![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
মনরে আমার উড়াল পাখী
কোন সুদূরে যাস তুই ;
তুইযে আমার পরাণ পাখী
হিয়ার খাঁচায় তোরে থুই ।
পাখীরে তুই আমায় ভুলিস না (২)
কলাপাতার শাড়ীর ভাঁজে
খোলা বেনী নাচন তোলে ;
আউশ ধানে ঢেউ খেলা রোদ
তেমনি তোরি অঙ্গ দোলে ।
পাখীরে তুই আমায় ভুলিস না (২)
দুপুর বেলার শান্ত জলে
ডুব দিয়া তুই উঠলি যখন ;
ঘাটের মাঝেও বান ডেকে যায়
বুকের ভিতর প্রলয় কাঁপন
পাখীরে তুই আমায় ভুলিস না (২)
০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
রোদেলা বলেছেন: থানকু।ামিো বাংলা লিকটে পারসি না
২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: সুন্দর
সুর কইরা জানাইয়েন
০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
রোদেলা বলেছেন: ওককেয়
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩
না প্রেমিক না বিপ্লবী বলেছেন: কবিতা আর গানের মধ্যে তেমন কোন পার্থক্য নাই॥ সুরে সুরে বললে হয় গান আর ছন্দে ছন্দে হয় কবিতা॥
০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
রোদেলা বলেছেন: ঃুম ।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর
০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১
রোদেলা বলেছেন: থানকু
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১
স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর গান
০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২
রোদেলা বলেছেন: থানকু
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩
মামুন রশিদ বলেছেন: লোকজ সুর, গাইলে বেশ হবে ।
০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০
রোদেলা বলেছেন: ামি গািটে পারলে শুনািটাম।
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
ইখতামিন বলেছেন:
দারুণ গীতি
০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০
রোদেলা বলেছেন: খুসি হলাম।
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৩
হাসান মাহবুব বলেছেন: গান কনে শুনবো?
০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২
রোদেলা বলেছেন: ইুটিুব শোনা যবে।
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯
আমিনুর রহমান বলেছেন:
গান শুনতে মুঞ্চায়
কথা ভালো হয়েছে।
০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩
রোদেলা বলেছেন: থানকু
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
Audio add kore dite parten. Amra gaan shunte petam
Liric valo laglo.