![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
স্বপ্নের হাত ধরে
ধূলোময় পথ ছেড়ে
অদেখা শহরের প্রতি গোলিতে ;
হাজার মুখেরা ঘুরে চলেছি ,
আর মায়াময় স্বপ্ন বুনেছি
হাজার স্বপ্ন এঁকে চলেছি ।।
ফেলে আসা পথ খানি
দিয়ে চলে হাতছানি -
ভীরু ভীরু মন নিয়ে
অচেনা পথ পাড়ি দিয়েছি ;
আর মায়াময় স্বপ্ন বুনেছি
হাজার স্বপ্ন এঁকে চলেছি ।।
দিন গুলো বেলা শেষে
স্মৃতির হীমেল আবেশে -
চেনা চেনা মুখ খুঁজে পেয়েছি
তাই বন্ধুর হাতে হাত রেখেছি;
আর মায়াময় স্বপ্ন বুনেছি
হাজার স্বপ্ন এঁকে চলেছি ।।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
রোদেলা বলেছেন: ধন্যবাদ
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৫
সুমন কর বলেছেন: সুর দিয়ে ফেলেন। ভাল লাগল।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
রোদেলা বলেছেন: ্দেওয়া হবে,ধন্যবাদ।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১
মাসুম আহমদ ১৪ বলেছেন: এখন একটা সুর দরকার
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
রোদেলা বলেছেন: হয়ে যাবে,সবুর।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০
রোদেলা বলেছেন: ধন্যবাদ ।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
ভালো লাগলো
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০১
রোদেলা বলেছেন: শুভেচ্ছা নিবেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০২
মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর!