নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

প্রেমলীলা //

১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩

শহর পুড়ে –মানুষ পুড়ে ,পুড়ে হোক না ছাই ।।
তোমার প্রেমে পুড়ে মরি , তোমার দেখা নাই।
রবী বাবুর মিষ্টি সুরে কফির কাপে ঠোঁট ;
কানে তুলো আছে আমার যতোই বাঁধুক জোট।
মাঘের শীতে চিতই পিঠার কি নিদারুন স্বাদ ,
বাসন্তী রঙ লাগছে গায়ে -হোলদে শাড়ীর হাট।
তোমার বাহুর তলে গুঁজি ক্লান্ত দু’খান চোখ ;
মোদের লীলা তুঙ্গে থাকুক, ওদের সাংগ হোক ।
-----------------------------------------------------------------------------
ইহা একেবারেই প্রেমময় কবিতা, রাজনীতির সাথে যারা গুলিয়ে ফেলবেন তারা অতিশয় মাথা মোটা।

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা।





যারা রাজনীতির সাথে ঘোলাতে চান তাদের জন্য বলি , এটা হতে পারে রাজনৈতিক প্রেমের কবিতা বলতে পারেন।

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪

রোদেলা বলেছেন: রাজনৈতিক প্রেমের কবিতা B-)

২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১

তুষার কাব্য বলেছেন: ভয়ঙ্কর প্রেমময় কবিতা... :D

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫

রোদেলা বলেছেন: ;)

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো খুব

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫

রোদেলা বলেছেন: :)

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫

রোদেলা বলেছেন: :)

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাস্তবধর্মী কবিতায় ভাললাগা রেখে গেলাম

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬

রোদেলা বলেছেন: শুভেচ্ছা লায়লা ।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৯

সোহেল মাহমুদ বলেছেন:
দারুণ+++++++্

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৪

রোদেলা বলেছেন: B-)

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজনীতির সাথে প্রেম
মিশেলটা সংশয়হীন ভাবে ভাল লাগল।
তৃতীয় ভাল লাগা।
+++

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪২

দীপংকর চন্দ বলেছেন: ইহা একেবারেই প্রেমময় কবিতা, রাজনীতির সাথে যারা গুলিয়ে ফেলবেন তারা অতিশয় মাথা মোটা।

রাজনীতির সাথে গুলানো যাবেই না! কারণ, রাজনীতি হচ্ছে নীতির রাজা!
আর এটা তো সম্পূর্ণ ভিন্ন জিনিস!

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

বোবারমুখ বলেছেন: খুব লিখেছ সত্যি ভালো
ছন্দে অপরূপ,
তবু কি আর মুখটি বুজে
থাকবো আমি চুপ।
স্বাদের সাথে হাট বলে কি
হচ্ছে অন্তমিল,
জেনে শুনে কেউ কি দেবে
অন্ধকারেই ঢিল।
হলদে তুমি যে রঙ দিয়ে
আনলে টেনে শেষ,
তবুও আমি বাধ্য হলাম
রাখতে খুশির রেশ ।

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

হাসান মাহবুব বলেছেন: দারুণ লাগলো।

১১| ২০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৬

কলমের কালি শেষ বলেছেন: বেশ লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.