নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

আতংক আমার পিছু ছাড়েনা।

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪

প্রতিরাতে শীতঘুম ;

নরম কম্বলে মোড়ানো আদরেরা কাঁপে ভয়ে,

পাশেই আয়েস করে ঘুমিয়ে থাকে আতংকেরা...

গরম ধোঁয়া ওঠা কুসুম ভাপে যদিও মুছে ফেলি ঠান্ডা শরীর ;

তবুও আতংক আমার পিছু ছাড়ে না।

পথে নামতেই অস্থির শহর দুলে ওঠে চোখের সামনে,

দুলে ওঠে হাজার হাজ়ার ছুটে চলা মানুষের মুখ...

মূহুর্তে জ্বব্লে উঠে পেট্রোল,জ্বলে উঠে হায়েনার রক্ত পিপাসু জ্বলজ্বলে

হিংস্র আগুন।

সহসা বানের মত ভেসে যায় রক্তেরা,আকাস ভারী করে

পোড়া শর্রীরের আর্তনাদ আর নির্বাপকের অবিরাম সাইরেন।

আতংকরা তখনি আবার তাড়া করে,খুব বেশি তাড়া করে-

চোখের পাতায় ভেসে ওঠে ঘুমন্ত মেয়ের মুখ।

জাপটে ধরি বাসের হ্যান্ডেল-আমাকে বাঁচতেই হবে ;

যে করেই হোক;

আমাকে যেন দূর্বল না করে বিরামহীন বাড়তে থাকা আতংকেরা।

প্রতিদিন,প্রতিটা মুহুর্ত আতংক আমাকে অনুসরন করে-

অফিসে,বাজারে,রাজপথে,এমন কি আমার আপন গৃহকোনে।

তবু আমি টিকে থাকি অদ্ভুত এই শহরের এক গলিতে।

শুধু আতংক আমার পিছু ছাড়েনা।

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০

একজন আরমান বলেছেন:
সমসাময়িক !
সুন্দর।

শুভকামনা আপু। :)

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

২| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: তবু আমি টিকে থাকি অদ্ভুত এই শহরের এক গলিতে।
শুধু আতংক আমার পিছু ছাড়েনা।

২০১৪ সালেই ছেড়ে যাবে ইনশাল্লাহ B-) B-)
কবিতা চমৎকার লেগেছে @!

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০

রোদেলা বলেছেন: দেখা যাক কি হয়,শুভকামনা।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর লিখেছেন। আতঙ্ক উৎকন্ঠা দূর হোক ।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১

রোদেলা বলেছেন: শুভকামনা রইলো।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১

জেরিফ বলেছেন: অনেক অনেক ভালো লাগলো আপু :)


আতঙ্ক এখ চারদিকে :(

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২

রোদেলা বলেছেন: হুম তাই।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:



জাপটে ধরি বাসের হ্যান্ডেল-আমাকে বাঁচতেই হবে ;
যে করেই হোক;
আমাকে যেন দূর্বল না করে বিরামহীন বাড়তে থাকা আতংকেরা।



এই আতংক একদিন শেষ হবেই।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫

রোদেলা বলেছেন: শুভ কামনা।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬

চিরতার রস বলেছেন: তবু আমি টিকে থাকি অদ্ভুত এই শহরের এক গলিতে।
শুধু আতংক আমার পিছু ছাড়েনা।

সমসাময়িক কবিতা। দারূন লাগলো আপ্পি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮

রোদেলা বলেছেন: আতংক নিয়েই লেখা,ধন্যবাদ।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সাধারনের চিন্তাগুলোই কবিতা রুপ পেয়েছে! বড় একটা অস্থির সময় যাচ্ছে। ভালো থাকুন আপু, নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০২

রোদেলা বলেছেন: আপ্নাকেও অনেক শুভেচ্ছা।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭

শুঁটকি মাছ বলেছেন: চোখের পাতায় ভেসে ওঠে ঘুমন্ত মেয়ের মুখ।
জাপটে ধরি বাসের হ্যান্ডেল-আমাকে বাঁচতেই হবে ;
যে করেই হোক;
অসাধারণ!!!!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০২

রোদেলা বলেছেন: পড়ার জন্যে অনেক ধন্যবাদ।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

আমি ইহতিব বলেছেন: অদ্ভুত আতংকে জমে আছি আমরা অনেকেই। আমারতো পথ চলতে গেলে অচেনা মানুষজনদের মুখের দিকে তাকালেও ভয় করে। মনে মনে ভাবি এই মানুষটার কাছে বোম বা ককটেল নেইতো, হঠাৎ করে ছুঁড়ে মারবেনাতো। জানিনা এই আতংকগ্রস্ত দিনগুলো কবে শেষ হবে।

ভালো লিখেছেন।

নতুন বছর শুভ হোক।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৩

রোদেলা বলেছেন: ঠিক বলেছেন আপু,এ যেলো ঝিমিয়ে ঝিমিয়ে বাঁচা।ধন্যবাদ।

১০| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৪

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: এমন কবিতা নির্বাচিত পাতায় আসলে আমারটাও আসা উচিৎ। সি দিস লিংক।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭

রোদেলা বলেছেন: কিছুই বুঝলাম না।

১১| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আমাকে যেন দূর্বল না করে বিরামহীন বাড়তে থাকা আতংকেরা।
শুভাশিষ থাকলো । :)
২য় +

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৮

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

১২| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব ভাল লিখসেন রোদেলা।
শুভকামনা ||

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৮

রোদেলা বলেছেন: আপ্নাকেও শুভেচ্ছা।

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

তাজা কলম বলেছেন: Valo laglo

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৮

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

জুবাইর মুহাম্মদ বলেছেন: মৃত্যুকে হাতের মুঠোই নিয়ে এখন বের হয় বাসা থেকে। জীবনের মুল্য আমাদের এতোটা নগণ্য হয়ে গেছে আজ!
এখন থেকে বাসা থেকে বের হবার আগে মার কাছে মাফ চেয়ে বের হতে হবে যদি ফিরতে পারি পরে ঘরে,হইতো আমার গায়েও পড়তে পারে পাকিস্তানী সেই রেখে যাওয়া সন্তান গুলো ছুড়ে দেয়া পেট্রোল বোমা! :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯

রোদেলা বলেছেন: কি জানি হবে হয়তো,কেযে বোমা মাড়ছে তা কিন্তু কেউ জানিনা।

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৭

ইখতামিন বলেছেন:
কবিতায় ভালো লাগা রইল
আশা করি ২০১৪ সালে সব ঠিক হয়ে যাবে :)

নববর্ষের শুভেচ্ছা নিবেন

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩

রোদেলা বলেছেন: তাই যেনো হয়।

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০০

এহসান সাবির বলেছেন: দারুন লিখেছেন আপু...

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখা ভালা লাগছে

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫

রোদেলা বলেছেন: জ্জেনে ভালো লাগলো।

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:০৯

মিজভী বাপ্পা বলেছেন: ভালো হয়েছে B-))

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫

রোদেলা বলেছেন: ধন্যবাদ

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭

সোজা কথা বলেছেন: ভালো লাগল।বর্তমানে আমাদের আতংকের সাথেই যেন বাস ! আশা করি আতংকের সাথে খুবই দ্রুত আমাদের ছাড়াছাড়ি হবে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬

রোদেলা বলেছেন: সোজা কথাই বলেছেন,ধন্যবাদ।

২০| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

হাসান মাহবুব বলেছেন: আমারও।

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

রোদেলা বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.