![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
বীনাকা , তোর রূপের মাঝে ডুব দিয়ে ছুঁতে ইচ্ছে করে সরল কৈশর,
কেশ এলানো ঝুল ডালের বৃত্তে প্রতিনিয়ত আবদ্ধ করি নিজেকে।
চুলের ডান পাশে সেই কবেই পাঁক ধরেছে,তাকে উপেক্ষার এ এক তীব্র আয়োজন যেন ,
তারুন্যের প্রান্ত ঘেঁষে আজন্ম বেঁচে থাকার লালসা।
শুখনো মড়মড়ে পাতার বুক জুরে খেলা করে সফেদ আঙ্গুল,
হাতের উস্কানীতে লজ্জাবতীর লাজ সরাতে ইচ্ছে করে বার বার ;
আর পান কৌড়ি্র ডুব সাঁতার হিংসুটে বিহঙ্গী করে আরো ।
মনে হয়,ইশ আমিও যদি এমন শাপলা- শালুক ঝিল হতে পারতাম ;
তোর ভূমির গহীনে টলটলে জল রাশি কেবলি আচ্ছন্ন করে সেই ছাত্র বেলার মতোই।
এম এ ,এম ফিল সব পাড় করেও নিজেকে কাঠের বেঞ্চিতে কেন যে বারংবার বসাতে মন চায় সে এক আশ্চর্য রহস্য ।
আমার কুল বাক্সের ১৮ ডিগ্রি সেন্টিগ্রেড আর আরাম কেদারার আয়েসি অফিস আরতো টানে না ;
পায়ের দু খানা চপ্পল খুলে তোর সবুজ গালিচায় শুয়ে থাকতে বড্ড মন চায়।
মাথার উপর বিশাল আকাশ,তার সীমান্ত ছাড়িয়ে জ্বলজ্বলে তারা গুনেই পার করে দিতে পারি
সহস্র রাত্রি।
জানি,আমার জন্যে কোন টাইম মেশিন আবিষ্কার হবে না,
ফিরতেও পারবোনা প্রীতিলতার রাজপ্রাসাদে।
প্রিয়তমর হাত ধরে হারিয়ে যেতে পারবোনা কোন এক বসন্তে ,
কৃষ্ণচূড়ার লালচে কলি জড়াবেনা খোলা বেনুনি ,
আনন্দ উল্লাশে মাতবেনা রুম ঝুম পায়ের নুপূড় ।
ক্লাশ ফাঁকি দিয়ে জমবেনা টি এস সিতে অযাচিত আড্ডা।
তবু দেখিস ,একদিন ঠিকি আমি পৌঁছে যাবো ঝোলা কাঁধে-
তোর মতোন অপ্সরা সুন্দরীর করতলে লিখে নেব আপন ঠিকানা।।
-----------------------------------------------------------------------------
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৮
রোদেলা বলেছেন: হুম ব্যাঙ ,ঘটনা সত্য।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪০
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার ++++++++++++
শুভ সকাল
২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২২
রোদেলা বলেছেন: শুভ দুপুর।
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১০
সেলিম আনোয়ার বলেছেন: ক্লাশ ফাঁকি দিয়ে জমবেনা টি এস সিতে অযাচিত আড্ডা। ওটা হয়ে ওঠেনি ছাত্রজীবনে । সব ক্লাস করেছি সেটাও নয়। রাজনীতি- ক্লাস ওভাবেই গেছে ছাত্র জীবন। ।
ভাল লেগেছে কবিতা ।
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০০
রোদেলা বলেছেন: ধন্যবাদ ,সেলিম ভাই।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১০
মামুন রশিদ বলেছেন: আমিও ফিরতে চাই । প্রাণের বীজ সেখানে ছড়িয়ে এসেছিলাম, প্রাণের ডাকেই আবার ফিরতে চাই ।
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০২
রোদেলা বলেছেন: যদি সত্যি সত্যি আরো একবার ফিরে যাওয়া যেতো,তবে বেশ হতো।কিন্তু তাতো হবার নয়।
তাইতো মাঝে মাঝেই রূপবতীকে দেখে আসি।
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
তুষার কাব্য বলেছেন: মাথার উপর বিশাল আকাশ,তার সীমান্ত ছাড়িয়ে জ্বলজ্বলে তারা গুনেই পার করে দিতে পারি সহস্র রাত্রি।
দারুন লাগলো...
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৪
রোদেলা বলেছেন: অনেক ধন্যবাদ তুষার কাব্য।
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ লেগেছে ------মুগ্ধতা রেখে গেলাম
২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২০
রোদেলা বলেছেন: আপনাকে অনেকদিন পর পেলাম,ভীষন ভালো লাগলো।
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪
ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে কবিতা।
২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২১
রোদেলা বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী।
৮| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৯
রোদেলা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪২
ঠকচাচা বলেছেন: জাহাঙ্গীরনগর আসলেই অনুভূতির প্রগাঢ়তায় জড়িয়ে আছে প্রাক্তনদের মাঝে।
১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৩
রোদেলা বলেছেন: ঠিক তাই।
১০| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬
রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য।খুব ভালো লাগল প্রিয় কবি
১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৯
রোদেলা বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩২
*কুনোব্যাঙ* বলেছেন: একটা ক্যাম্পাস কিভাবে প্রাণের সাথে জড়িয়ে যায়।