![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
জ্বীনা,আইজকা প্রেমের কবিতা লিখবার বসি নাই।হগলতে খা্লি জিগায়-আপনে এতো প্রেমের কবিতা কই পান,
আবার কেউ কেউ কয়-আপনে ক্যান কবিতা লিখেন,আবার কেউ জিগায়-বাস্তবতা আর কবিতা এক কিনা ব্যাখ্যা করেন।
ওরে পাঠকগন-প্রেম ছাড়া যে দুইন্না আন্ধার দেখি হেই কথা আমি কারে বুঝাই
প্রিয় ভাই ও বইনেরা আমি আর কইতে পারমুনা।এবার আপনেরাই কন -আপনেরা ক্যান লেখেন,প্রেমের ভাব উঠলে কার মুখ খানা আগে চোক্ষের মধ্যে বিজলী বাত্তির লাহান হান্দায় পড়ে।কার কথা মনে পড়লে শুভলং ঝর্নার মতো পানি বানের মতোন ভাসে। কার কথা ভাবতে ভাবতে লিখতে পারেন রেল লাইনের মতো বিশাল গল্প যা পড়তে গেলে আমি ক্লান্ত হইয়া পড়ি ঠিকি,কিন্তুক মন্তব্য না কইরা পারিনা।
মোটের উপড়ে এক কথা।।আপনেগো লেখনী জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন,আরো কিছু গোপন কথা শেয়ার করতে চাইলেও কুনো সমস্যা নাই।আইজ অফিস ফাঁকা।খালি মাঠে আমি একাই রেফারী।
তো হয়ে যাক গরম চায়ের পেয়ালা হাতে মজার সব গল্প।
Click This Link
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
রোদেলা বলেছেন: হ্রে ভাই,প্রেম ছাড়া দুইন্না আন্ধার।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২
সেলিম আনোয়ার বলেছেন: অফিসে ঢুকেছি ঘন্টা দুয়েক আগে। আড্ডা তো দিতে চাই । সুযোগ কম।
ওরে পাঠকগন-প্রেম ছাড়া যে দুইন্না আন্ধার দেখি হেই কথা আমি কারে বুঝাই
প্রেম ছাড়া কি আছে মানে জীবনের
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
রোদেলা বলেছেন: আমারোতো হেই একি কথা।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৬
জনাব মাহাবুব বলেছেন: প্রেমের কথা কইতে গেলে মোর শরম লাগে। :#> :#> :!> :!>
আপনারা কন আমি হুনি
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬
রোদেলা বলেছেন: কেউতো কিছুই কয়না,আমারি মনে লয় আবার প্রেমের কবিতা লিখন লাগে।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি ভাই না।
ভাবছি হলিউডে যোগ দিব। আমার প্রেমিকরা হলিউডে কাজ করে।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮
রোদেলা বলেছেন: ামারেো সোংে লৈয়েন কৈলাম।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮
আমিনুর রহমান বলেছেন:
শুভ দুপুর ...
২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
রোদেলা বলেছেন: শুভ দুপুর।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৮
চিরতার রস বলেছেন: ইয়ে মানে আমি আপ্নের অপিসের নিচেই আচি। ভার্চুয়ালি গপ্পো না কৈরা লাইভ চৈলা আহি
কফি রেডি করেন
২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
রোদেলা বলেছেন: কি কন হুদা কপি,পুরাই চিরতার রস পাবেন,চইলা আসেন।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: একটা প্রেমের কবিতা লিখি্
বুকের পাজরের হাড়
খুঁজতে খুঁজতে জীবনটা ছারখার
কবে পাবো দেখা তার
কভু কী হবে না দেখা আর
নিদারুণ শুণ্যতা বুকে
যেখানটাতে থাকে
শূন্যতা হাহাকার
পূরণ হয় না আর
আমি নই পাজরের হার তোমার
তাই অনুভূতিহীন তুমি বাধণহারার।
এ শূন্যতা এ ব্যথা বুঝবে না কভু জানি।
হে মানবী হতেম যদি পাজরের হার তোমার
বুঝতে এ ব্যথা নিদারুণ শূন্যতার।
পুরুষ হতে পারে না তা
এ শুধু নারীর অধিকার।
তাই হৃদয়জুড়ে আমার
শুধু শূন্যতা হাহাকার।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
রোদেলা বলেছেন: আমি যারপরনাই মুগ্ধ।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪
সেলিম আনোয়ার বলেছেন: মুগ্ধ করতে পেরে আমি ধন্য। এমন প্রতিভাবান ও প্রতিষ্ঠিত কবিকে মুগ্ধ করেছি। এটা আমার বিরাট অর্জন হয়ে থাকলো্ ।
আজকে অবরোধ নেই আছে ব্যাপক ট্রাফিক জ্যাম। এক সমস্যা গেলে আরেক সমস্যা ভর করে।
জ্যামে পড়লে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাই। তখন বিরক্তিতে কবিতা আসতে থাকে।মাথায় ঘুরপাক খায়।কাগজ কলমের অভাবে কবিতা গুলো সংরক্ষণ হয় না। হারিয়ে যায়। আপনার আহবানে ব্লগে এসে কবিতা লিখে ফেললাম। এটি সংরক্ষিত থেকে গেল।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩
রোদেলা বলেছেন: যাক,সমস্যা কেবল ঝামেলা আনেনা ,সুন্দর কথামালাও সাজিয়ে দেয়।ভালো থাকবেন,জ্যামে থাকবেন
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৯
ইখতামিন বলেছেন: দেড় মাস আগে আমি যখন ওখানে নিবন্ধন করি তখন ভিজিটর দেখতাম ১০/১৫ জন। কিন্তু আজ, এখন, এই মুহূর্তে অনলাইনে আছেন ১১২ জন।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৫
রোদেলা বলেছেন:
১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন:
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৬
রোদেলা বলেছেন:
১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯
কালীদাস বলেছেন: দুই সপ্তাহ হইল উইন্টার ভেকেশন চলে, রবিবরা থিক্ক্যা যাইতে হইব মনে হইলেই তো আম্মাগো কইরা ডাক ছাইড়া কানতে ইচ্ছা করে
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৭
রোদেলা বলেছেন: কই যাইবেন?
১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯
শায়মা বলেছেন: আবার কেউ কেউ কয়-আপনে ক্যান কবিতা লিখেন,আবার কেউ জিগায়-বাস্তবতা আর কবিতা এক কিনা ব্যাখ্যা করেন।
ওরে পাঠকগন-প্রেম ছাড়া যে দুইন্না আন্ধার দেখি হেই কথা আমি কারে বুঝাই
>>>>>>>>>>>>>>>>>>> আপু আমি তো যাই লিখি তাই মানুষ বলে আমার জীবন কাহিনী!
খোকাভাই ১০০% সত্যি এমন কত মানুষ বলেছে...
তারপর পাগলা জগাই লিখতে গিয়ে শ্বসুবাড়ির বই এড় আলমারীটাও একদম জ্যান্তব সত্যি তা সকলের জানা.........
ইমাজীনারী ফ্রেন্ড গল্পটা নাকি আর কেউ নয় আমি নিজেই। আমিই ওমন পাগলি আমারই নাকি আছে এসপার্জার সিন্ড্রোম।
রানু গল্পের রানুর বাসর রাত তো আমি ছাড়া কারোরই নয়।
আর পরবাসী স্বর্ণলতা এইটাতো ১০০% ধরা । আমিঈঈঈঈঈঈঈঈঈঈঈঈই!!!
এইটাও আমার লেখনী জীবনের মজা আপুনি!!
ওহ খুব রিসেন্টলি বিপ্লব সিলেটিভাইয়া আমাকে এলা টাইপ রোবোট বলেছেন।
হাহাহাহাহাহাহাহাহা ..........অনেক মজা পেয়েছিলাম!!!!!!!
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
রোদেলা বলেছেন: ধন্যবাদ সায়মা,ম্যালা দিন পর আপনাকে পেলাম।
হুম লিখতে গিয়ে কতোনা প্রশ্নের সম্মুখীন হতে হয়।
আকাশ কি জানে কেনো সে বৃষ্টি নামায়?
আমার অনেক ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শুধু প্রেম আর প্রেম।