নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

আমার প্রানের মেলা-২০১৫

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯

বই মেলা ঘিরে কতোনা অনুভূতি সেই ছোট বেলা থেকেই।তখন ঢাকার চিত্র ছিল সম্পূর্ন ভিন্ন।এমন কোলাহল ছিলো না,মাড়দাঙগা মানুষ ছিলো না।রাস্তায় নেমে অনিশ্চয়তা নিয়ে পথ চলতে হতো না।শাহবাগের মোড় থেকে শুরু হতো ফুলের সম্ভার আর আমরা কলেজের সদ্য শাড়ি পড়া তরুনী ছুটে বেড়াতাম বই মেলার পথ ধরে।সে বসন্ত আর কোন দিন আসবে না জানি,টি এস সির মোড় ঘেঁষে কেউ বাজাবে না বাঁশি ।তবু আজো ছুটে যাই নতুন বইয়ের গন্ধ নিতে,তাজা মোড়কের ভাঁজ খুলে পড়তে ইচ্ছে করে প্রিয় লেখকের ভাবনা গুলো।আজ এতো বছর পর নিজের লেখাগুলো যখন তাদের পাশে জায়গা করে নিচ্ছে তখন কেবল এক আকাশ ভালোলাগা মিশে থাকে সারাক্ষন।বই বিক্রীর চিন্তাতো মাথায় একটু আছে ,তারপরো শারি শারি বইয়ের মেলায় নিজের বই-ভাবলেই কেমন শিউরে উঠি।আজ যাবো লিটল ম্যাগ চত্বরে,দেখি নবীনের সমাগম কেমন হলো .।
--------------------------------------------------------------------
বইয়ের নাম : নীলপদ্ম
লেখক : রোদেলা নীলা ও ফৌজিয়া রওশন
প্রকাশনা : যমুনা প্রকাশনী
বইয়ের ধরন : কবিতা (দ্বৈত)
মূল্য : ১০০ টাকা
ISBN : 978-984-91287-5-
প্রাপ্তিস্থান : মেঘফুল প্রকাশন,স্টল নং-৪১
লিটল ম্যাগ চত্বর এবং পাবলিক লাইব্রেরি চত্বর ।
-------------------------------------------------------------------
বইয়ের নাম : রোদ্দুরের গল্প
লেখক : রোদেলা নীলা
প্রকাশনা : যমুনা প্রকাশনী
প্রচ্ছদ :
বইয়ের ধরন : ছোট গল্প
মূল্য : ১০০ টাকা
ISBN-987-984-91304-5-1
প্রাপ্তিস্থান : মেঘফুল প্রকাশন,স্টল নং-৪১
লিটল ম্যাগ চত্বর এবং পাবলিক লাইব্রেরি চত্বর ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: শুভ কামনা রইল... :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮

রোদেলা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

অবনি মণি বলেছেন: শুভ কামনা রইলো আপনার জন্য । আপনাদের দেখে আমার ও মনে হয় আমিও পারবো আমার আশার বীজ বুনতে !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১

রোদেলা বলেছেন: অবশ্যই পারবেন সেই দোয়াই করি।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

হাসান মাহবুব বলেছেন: দেখা হবে আশা করি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫

রোদেলা বলেছেন: কালো আমার বই সমেত যাবো।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩০

দীপংকর চন্দ বলেছেন: কামনা করি, পাঠক প্রিয়তা অর্জন করুক বই দুটো।

অনিঃশেষ শুভেচ্ছা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬

রোদেলা বলেছেন: আপ্নাকেও অনেক শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.