নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

যন্ত্রনার বীষবাষ্প //

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৩

সুখের বাক্সটাকে একটু আলগা করতে গিয়েই ধরা দেয় এক রাশ যন্ত্রনা ;

যন্ত্রনার সাগরে ডুব সাঁতার কাটতে কাটতেই কেটে যায় দীর্ঘ সাদা রাত্রি।

দিনের ঘোর লাগা অন্ধকারে ডুবে যেতে ইচ্ছে করে-

ইচ্ছে করে দু’হাতে তুলে নেই প্রতিশোধের আগুন।

ইথারের চলন্ত ফটোগ্রাফ মোড়ানো বীভৎসতা আমাকে কাঁপায়-প্রতি মুহূর্তে ;

আমি নির্বাক চেয়ে থাকি , যেন চেয়ে থাকাটাই এখন অনেক বড় একটা কাজের মধ্যে পড়ে।

এই যে এতো প্রতিবাদ সভা –মিছিল-সমাবেশ কোন কিছুতেই খুঁজে পাইনা দিনের তপ্ত আলো।

কেবল ডুবে যেতে থাকি-এপার থেকে ওপাড়ে,

পৃথিবীর অন্য কোন প্রান্তে –

যেখানে আমার বোন থাকে ,

যেখানে আমার ভাই থাকে ,

যেখানে বসবাস করে আমার কোলের সন্তান।

আমি তাদের হাহাকার শুনি, দু’হাতে বন্ধ করে রাখি কর্ন গ্রন্থি ;

তাদের বিদীর্ন চিৎকার আমার অস্থিমজ্জাকে ভেদ করে লোহিত কনিকায় নাড়া দেয়।

তবু আমি কিছুই করতে পারিনা-কিছুই না।

বিধাতা-আমাকে একটু অশ্রু দাও,

যন্ত্রনার মহা সমুদ্রে আমি চিৎকার করে কাঁদতে চাই।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৭

মামুন রশিদ বলেছেন: বিধাতা-আমাকে একটু অশ্রু দাও,
যন্ত্রনার মহা সমুদ্রে আমি চিৎকার করে কাঁদতে চাই।

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১১

রোদেলা বলেছেন: আমি কেবল চিৎকার করে কাঁদতে চাই।

২| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৪

মোহাম্মদ তুহিন১৫ বলেছেন: বাংলা গান - মানুষ তো মানুষোর জন্য - এই গানটা খুব ভালো লাগতো
কিন্তু এখন আর ঐ গানটা ভালো লাগেনা
হোকনা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বোদ্ধ বা আন্য কোন জাতের মানুষ
আমরা সবাই তো মানুষ
মানুষ মানুষকে কিভাবে এমনটা করতে পারে বাবতেই অাবাক লাগে :(( :(( :(( :(( :((

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২২

রোদেলা বলেছেন: মানুষ এখন কেবল ক্ষমতার জন্য।

৩| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: যন্ত্রনার বীষবাষ্পে বাতাস ভারী হয়ে ওঠেছে। এর অবসান কোথায় জানিনা।

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৮

রোদেলা বলেছেন: আমরা কেউ তা জানি না।

৪| ১৪ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: এই যন্ত্রণার বিষবাষ্প থেকে মুক্তি মিলবে, কামনা এটুকুই...

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০২

রোদেলা বলেছেন: শুভকামনা সবার জন্য।

৫| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৬

ইফতেকার অনিক বলেছেন: খুব হৃদয়বিদারক,আল্লাহ রহমত কর

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৩

রোদেলা বলেছেন: সেই অপেক্ষায় থাকলাম,কবে বিধাতার রহমত নাজিল হবে-কে জানে।

৬| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৭

জাফরুল মবীন বলেছেন: ইস!ছবিটাতে ছোট্ট বাবুটার চাহনি ভিতরটাকে দুমড়ে-মুচড়ে দিচ্ছে।ছবিটা সেভ করে রাখার জন্য অনুমতি কী দেওয়া যাবে?

কবিতায় কষ্টলাগা :((

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৫

রোদেলা বলেছেন: এই ছবিটা বহুবার পত্রিকায় ব্যবহার হয়েছে, আমি গুগল থেকে নিয়েছি।আপনি সেভ করতে পারেন,কিন্তু ছবিটাতে আমি কখোন তাকাই না।

৭| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মন খারাপ হয়ে যায়।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৭

রোদেলা বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.