নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

প্রসংগ--PK

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

ধর্ম ব্যবসায়ীদের গালে আচমকা এক কঠিন চাটি -PK.

জন্মের সময় বিধাতা আমাদের শরীরে কোন চিনহ এঁকে দেন নি,তাও আমরা কেউ কেউ হিন্দু,কেউবা মুসলমান,কেউবা খৃষ্টান।কেবল পোশাক দিয়ে এবং আচার অনুষ্ঠানের মাধ্যমেই নিজেদেরকে পরিচিত করছি আমরা।কেউ বলছে সূর্য ওঠার আগে খেয়ে নাও,কেউ বলে সূর্য ডোবার পর।আবার কেউ বলে গরুকে পুজো করো আবার কেউ তারি মাংস খাচ্ছে।মসজিদ-মন্দীরের ভেতরে দান বাক্স খুলে চলছে অবাধ ব্যবসা।এমন হাজারো প্রশ্ন নিয়ে অন্য একটি গ্রহ থেকে হাজির হয়েছে পিকে(আমির খান)।রাজকুমার হিরানীর অনবদ্য মেকিং আর দূর্দান্ত সাহস দেখে আমি সত্যি মুগ্ধ,যদিও ভারতে কিছু হিন্দু সম্প্রদায় এই ছবি নিয়ে ব্যাপক ভাংচূর করছে।আমি ভাবছি অন্য কথা,এই দেশে ধর্ম নিয়ে কিছু বললেই একদম সোজা গরাদে অথবা দেশের বাইরে। আর পাশের দেশ ভারতে হিরানী হিন্দুদের ধর্ম নিয়ে সোজা আঙ্গুল তুলে প্রশ্ন করেছেন--ভগবান তোমাকে বানিয়েছে,নাকি তুমি ভগবাণকে?তাহলে তুমি ওর মূর্তি বালিয়ে পূজো দিচ্ছো কেন?
এমন প্রশ্ন পুরো জাতিকে স্তম্ভিত করে।ছোট বেলা থেকে আমরা শিখে এসেছি -ধর্ম নিয়ে কোন প্রশ্ন নয়।জন্মগত ভাবেই আমারা একেকজন এক এক ধর্মের।কিন্তু পরিচয়ে আমরা সবাই মানুষ।বড় বড় পীর ফকির আর ধর্ম জাজকরা মানুষের ইমোশন কে কাজে লাগিয়ে রীতিমতো খেলছে।আর পুরো পৃথিবীর মানুষ সেই খেলায় মত্ত।
একজনের প্রতি অন্যজনের ভালোবাসা প্রকাশ করতে আড়াল প্রয়োজন হয়,প্রয়োজন হয় অন্ধকার কোনার।কিন্তু প্রকাশ্যে চলে জীবন নিধন,বড় বড় আগ্নেয়াস্ত্র দিয়ে অবাধে চলছে হাঙ্গামা।এটা কিভাবে ধর্ম সাপোর্ট করে,না ধর্ম কখোন মিথ্যে বলতে শেখায় না।অন্য আর একটি গ্রহের এলিয়েন এসে কোন দিন ধরিয়ে দেবেনা সমাজের এইসব অসংলগ্নতা।ধর্মকে সামনে রেখে চলতে থাকা অরাজকতাও কোন দিন বন্ধ হবে না।তবু PK বিশাল এক বিপ্লব হয়ে থাকবে ছবির ইতিহাসে ।
-----------------------------------------------------------------------------
"কোন কিছু না জেনে না শুনে কেবল হাতে হাত রেখে
শুধু চার কদম এক সাথে চলো ...।"
----এক কথায় অসাধারন।
View this link

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯

ঘূণে পোকা বলেছেন: একটু আগে পিকে মুভিটা দেখলাম । এক কথায় অসাধারনঃ) :) :)

"কোন কিছু না জেনে না শুনে কেবল হাতে হাত রেখে
শুধু চার কদম এক সাথে চলো ...।"

সুন্দর একটা লেখা দেয়ার জন্য ধন্যবাদ :) :)

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০২

রোদেলা বলেছেন: আমি দুবার দেখলাম।ধন্যবাদ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

রোদেলা বলেছেন: আপনের নামের বানান কি হলো দাদা?

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আমার প্রিয় লাভ ইজ ভেস্ট অব টাইম । :)

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯

রোদেলা বলেছেন: হুম খুব দারুন গান টা।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৩

কহেন কবি কালিদাস বলেছেন: পিকে মুভিটা দেখলাম,অসাধারন।
তবে যারা ও মাই গড (OMG) মুভিটা দেখেছেন তারা আমার সাথে একমত হবেন যে মুভি দুইটার মুল থিম কিন্তু কাছাকাছি । আমার কাছে ও মাই গড মুভিটা আরও বেশী ভালো লেগেছে। সুধুমাত্র পরেশ রাওয়াল এর চরিত্রটা যদি আমির করত তাহলে ওটাও সবচে বেশী আয়ের রেকর্ড করতে পারত বলে মনে হয় ।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৪

রোদেলা বলেছেন: ওহ মাই গড মুভির ধরন ছিলো আলাদা,কিন্তু বক্তব্য একই।তবে পি কে তে হাস্যরসের মাধ্যমে বাস্তবাতাকে এতোটা শক্তিশালী করা হয়েছে যেন সব ধরনের দর্শক প্রেক্ষাগৃহে যায়।তাই এক কথায় মাইল ফলক হয়েই থাকবে।ধন্যবাদ আপনাকে।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২১

বাঘ মামা বলেছেন: আমি মাঝে মাঝে ধর্ম বর্ণ বৈষম্য নিয়ে পরক্ষ ভাবে বিধাতার প্রতি অনুযোগ করতাম,আমি ভাবতাম এমন বৈষম্য ব্যতিত বিধাতা মানুষের মাঝে আলোচনাহীন হয়ে যাবেন বলেই তিনি এমন সৃষ্টি করেছেন, কিন্তু পিকে দেখার পর আমার মনে হলো এগুলো আসলেই মানুষের স্বার্থ সৃষ্টি, ইসলাম ধর্ম কিংবা সনাতন ধর্ম এসব বিভাজন মানুষের অজ্ঞতার ফসল মা্ত্র, ইসলামকে একটা আলাদা বস্তু বিশেষ বানিয়ে ফেলেছে মানুষ না বুঝে।বিধাতার বক্তব্যের ভুল ব্যখ্যার কারণে এই বিভাজন। আমরা যদি মনে করি ইসলাম মানে শান্তি,তাহলে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হলেই ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে,আর শান্তি চায়না এমন মানুষ পৃথিবীতে কম , সেটাকে বিশেষ করে আলাদা ভাবে উপস্থাপণ করার কোন দরকার নেই। বিধাতা কোরাণ হাদিসে বলে দিয়েছেন কিভাবে মানুষের মাঝে শান্তি আসবে,কিন্তু আমরা ইসলাম ধর্ম মুসলিম মাজাহাব এসব নাম করণে একটা পৃথক জাতিতে পরিনত হয়েছি।আল্লাহ কোরাআন শরীফে মানুষকে সম্মোধন করেছেন" হে ইমানদার গন", ইমানদার মানে হলো বিশ্বাসী,বিশ্বাস বিধাতার উপর, মরণের পরের জীবনের উপর, নবী শেষ আর আসবেনা এটার উপর, প্রথম দুটো অন্য সব ধর্মের মানুষ মানে,নবীজি শেষ নবী এটা না মানলেও সব ধর্ম এটা বলেনা যে আরো নবী আসবে, সুতরাং দেখা গেলো পৃথিবী অনেক ধর্মই ইসলাম ধর্মের খুব কাছা কাছি বসবাস করছে, বাকিটা হলো মুসলিমদের সদয় মনোভাব এবং নিজেদেরকে সবার মাঝে সাবলিল করে তোলা,নবীজি যেই শান্তি পৃথিবীতে এনেছিলেন তা অন্য ধর্মের মানুষদের কাছে পৌছে দিতে পারলেই সকল ধর্মের মানুষের মধ্যে বৈষম্য কমে যাবে।
এই ক্ষেত্রে মুসলিমদের ভুমিকা বেশি, তারা আল্লাহ ধর্ম নবী বেহেস্তকে নিজেদের সম্পদ বানিয়ে ফেলেছে,তারা মনে করে এসব নিয়ে আর কারো ভাববার অধিকার নেই, কোরাণ শরীফ অন্য কোনো বিধর্মীর হাতে তারা দেখতে চায়না, বলে তাদের হাতে কোরাণ শরীফ দিলে কোরাণ শরিফের অপমান হয়বে, এমন ভাবে সব কিছুকে ঐ ধর্মীয় দালাল গুলো বিভাজন সৃষ্টি করে ফেলেছে,সেই জন্যেই এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা ব্যঘাৎ ঘটছে।

পিকে মুভিটা দিয়ে ধর্ম বিধাতা কি এবং কেমন হওয়া উচিৎ তা মানুষের মাঝে সহজে পৌছে দেয়ার জন্য এক অনন্য সৃষ্টি।

আর ওহমাইগড ছবিটা ২০১২ সালে করা হয়,তখনো ভারতে ধর্মীয় সহনশীলতা আজকের মত হয়ে উঠেনি,তাই তারা হিন্দুজম কে প্রাধান্য দিয়েই করেছিলো, কিন্তু পিকে সকল ধর্মের মুল দুর্বলতায় হাত দেয় যেখানে হিন্দু ধর্ম সবচেয়ে বেশি সমালোচিত হয়।কোথাও কোথাও এই নিয়ে বিরোধ সৃষ্টি হলেও সরকারের পক্ষ থেকে পূর্ন সমর্থণ আছে এই মুভির প্রতি।এটা নির্বিঘ্নে সবার মাঝে পোছে গেলে সব ধর্ম ধকল থেকে মানুষ বেড়িয়ে আসতে পারবে যাদের বিবেক বুদ্ধি আছে, আর যাদের মস্তিষ্কে ভয় আর ভুলে ভরা তারা হয়তো এই জীবনে আর বেড়িয়ে আসতে পারবেননা,

সর্বপরি পিকে একটা সেরা সময় উপযোগী মুভি বলেই আমি মনে করি,

আপনার উপস্থাপণার জন্য আমি সংক্ষেপে কিছু বলার স্পৃহা পেয়েছি।

ধন্যবাদ

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬

রোদেলা বলেছেন: বাঘ মামা ,আপনি কিন্তু বাঘের মতোই দুঃসাহসিক লেখা লিখলেন।এতো চমৎকার করে আমি জীবনেও লিখতে পারবোনা।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০১

ঢাকাবাসী বলেছেন: ছবিটা ভাল লেগেছে।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭

রোদেলা বলেছেন: শুভেচ্ছা আপনাকে।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: পিকে নিষিদ্ধ হওয়াটা আধুনিক ভারতের জন্য লজ্জ্বার । কলঙ্ক ও বটে ।

১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৯

রোদেলা বলেছেন: নিষিদ্ধ হবে না,ওদের সরকারের মাথা আমাদের বা পাকিদের মতোন মোটা না।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫

তওসীফ সাদাত বলেছেন:


পি কে নিষিদ্ধ হবে না। কারণ হিরানীর ডিফেন্স করার সামর্থ আছে বলেই সে এতটা সাহস নিয়ে তাও আবার মোদি সরকারের থাকাকালীন এই মুভি বাজারে ছাড়তে পেরেছে। আমার মনে হয় না পি কে ব্যান খাবে।

আপনার লেখা ভালো লেগেছে। আমি রিভিউ দিয়েছিলাম বেশ কিছুদিন আগেই। পড়বার আমন্ত্রণ রইল :)

১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১২

রোদেলা বলেছেন: এতো হাবি জাবি ছবি চলছে আর পি কে চলতে অসুবিধা কি?ওদের সরকার মানুষের বাক স্ববাধীনতাইয় বাঁধা হবে না বলেই আমার বিশ্বাস।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩

তন্ময় ফেরদৌস বলেছেন: হুম

১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

রোদেলা বলেছেন: হুম।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৯

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর আলোচনা ।

১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৯

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

১১| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭

তুষার কাব্য বলেছেন: চমত্কার লিখেছেন আপু ।


এখনো দেখা হয়ে ওঠেনি... :)

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

রোদেলা বলেছেন: দেখবেন ,ভালো লাগবে।

১২| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

MOHAMMAD RASEL AHAMED বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭

রোদেলা বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.