![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
তুমি ঘুমাও , ঘুমাক মাঘী রাত ;
একলা সময় জেগে থাকুক -
সংগী বাঁকা চাঁদ ।
নির্জনতার আলতো ছোঁয়া ;
ক্ষনে ক্ষনে হারিয়ে যাওয়া -
ডাকতে যদি ভাংতো সকল বাঁধ ।
তবু ,তুমি না হয় ঘুমিয়ে থাকো ,
মনের কোনে জাগিয়ে রাখো
অচিন কোন সাধ ।।
২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৭
রোদেলা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৭
রোদেলা বলেছেন:
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
মায়াবী রূপকথা বলেছেন: ছন্দ এখন কেউ মানতেই চায়না। ছন্দময় কবিতায় ভালোলাগা।
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৪
রোদেলা বলেছেন:
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগা।
তুমি না হয় ঘুমিয়ে থাকো ,
মনের কোনে জাগিয়ে রাখো
অচিন কোন সাধ ।।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। অনেক।
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৫
রোদেলা বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ভালো লাগা জানবেন।