নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

এক টুকরো আহবান ...

০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪



অশুদ্ধতার ভরা স্রোতে প্লাবন ছড়িয়ে তুমি চলে যাও ;
তোমরা বিগত হয়ে থাকো ,
এই তুমি আমি মার্কা মিথ্যে প্রহসন একদিন থামবে জানি ।
তবু একদিন ;
খুব বেশি ঝড় হতে ইচ্ছে করে আবার।
প্রলয়ঙ্করী প্রেতাত্মার মতো মোটকে দিতে ইচ্ছে করে কুকুরের হাড় গোড়।
ওরাও কি মানুষ ?
দু’চোখ বেয়ে কেবল লালসার লালা খেলা করে বার্ধক্যের মলাট পড়ানো যৌবনে।
হাসি পায়, ভীষন হাসি পায় - পাট করা সিঁথিতে সাদা চুলের উঁকি ঝুঁকি খেলা।
হয়তো সময় মেনে নিয়েছে আধুনিকতার ডাক ,
কিন্তু তারপরো কিছু কথা থেকে যায় ।
থেকে যায় নৈতিকতার সত্য অহঙ্কার যার গলায় মালা পড়ালে কেবল নিজে নয় ,
চারপাশটাও বড্ড বেশি আলোময় হয়ে ওঠে।
হেমন্তের সোনা রোদ ছড়ানো মুক্ত উঠনে এক বার পা ফেলে দেখো-
একটি বার চোখ মেলে তাকাও দিগন্তের পাড় ঘেঁষা নীলান্তে ;
ওখানে ভালোবাসারা সারাদিন লুটোপুটি খায়,
বিশ্বাসে মেঘকে করে আলিঙ্গন।
তুমি বা তোমরা ; তা যেই হউ না কেন।
ক্ষমতার শক্ত শৃংখল থেকে বেরিয়ে একবার সবুজ ঘাসে পা ছুঁয়ে দেখো-
কি অপরুপ স্নিগ্ধতার ডালা সাজিয়ে রেখেছেন বিধাতা।
ঠান্ডা বাক্সের হীম ঘরে আর আটকে রেখোনা নিজেকে ,
গাদা গাদা ফাইলের মাঝে মুখ ডুবিয়ে খুঁজতে চেও না চেনা নোটের হাসি।
শেষবারের মতোন শুধু একবার হায়েনার মুখোশটা খুলে ফেলে দেখো –
তোমাদের কপোল জুড়ে নেমে আসবে অবাক মুগ্ধতা ।।

মন্তব্য ৩১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

শায়মা বলেছেন: ছবি দেখে মুগ্ধ হলাম আপু। কবিতা পড়ে আরও মুগ্ধ!!!

০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩

রোদেলা বলেছেন: অসংখ্য ধন্যবাদ শায়মা।

২| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: শেষবারের মতোন শুধু একবার হায়েনার মুখোশটা খুলে ফেলে দেখো –
তোমাদের কপোল জুড়ে নেমে আসবে অবাক মুগ্ধতা ।।

পুরো লেখায় ভাল লাগা লাইন দুটি তুলে দিলাম। মন্তব্য ঘরে।

০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৫

রোদেলা বলেছেন: আমিও মুগ্ধ নয়নে দেখছি।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১

মামুন রশিদ বলেছেন: কপোল জুড়ে অবাক মুগ্ধতার গোলাপী আভা ফুটে উঠুক!


ভালো লেগেছে ।

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯

রোদেলা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: পোস্টে +++++++++

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৬

রোদেলা বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

সকাল হাসান বলেছেন: কবিতা অতটা বুঝি না আমি! ভালো না মন্দ ওটাও বলতে পারি না! তবে আপনার কবিতাটা ভালই লাগল!


ক্ষমতার শক্ত শৃংখল থেকে বেরিয়ে একবার সবুজ ঘাসে পা ছুঁয়ে দেখো-
কি অপরুপ স্নিগ্ধতার ডালা সাজিয়ে রেখেছেন বিধাতা।


এই লাইনগুলো যদি মানুষ শুধু গল্প-কবিতায় না লিখে নিজের জীবনে প্রয়োগ করত, তাহলে মনে হয় পৃথিবীতে কোন দুঃখী মানুষ থাকত না!

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮

রোদেলা বলেছেন: কবিতা আপনি কতোটা বোঝেন জানিনা।
তবে কথাগুলো যে আপনাকে বেশ স্পর্শ করতে পেরেছে সে জন্য আমি আনন্দিত।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

অতঃপর জাহিদ বলেছেন: আগে ভাবতাম কি পড়ে কবিতার,আসলেই এধরনের কবিতা পড়েও মজা একেবারে অন্তর ছুঁয়ে যায়।

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৪

রোদেলা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

কলমের কালি শেষ বলেছেন: হুম সুন্দর কবিতা । +++

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

রোদেলা বলেছেন: ভালো লাগলো।

৮| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

সুমন কর বলেছেন: সুন্দর কবিতায় ভাল লাগা।

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন।

৯| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১১

ফা হিম বলেছেন: একটু অন্যরকম একটা কবিতা পড়লাম।

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৫

রোদেলা বলেছেন: ধন্যবাদ ফাহিম।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:১৫

কাফী হাসান বলেছেন: ভালো লাগলো ।

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৭

রোদেলা বলেছেন: শুভেচ্ছা ।

১১| ০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:২৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ২য় ভালোলাগা।

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

রোদেলা বলেছেন: ধন্যবাদ তনিমা।

১২| ০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: মুগ্ধতা । ৩য় ভালোলাগা +++

ভালো থাকবেন :)

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

রোদেলা বলেছেন: অনেক ধন্যবাদ রায়হান।

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

রশিদ সভাপতি মুমুরদিয়া বলেছেন: অসাধারন ভাল লাগলো কবিতাটি।

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন।

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
একরাশ মুগ্ধতা।

শুভকামনা, কবি।

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

রোদেলা বলেছেন: শুভেচ্ছা।

১৫| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১২

শাহ আজিজ বলেছেন: আগে দেখছিলাম ফর্সা দুখানা পা , জলে ডুবিয়ে, এবার দেখছি ফর্সা হাত মালা জড়িয়ে , সাথে ঈষৎ ক্রুদ্ধ কবিতা ।

কেইসটা কি রোদেলা ?????

হেমন্তেই উতলা হলে , বসন্তে নাজানি কি কইরা বসো , ডরাইতেছি =p~ =p~

কবিতা ভালো লাগলো !!

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

রোদেলা বলেছেন: বসন্তে বাসন্তী রঙের শাড়ি পিন্দ্যা ব্লগের পাতায় দাপাদাপি করুম।
কুনো সমস্যা আজিজ ভাই?
B-)

১৬| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.