নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

শ্রাবন রাতের পদ্য।

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৪

মায়াবীনি রাত -

তুই দূরে থাক ;

প্রিয় আজ কাছে আর আসেনি ।।

না বলা কথার জ্বালা ,

ভুল করে গাঁথা মালা -

ছিঁড়ে যাওয়া সুর কেউ সাধেনি ।।



নিশ্চুপ তারারা মিটি মিটি জ্বলছে ;

জানিনাতো আনমনে কতো কথা বলছে -

রাত জাগা ভোর আরতো আসেনি,

প্রিয়,সেতো আজ ভালোবাসেনি।।



শ্রাবনের বাতাসেরা গুন গুন গাইছে ;

নীরফেরা পাখিরা কার ছোঁয়া চাইছে -

ভাঙ্গা মন তাকে আর ডাকেনি ,

প্রিয়,সেতো কাছে আর আসেনি।।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২১

লেখোয়াড় বলেছেন:
এই কবিতাটি রাতে পোস্ট করলে নামের সাথে দারুন মিলত।
আমি বললাম....... শ্রাবণ বিকেলের পদ্য।

কিন্তু কবিতার থিম যেহেতেু রাতের তাই আর কি করা।
তবে পড়তে খুব ভালো লাগল।

অনেকদিন পর আপনার লেখা পড়লোম।
শুভকামনা।

২| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৫

রোদেলা বলেছেন: ঠিক বলেছেন,রাতেই লিখেছি।কাজ শেষ করে পোষ্ট দিতে বিকেল হয়ে গেলো।

৩| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৭

মকসুদ মনি বলেছেন: রাত্রি জাগে ভাঙ্গা মন
স্বপ্ন ভরা চোখে--
ভাঙ্গাবে ঘুম তার
ভোরের নরম আলো
আর মিষ্টি আহবান।

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১১

রোদেলা বলেছেন: :)

৪| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০০

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২২

রোদেলা বলেছেন: ধন্যবাদ

৫| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২১

সুমন কর বলেছেন: ভাল লাগল।

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৫

রোদেলা বলেছেন: ধন্যবাদ ।

৬| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৯

বৃশ্চিক রাজ বলেছেন: মাঝে মাঝে টেমসের তীরে বসে রাতের আকাশের দিকে তাকিয়ে তারা দেখতাম। কোনটা ধ্রুব তারা খুঁজে বের করতে পারলে আনন্দ লাগত খুব।

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৮

রোদেলা বলেছেন: টেমস-কেবল গল্পেই পড়ে গেলাম নদীটার নাম। আর ভেতরে ভেতরে কি এক অজানা অনুভূতি ছোঁয়া দিয়ে যায় । ধ্রুবতারা , কোন সময়টা উঁকি দেয় আমার ঠিক জানা নাই।

৭| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগা রইল +++

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৯

রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন।

৮| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২২

হাসান মাহবুব বলেছেন: পিয়ানোর রিডের মত শব্দগুলো।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩১

রোদেলা বলেছেন: খুব ভালো বলেছেন হাসান মাহবুব।

৯| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

ইমতিয়াজ ১৩ বলেছেন:
ছদ্ম নামে নয় যারা
পোষ্টে আপনার নাম এ্যাড করা হয়েছে, আপনার কোন অপত্তি আছে কি?

১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

রোদেলা বলেছেন: আমার কোনই আপত্তি নেই,দেখে এলাম।

১০| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

মামুন রশিদ বলেছেন: শব্দ দ্যোতনায় শ্রাবনকে খুজে পেয়েছি ।

১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

রোদেলা বলেছেন: যাক পড়লেন তাহলে,অপেক্ষায় ছিলাম।

১১| ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

নীল ভোমরা বলেছেন:
''ভাঙ্গা মন তাকে আর ডাকেনি ,
প্রিয়,সেতো কাছে আর আসেনি।।''......ভাল!

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৩

রোদেলা বলেছেন: :)

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার লাগলো পাঠে।।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৫

রোদেলা বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.