নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

আমি শুধু ভালোবাসাকেই ভালোবেসেছি ।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২

কাছে থাকার মানেটা কী

নিজের করে পাওয়া ?

আর কতো ঘন্টা একসাথে থাকলে বোলতে পারি --

"আমি তোমার হয়েছি ।"

আর কতো কাছে আসলে বলা যায় --

"শুধু তোমার হয়েছি ।"

আমার চোখ থেকে ঠোঁটে ,

ঠোঁট থেকে ঘাড়ে ,

ঘাড় থেকে গ্রীবায় --বুকে --নাভীমূলে ;

সর্বাঙ্গে খুঁজেছি তোমার নাম ।

নাহ ,পাইনি।

কেবল জেনেছি শরীরের কাছে আসা ভালোবাসা নয় ।

তুমি আলতো হাতে আমার ওষ্ঠ ছুঁয়ে ভাব --

ভালোবেসেছো ।

কঠিন আলিঙ্গনে বুকের ভেতর লেপটে রেখে ভাবো --

আমায় পেয়েছো ।

এতোই কি সহজ মানবীকে পাওয়া ;

তার সুগভীর নোনাজলে কতোটা সর্বগ্রাসি বাস করে

সে নিজেও কি তা জানে ?

ইট -কাঠে মোড়া দালানে হাড়ি -পাতিল খেল ,

মধ্যরাতের উম্মাদনায় মাতো ;

সকালের গরম পেয়ালা হাতে সেরে নাও তেল নুনের হিসেব ।

অতঃপর ব্যস্ত রাস্তায় হারিয়ে যাও কোটি মানুষের ভীড়ে ।

তখন আমিও নিজেকে হারাই আপন কক্ষপথে ;

জীবনের মানে খুঁজতে গিয়ে আবিষ্কার করি --

আমি কখনোই তোমার ছিলাম না ।

আমি শুধু ভালোবাসাকেই ভালোবেসেছি ।



(সময়ের নিয়মে কাছে আসে মানব- মানবী,তারপর এক হতে থাকা প্রতিনিয়ত।অবশেষে বিচ্ছেদের করুন সুর বেজে ওঠে ডাল পালা জুড়ে।হুমায়ুন আজান সেই কবেই লিখে গেছেন -সব কিছু ভেঙ্গে পড়ে।ঠিক তাই,সেই ভাঙ্গা কাঁচ গুলোকে অযথাই আমরা মানুষ জাতি জোড়া লাগানোর চেষ্টা করি।কিন্তু তা কি সম্ভব? তাইতো সর্বদা অভিনয় করে চলি ভালো থাকার , ভালো রাখার।কারন আমাদের সমাজ আছে,আছে কুষন কাভারে সাজানো সংসার।আমরা ভেঙ্গে যেতে পারি,সংসারতো ভাঙ্গা যাবে না।তাইতো প্রতিনিয়ত নিজেদের আড়াল করি অন্যের সামনে,হয়তোবা এই হিপোক্রেসী অনেকটা নিজের সাথেই।)

মন্তব্য ৬২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

জুন বলেছেন: তাইতো সর্বদা অভিনয় করে চলি ভালো থাকার , ভালো রাখার।
অনেক ভালোলাগা কবিতায় ।
+

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

রোদেলা বলেছেন: ধন্যবাদ ঠিক জায়গাটাই ক্লিক করলেন।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

লাবনী আক্তার বলেছেন: আমি কখনোই তোমার ছিলাম না ।
আমি শুধু ভালোবাসাকেই ভালোবেসেছি


দারুন লাগল। আর শেষের কথাগুলোও মন ছুয়ে গেল।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

রোদেলা বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

ইখতামিন বলেছেন:
বাস্তবতা নির্মম ও করুণ হয়ে থাকে
++++++++++

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

রোদেলা বলেছেন: তাওতো বাস্তবতা।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

নাহিদ পারভেজ বলেছেন: প্রথমে শিরশির করে উঠছিল। এরপর এই লাইন গুলায় নিজের পরিচয় পেয়ে ভচকায় গেলাম,
"সেই ভাঙ্গা কাঁচ গুলোকে অযথাই আমরা মানুষ জাতি জোড়া লাগানোর চেষ্টা করি।কিন্তু তা কি সম্ভব? তাইতো সর্বদা অভিনয় করে চলি ভালো থাকার , ভালো রাখার।" :(

হুদাই একটিং করি। আমি বহুত আগেই ভাইঙ্গা গেছি।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

রোদেলা বলেছেন: মিতো ভাইংগা মচকাইয়া গেছি,তয় অবিনয় আমার পছন্দ না।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

মাসুম বাদল বলেছেন: কবিতায় ভাললাগা...

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

রোদেলা বলেছেন: শুভেচ্ছা।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

মামুন রশিদ বলেছেন: আমি শুধু ভালোবাসাকেই ভালোবেসেছি..


সুন্দর!

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

রোদেলা বলেছেন: :)

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জীবনের মানে খুঁজতে গিয়ে আবিষ্কার করি --
আমি কখনোই তোমার ছিলাম না ।
আমি শুধু ভালোবাসাকেই ভালোবেসেছি ।

সুন্দর !!!

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

রোদেলা বলেছেন: হুম তাই।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

ওয়ািহদ উদ্দিন বলেছেন: খুব ভাল লাগল।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

এম মশিউর বলেছেন: ভাঙ্গা কাঁচ গুলোকে অযথাই আমরা মানুষ জাতি জোড়া লাগানোর চেষ্টা করি।কিন্তু তা কি সম্ভব? তাইতো সর্বদা অভিনয় করে চলি ভালো থাকার , ভালো রাখার।



এ মেকি অভিনয় আর কত দিন?

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০

রোদেলা বলেছেন: এর কোন উত্তরতো জানা নেই।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

চিরতার রস বলেছেন: আপ্নে ম্যাচিউর দেইখাই ব্যাপারডা বুঝতে পারতেছেন। কলেজ/ভার্সিটি পড়ুয়া প্রেমিকারা বুঝেনা ;) ;) ;)

উনারা প্রেম ভালুবাসার ক্ষেত্রে উড়াধুরা B-)) B-))

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

রোদেলা বলেছেন: আমিতো জানতাম আজকালের মেয়েরা খুবি পাকনা টাইপ। ;)

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কবিতা সুন্দর, শেষের কথাটুকু আরও ভালো লেগেছে ! শুভকামনা নেবেন :)

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

রোদেলা বলেছেন: দুই হাত ভইরা নিলাম।

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা দারুণ হয়েছে। আমি আর কি বলবো

ভালবাসাকে ভালবেসে ভালবাসা খুঁজতে থাকা
নিজেকে পুরোপুরি সপে দিয়ে ভালবাসার দাবী রাখা
কিন্তু ভালবাসার নেই কোন শেষ নেই পরিপূর্ণ তৃপ্তি
তাইতো জীবন বিকিয়ে দিয়ে ভালবেসে হৃদয়ে অতৃপ্তি।




আমিও একমত শুধু ভালবাসাকেই ভালবাসি আমরা

আর তাই এত কাছে টানার চেষ্টা। :) হয়তো ওভাবে ভালবাসা পরিপূর্ণ হয় না।


হৃদয়ের ভালবাসা চাই শুধু ভালবাসা ।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

রোদেলা বলেছেন: সেলিম ভাই,আপ্নিতো দারুন ব্যাখ্যা দিয়েছেন।অনেক ধন্যবাদ।

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৬

এ্যাংগরী বার্ড বলেছেন: "সব কিছু ভেঙ্গে পড়ে" - আসলেই তাই।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৭

রোদেলা বলেছেন: হুম,তাই।বেঁচে থাকে শুধু অভিনয়।

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬

শামীম মুসতফা বলেছেন: সুভেচ্ছা রইলো ...............

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৭

রোদেলা বলেছেন: াপ্নাকেও শুভেচ্ছা।

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শিরোনামটা দারুন লাগল। চমৎকার লেখা!!

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

রোদেলা বলেছেন: ধন্যবাদ জানবেন।

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

ফয়েজ উদ্দিন বলেছেন: +++++++্

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

রোদেলা বলেছেন: :D

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯

অনিকেত রহমান বলেছেন: চমৎকার লেখা।। ভাল লাগলো।।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

রোদেলা বলেছেন: ধন্যবাদ অনিকেত।

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আকাশের শুভ্র মেঘের বালুচরে
আমি ভেঙেছিলাম আমায় খুব,
শুধু তোমার পাশে বসে থাকতে
আমি বুনেছিলাম এতসব গল্প ।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

রোদেলা বলেছেন: বাহ,সুন্দরতো।

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫০

অদিতি মৃণ্ময়ী বলেছেন: শীট! সকাল বেলা রাস্তায় হাটতে হাটতে এমনই কিছু একটা ভাবছিলাম। লিখেও ফেলতাম। কিন্তু আপনি আগেই লিখে ফেলেছেন। অনেক অনেক ভালো লাগা রইল। :)

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২০

রোদেলা বলেছেন: :-খুব ভালো হল।
ভাবনাতো এক হলো।

২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

সোজা কথা বলেছেন: খুব ভালো লাগল।বাস্তবটাই তুলে ধরলেন।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২০

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

২১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি শুধু ভালোবাসাকেই ভালোবেসেছি ।

শিরোনাম টাই তো একটা কবিতা !

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১

রোদেলা বলেছেন: ্তাইতো।

২২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

জেরিফ বলেছেন: আমি শুধু ভালবাসা কে ভালবাসি


<3 <3 <3


অনেক অনেক শুভ কামনা

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২

রোদেলা বলেছেন: াম্ রা আসলে নিজেদেরকেই ভালোবাসি।

২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৬

একটু স্বপ্ন বলেছেন:
বেশ গেঁথেছেন তো ভাবনাগুলো! মনে হচ্ছে আন্তরিক ভাবনা। ভাল লাগল কাব্যকথা।

তবে আমি জীবনবাদী মানুষ। জীবনে যেটুকু পাই সেটাই সেরা ভাবতে শিখেছি। মনে করেছি সবাই আসলে এমনটাই পায়। যা পায়না তা পেলেও তেমন সুখবৃদ্ধি হতোনা।

আসলে আমাকে সুখী হতে একজন মানুষ যতটা সহায়ক তারচেয়ে ঢের বেশী সহায়ক আমার শক্তিশালী জীবনবাদী মন, যে মন সুখী হওয়ার মিশল নিয়ে আমাতে ঠাই নিয়েছে।

ভাল হোক আপনার, চারপাশ নিয়ে।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

রোদেলা বলেছেন: আপনার কথায় সত্যিকারের জীবন বোধের ছোয়া পেলাম।আমার লেখাটাকেও ছাপিয়ে গেলো।ধন্যবাদ।

২৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪৪

বাসুরী বাসীয়ালা বলেছেন: ভালো লাগলো কবিতা ++++

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

২৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

বোকামানুষ বলেছেন: কাছে থাকার মানেটা কী
নিজের করে পাওয়া ?
আর কতো ঘন্টা একসাথে থাকলে বোলতে পারি --
"আমি তোমার হয়েছি ।"
আর কতো কাছে আসলে বলা যায় --
"শুধু তোমার হয়েছি ।"



দারুণ লাগলো কবিতা অনেক সত্যি কিছু কথা

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

রোদেলা বলেছেন: আসলেইতো আপনি বোকা না।

২৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো :)

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

রোদেলা বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭

:: নজরুল বলেছেন: "সকালের গরম পেয়ালা হাতে সেরে নাও তেল নুনের হিসেব ।
অতঃপর ব্যস্ত রাস্তায় হারিয়ে যাও কোটি মানুষের ভীড়ে ।
তখন আমিও নিজেকে হারাই আপন কক্ষপথে ;
জীবনের মানে খুঁজতে গিয়ে আবিষ্কার করি --
আমি কখনোই তোমার ছিলাম না ।
আমি শুধু ভালোবাসাকেই ভালোবেসেছি ।"

....অসাধারন.. চালিয়ে যান.. শুভ কামনা রইল ।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

রোদেলা বলেছেন: এইটা জানি কার লেখা,ঠিক মনে করতে পারছিনা। ;)

২৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

:: নজরুল বলেছেন:

আপনার লেখাই তো, কোট করেছি তো । :p
আপনি বোধ হয় খেয়াল করেন নি । :(

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

রোদেলা বলেছেন: না । :|

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

রোদেলা বলেছেন: মজা নেইরে ভাই।

৩০| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

রোদেলা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.