নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

যাবো না আমি দূর অজানায়//

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০২

অজানাতে ঘুরে আসবার কোন প্রয়োজন নেই আমার ,
যাবার ইচ্ছেও নেই ইউরোপ কি আমারিকা।
কেবল তোমার হাতে হাত রাখলেই দেখে আসতে পারি ট্রয় নগরী ;
কচু পাতার মধ্যে আবিষ্কার করি সীমাহীন মুখরতা।
তোমার চোখের সীমানায় আবার উপলব্ধি করি-আমার দেশ
শান্ত জলাশয়, ভেসে বেড়ানো পাখীদের কিচির -মিচির ডানা ।
ভাঙ্গা-চোড়া কাঠ সেতুকেও মনে হয় নিরেট শুঠাম ওভারব্রীজ ;
নিরাপদ কাঁধযুগল ভুলিয়ে দেয় ফেলে আসা সকল নিঃসঙ্গতা।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৯

দিপ্২৪ বলেছেন: ভাল লাগলো।

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬

রোদেলা বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৮

খেলাঘর বলেছেন:


বাংলায় সুখ আছে।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

রোদেলা বলেছেন: ঠিক তাই ।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: যদি বলি ভাল লেগেছে
কবিতা বিষন্ন হবে।
যদি বলি মুগ্ধ আমি
তবু রয়ে যাবে কিছু বলা বাকি।
যদি বলি ফের আবার দিশেহারা হলাম
কবিতার সন্তুষ্টিতে কমতি রয়ে যাবে।

অসাধারণ লাগল।

/কচু পাতার মধ্যে আবিষ্কার করি সীমাহীন মুখরতা।/
ভালো লাগা।

/কেবল তোমার হাতে হাত রাখলেই দেখে আসতে পারি ট্রয় নগরী;/
মুগ্ধতা।

/ভাঙ্গা-চোড়া কাঠ সেতুকেও মনে হয় নিরেট শুঠাম ওভারব্রীজ ;
নিরাপদ কাঁধযুগল ভুলিয়ে দেয় ফেলে আসা সকল নিঃসঙ্গতা।/
দিশেহারা হলাম।

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪

রোদেলা বলেছেন: যদি বলি ভাল লেগেছে
কবিতা বিষন্ন হবে।
যদি বলি মুগ্ধ আমি
তবু রয়ে যাবে কিছু বলা বাকি।
যদি বলি ফের আবার দিশেহারা হলাম
কবিতার সন্তুষ্টিতে কমতি রয়ে যাবে।

অসাধারণ লাগল।
কারো মন্তব্য এমন ভাবে মন কেড়ে নিতে পারে কে জানতো।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০০

সুপ্ত আহমেদ বলেছেন: B:-) B:-) B:-)

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪

রোদেলা বলেছেন: চোখ গোল্লা কেন?

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪

তুষার কাব্য বলেছেন: বাহ..!দারুন প্রেমময় কবিতা...

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। প্লাস।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

রোদেলা বলেছেন: :)

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

মায়াবী রূপকথা বলেছেন: আপুর সব কবিতাই সুন্দর।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

রোদেলা বলেছেন: ধন্যবাদ মায়াবী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.