![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
মধ্যরাতের গল্প গুলো কি একটু অন্যরকম হয় ;
কংক্রীটে মোড়ানো পিচ্ছিল রাজপথ -
উচ্চমাত্রায় বাড়তে থাকা ভাড়ী যানের গতি।
ক্রমশ খোসতে থাকা মেঘের ভাঁজ -
চাঁদের রুপালি আলোর বিচ্ছুরন ।
প্রচন্ড চেনা শহরটিকে ঘিরে রাখে অচেনার ছায়া -
গলির মোরে নিশিথিনীর উৎসুক চাহনী ।
দিনের ব্যস্ত কন্ঠস্বরে নেমে আসে মাদকতা -
ইথারের মৌন তরঙ্গ লিপ্ত হয় বেসামাল সঙ্গমে ।
লোহার প্রাচীর মোড়া শৃংখল পাহারায় মগ্ন -
সিঁদকাটা চোর তবু অনিয়ন্ত্রীত থেকে যায় ।
অভিজাত রেঁস্তোরার হুইস্কির উৎসব -
ফুটপাতে নির্জীব প্রাণের অভুক্ত আস্ফালন ।
মধ্যরাতের গল্প গুলো কি একটু অন্যরকম হয় ;
নিস্তব্ধ অন্ধকার প্রোকষ্ঠে নিজস্ব অবগাহণ -
শুধু একবার তোমাতে ডোবার নির্লজ্জ আর্তনাদ ।।
৩০ শে জুন, ২০১৪ সকাল ১১:১৫
রোদেলা বলেছেন: সক্কাল সক্কাল আমার লেখা পড়লেন তাতেইতো আমি মুগ্ধ।
২| ৩০ শে জুন, ২০১৪ সকাল ১১:৪৫
মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: ভাল হইছে .....+++
৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৫
রোদেলা বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ৩০ শে জুন, ২০১৪ দুপুর ১:১৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসম্ভব সুন্দর পঙ্কতিগুলো। খুব ভালো লাগলো। +
৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৫
রোদেলা বলেছেন: ধন্যবাদ তনিমা।
৪| ৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:৪০
হাসান মাহবুব বলেছেন: রাতের রহস্যময়তা, মোহ আর কদর্য দিকের চমৎকার চিত্রন।
৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৬
রোদেলা বলেছেন: ভালো লাগলো ।
৫| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:১২
মামুন রশিদ বলেছেন: মধ্যরাতের অন্যরকম গল্পগুলোর ফ্ল্যাশব্যাক নিয়ে সুন্দর কবিতা ।
৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৭
রোদেলা বলেছেন: জেনে ভালো লাগলো ।
৬| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মধ্যরাতের গল্প গুলো কি একটু অন্যরকম হয় ;
কংক্রীটে মোড়ানো পিচ্ছিল রাজপথ -
উচ্চমাত্রায় বাড়তে থাকা ভাড়ী যানের গতি।
মধ্যরাতের গল্প গুলো কি একটু অন্যরকম হয় ;
নিস্তব্ধ অন্ধকার প্রোকষ্ঠে নিজস্ব অবগাহণ -
শুধু একবার তোমাতে ডোবার নির্লজ্জ আর্তনাদ ।।
অসাধারণ কবিতা।+++
৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৮
রোদেলা বলেছেন: অনেক খুশী হলাম।
৭| ৩০ শে জুন, ২০১৪ রাত ৮:২৬
আহমেদ জী এস বলেছেন: রোদেলা ,
মধ্যরাতের গল্পগুলো এরকমই হয় । এ মধ্যরাত, এক অভিজাত মধ্যরাত ।
আর দারিদ্র ভেজা মধ্যরাতের গল্প অন্য রকম হয় ।
ভালো লাগলো ।
০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:৪৮
রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন।
৮| ৩০ শে জুন, ২০১৪ রাত ৮:৫৭
ফা হিম বলেছেন: এ রাতগুলো সব সময়ী মাদকতাময়।
০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:৪৯
রোদেলা বলেছেন: হুম,তা ঠিক।
৯| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
মধ্যরাতের নিঃসঙ্গতা খুব ভাল লাগে। মাঝে মাঝে খুব উপভোগ করতে ইচ্ছে হয়।
০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:৫১
রোদেলা বলেছেন: আসলেও তাই। মাঝে মাঝে অন্ধকারেও ডুব দিতে ইচ্ছে করে।
১০| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একেকটা পঙ্ক্তি একেকটা দৃশ্য।
ভালো লাগলো।
বানানের ব্যাপারে আরেকটু সচেতন হওয়া প্রয়োজন মনে করছি।
শুভ কামনা।
১১| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৪
রোদেলা বলেছেন: আপনার প্রোফাইলে এতো পিক দেখে আমি খুবি পুলকিত।বানানের ব্যাপারে যত্নবান হবার চেষ্টা করছি।
১২| ১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৩
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: মাসসেরা সংকলনে যাচ্ছে আপনার চমৎকার এই লেখাটা...
অগ্রিম অভিনন্দন...
২০ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪১
রোদেলা বলেছেন: কোবে ক খ ন কি ভাবে?
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৪ সকাল ১১:১৩
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: প্রচন্ড চেনা শহরটিকে ঘিরে রাখে অচেনার ছায়া -
গলির মোরে নিশিথিনীর উৎসুক চাহনী ।
দিনের ব্যস্ত কন্ঠস্বরে নেমে আসে মাদকতা -
ইথারের মৌন তরঙ্গ লিপ্ত হয় বেসামাল সঙ্গমে ।
লোহার প্রাচীর মোড়া শৃংখল পাহারায় মগ্ন -
সিঁদকাটা চোর তবু অনিয়ন্ত্রীত থেকে যায় ।
অভিজাত রেঁস্তোরার হুইস্কির উৎসব -
ফুটপাতে নির্জীব প্রাণের অভুক্ত আস্ফালন ।
মধ্যরাতের গল্প গুলো কি একটু অন্যরকম হয় ;
নিস্তব্ধ অন্ধকার প্রোকষ্ঠে নিজস্ব অবগাহণ -
শুধু একবার তোমাতে ডোবার নির্লজ্জ আর্তনাদ - বেস্ট পার্ট আমার কাছে এটুকু ...
পুরোটাই চমৎকার অবশ্য ...
ভালোলাগা (+) দিয়ে মার্ক করলাম ...
শুভকামনা রইলো ...