনায় সুন্দর কবিতা। পিলাচ!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

রোদেলা বলেছেন: আইচ্ছা।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

এহসান সাবির বলেছেন: খুব ভালো লাগল।
+++++

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

এম মশিউর বলেছেন: পৌষের উষ্ণ ছোয়া জানিয়ে গেলাম পোস্টে।

এখনকার শিশুরা অনেক কিছু মিস করে। আফসোস হয় এই শিশুদের প্রতি। তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে অনেক বড় বড় বোঝা।

অনেক ভালো লেগেছে। :-B

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

রোদেলা বলেছেন: এই সব কিছুর পরিবর্তন দরকার,কিন্তু উপায় জানা নেই।ধন্যবাদ।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

রোদেলা বলেছেন: :)

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩১

সোজা কথা বলেছেন: অনার্স পড়ছি।অথচ নিয়ম করে ঘন্টাখানেক ও পড়া হয় না।আর ৩য় শ্রেণীতে ভর্তিচ্ছু আমার ছোট ২ টা খালাতো ভাইকে প্রতিদিন ৭ ঘন্টা করে পড়তে হয়।একধরনের অত্যাচার।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২২

রোদেলা বলেছেন: সেটাইতো কথারে ভাই,আমরা বুঝলেতো আর কাজ হইবনা।যেরা বুঝার তেরাতো বুঝেনা।

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৬

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর :)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

এ্যাংগরী বার্ড বলেছেন: উদাস হল মনটা

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

রোদেলা বলেছেন: বেশ লাগলো ।

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: লিখে যান

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

রোদেলা বলেছেন: হুম,চেষ্টা করছি।দোয়া করবেন।

১৮| ০৩ রা জুন, ২০১৪ রাত ১:৪৩

মারুফজয় বলেছেন: চমৎকার
লিখেছেন।:-) :-)
"খুঁজে ফিরি ছেলেবেলার
বর্ষা ভেজা মাঠ ;
চোখ বুজলেই অনুভবে
বাবার দুটো কাঁধ "।
এই অংশ দারুণ লাগলো। :-) :-)

০৩ রা জুন, ২০১৪ সকাল ১১:২৮

রোদেলা বলেছেন: অনেক ভালো লাগলো।

১৯| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ভাল লাগল লিখাটা +++

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪০

রোদেলা বলেছেন: পুরনো লেখা ঘেটে পড়লেন -খুব খুশী হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.