![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
ব্যাস্ত শহরের পীচঢালা পথ ধরে
চলো আজ হারিয়ে যাই ;
হুড খোলা তিন চাকা টুং টাং বেজে চলা -
সেই সুরে নিজেকে মাতাই।
রকমারি খাবারে মৌ মৌ গন্ধে
উৎসব মাতানো অপরুপ সন্ধ্যে ;
ঢাক আর ঢোলকের সুনিপূন বাজনা
বর্নিল আলোকের রংছড়া জ্যোতস্না ,
সেই তালে নিজেকে মাতাই ।
নদী আর পাহাড়ের সবুজ ঘেরা
দুটি মন মিশে যাক তন্দ্রাহারা ;
নতুন জীবনের অবিরাম হাতছানি
চুপি চুপি ইশারায় ডাকছে জানি ,
সেই ডাকে নিজেকে হারাই ।
পসরা সাজিয়ে আছে সারিবাঁধা বিপনন
দুই হাতে তুলে নাও মনের মোতন ;
শাড়ি-চুড়ি নূপুরের রিনিঝিনি তালেতে
বধূয়া রাঙ্গাবে ঘর বর্নিল শোভাতে
সেই রঙ্গে এসোনা রাংগাই ।
০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:০৭
রোদেলা বলেছেন: এতা ামার লেখা ভাই।
২| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর, কিন্তু এই সুন্দর গান শোনাচ্ছেন কবে ?
০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৩:৩০
রোদেলা বলেছেন: সুর হচ্ছে,খুব তাড়াতাড়ি লিঙ্ক দিব আশা করছি।
৩| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: গান হিসেবে আসলেই খুব চমৎকার হবে !
০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৩:৩৩
রোদেলা বলেছেন: ধন্যবাদ অভি,গান হবে।
৪| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:২১
মামুন রশিদ বলেছেন: প্রথম ছত্র পড়েই মাত হয়ে গেছি । পুরো গানটাই শোনার ইচ্ছে আছে তোমার মুখে
(তুমি করে বলেছি অন্য এক অধিকারে । হয়ত দেখা হয়ে যাবে জেউয়ান্স মিডিয়া সোসাইটির কোন প্রোগরামে )
০৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৭
রোদেলা বলেছেন: আমার মুখে গান?কবিতা হইলেও চলতো।দেখা হবার অপেক্ষায় থাকলাম।
৫| ০৫ ই জুন, ২০১৪ রাত ৯:০৮
হাসান মাহবুব বলেছেন: ফিলিং গুড!
০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৫
রোদেলা বলেছেন:
৬| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৫
বাউন্ডুলে রুবেল বলেছেন: সুন্দর লিখেন আপনি।
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৯
রোদেলা বলেছেন: অনেক ভালো লাগলো পড়েছেন বলে –ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:০৮
অপ্রিয় সত্যের বাহক বলেছেন: কার গান সেটাতো জানালে না ।