নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

প্রলুব্ধ হউ হে পুরুষ //

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৭

কলংক বুঝি আজ বড়ই বেয়াড়া,
স্থাবর-অস্থাবর হিসেব না কষেই তোমাকে চাইছে অনিমেষ।
বোতাম সমেত সাজানো জামার হুড খুলে ফেলতে ইচ্ছে করছে এক নিমিষেই ;
এসো, আমি বিহঙ্গী হয়ে বিচরন করি তোমার লোমশ শরীরে ,
তুমি হউ রাজ-হংস ,উর্বরা জমিনে করো অবাধ চাষাবাদ।
কবিকে আর কবিতায় ডুবে থাকতে দিও না,
ছিঁড়ে ফেলো সমস্ত শব্দ বিন্যাস ,
মাত্রা আর ছন্দের গবেষনা না করে থাকো আমাতে নির্বাসনে ।
কাব্যের চরণ দূরে ঠেলে রাখো, ওষ্ঠে তোল সফেদ দু’বাহু –
নিঃসংগ জেগে থাকা এক জোড়া ঠোঁট ।
তোমার বুকে বুদ হয়ে বুনো গন্ধ শুঁকি –
মানবীকে নিয়ে চলো উম্মাতাল উম্মাদনায় ।
প্রলুব্ধ হউ হে পুরুষ, বিশেষজ্ঞ পাঠক হয়ে থেকো না;
অজস্র ভুল বানানে আর কখনো কবিকে খুঁজতে যেও না।
-----------------------------------------------------------------------------
শিল্পে যৌনতার ব্যবহার হয়ে আসছে বহু যুগ আগে থেকেই।তবে পুরুষদের বেলায় যা অবারিত মেয়ে লেখক দের বেলায় অনেকটাই সীমাবদ্ধ আকারে দেখা গেছে ।সেই সীমাবদ্ধতা ছাড়িয়ে যাবার শক্তি হয়তো আমার নেই,আমি অতো বড় লেখক নই।তবে এবার পাক্ষিক অনন্যায় যখন গোল টেবিলে আলোচিত হলো ,সাহিত্যে-চলচ্চিত্রে-চিত্র শিল্পে যৌনতা তুলে ধরার প্রয়োজনীয়তা আছে কিনা,তখন খুব করে বলতে ইচ্ছে করছিলো-মানুষের তৃষ্ণা লাগলে জল খাবে সেটা যেমন স্বাভাবিক তেমন শিল্পে যৌনতা থাকবে এটাও খুব স্বাভাবিক।তবে তার মাত্রার চাবি কাঠি থাকাটা খুবি বাঞ্চনীয় যেন তা পর্নে রূপ না নিতে পারে।প্রেম শ্বাশত ,সুন্দর।তা প্রকাশে শরীরের আবেদন খুব বৈঞ্জানিক ভাবেই আসবে।বিশিষ্ঠ ব্যক্তিদের নিয়ে এই চমকপ্রদ আলোচনাটি পড়া যাবে এই ভালোবাসা সংখ্যাতেই ।কাল থেকে বাজারে।

মন্তব্য ৩৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: সবার পহ্মে বিশেষজ্ঞ হওয়া সম্ভব কিনা জানি না কিন্তু প্রলুব্ধ হওয়া অসম্ভব না।
কবিতা কবির লীলাভূমি।
সে সেখানে কিসের ফসল ফলাবে একান্ত তার।
কিন্তু বিবেচ্য বিষয় পাঠক। পাঠক কি ভাবে নেবে।

তবে কবিতা যদি হয় শুধু আত্মসন্তুষ্টির জন্য তাহলে তা হয়ে যায় শুধুই কবির একান্ত ব্যক্তিগত।

আর কথা যদি আসে যৌনতা,
তবে আমার অভিমত, নির্দিষ্ট মাত্রার মধ্যে অশ্লীলতাকে পাশে রেখে যাহা মন চায়, এ তো তোমার (কবি) নিজেরই স্মৃতি।

আপনি শিল্পের কথা বল্লেও আমি শুধু কবিতার কথাই বল্লাম। জ্ঞানের সীমাবদ্ধতাজনিত কারনে।

তবে সে যে হ্মেত্রেই হোক আর একটা তসলিমা নাসরিন আমি ব্যক্তিগত ভাবে চাই না।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা যে ভালো লাগছে বলতে ভুলে গেছি।
+++

দুঃখিত হইয়া লজ্জা দিব না।
:) :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২২

রোদেলা বলেছেন: মনে একটু কষ্ট ছিলো।রাজপুত্তুর কি ভাবে যে নিলো কথা গুলো ;
যাক,অবশেষে ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আর হ্যা,আমি নারী বাদি নই।নারীর সঙ্গী।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৭

তাশমিন নূর বলেছেন: যৌনতা সব সময় না হলেও বেশিরভাগ সময় ভালোবাসারই একটা অংশ। তবে নারী কবি-সাহিত্যিকদের সৃষ্টিতে এর ব্যবহার কম আমার মনে হয় সঙ্গত কারনেই। এক পুরুষের কামনার ভাষাই হাজার পুরুষকে প্রলুব্ধ করে। আর সেই আহ্বান যদি স্বয়ং নারীর কাছ থেকেই আসে, তবে সেই কামনা কোথায় গিয়ে পৌঁছুবে? আমি বলব না, নারী শরীর চান না। কিন্তু ঐ যে, তার প্রকাশ হতে হবে সীমার মধ্যে। পুরুষের কামনাকে সেটা যেন উস্কে না দেয়, অথবা নারীকে যেন অযথাই ভোগ্য পণ্য মনে করার সুযোগ কেউ না পায়।

কবি তাঁর কবিতার ভাষা কেমন রাখবেন সেটা তাঁর সিদ্ধান্ত। যৌনতাও প্রাসংগিক হলে সাহিত্যে জায়েয। সেইখানে হস্তক্ষেপ করার ক্ষমতা আমাদের নাই। কিন্তু পাঠক হিসেবে বলি, শিল্পগুন নষ্ট করে এমন স্থূল শব্দের ব্যবহার কবিতাকে অকবিতাই করে তোলে।

আপনার কাব্যের ভাষা কাব্যিক। ভালো লাগা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০

রোদেলা বলেছেন: আপনি বেশ চমৎকার করে ব্যাখ্যা করেছেন।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৮

এনামুল রেজা বলেছেন: সাহিত্য কিংবা শিল্পকে গন্ডিতে বাঁধার অধিকারটা আমি স্বীকার করিনা নিজের পয়েন্ট অভ ভিউ থেকে। যে যেভাবে লেখে, সেটার দ্বায়িত্ব আবশ্যিক ভাবে তার নিজের। সময় কিভাবে নেবে সেটাতো সময়ই বলে দেবে।

আর আরেকটা ব্যাপার, যখন বলা হচ্ছে সাহিত্যে যৌনতার দরকার আছে তার সাথে এই ট্যাগ জুড়ে দেওয়াটাও ঠিক মনে করিনা, ওই যৌনতার ব্যাবহার যেন সীমারেখাটা মেনে করা হয়।
ব্যাবহারও করা হবে, আবার সীমারেখা মেনে, এটা অর্থহীন। পুরো ব্যাপারটা নির্ভর করে শিল্পি কিংবা লেখকের উপরে।

শিল্পের স্বাধীনতার দরকার আছে, মুক্ত আকাশেই কেবল একটা পাখি প্রাণভরে উড়তে পারে। লেখক হিসেবে মনে করি, আমারটা আমিই লিখছি, লিখব.. অন্যের লেখার ভালমন্দ বিশ্লেষন ক্ষমতানুযায়ি করা যেতে পারে, কিন্তু একটা গন্ডী টেনে দেওয়াটা ঠিক মনে হয়না যে অমনটা লিখলে শিল্প হলো, অমনটা লিখলে হলনা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

রোদেলা বলেছেন: শিল্পের স্বাধীনতার দরকার আছে, মুক্ত আকাশেই কেবল একটা পাখি প্রাণভরে উড়তে পারে। লেখক হিসেবে মনে করি, আমারটা আমিই লিখছি, লিখব.. অন্যের লেখার ভালমন্দ বিশ্লেষন ক্ষমতানুযায়ি করা যেতে পারে, কিন্তু একটা গন্ডী টেনে দেওয়াটা ঠিক মনে হয়না যে অমনটা লিখলে শিল্প হলো, অমনটা লিখলে হলনা।-------------------
কথাগুলো খুব ভালো লাগলো।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩০

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার বিশ্লেষণ আপু। আমিও ভেবেছি বিষয়টা নিয়ে। চমৎকার লিখেছেন। সহমত।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৭

রোদেলা বলেছেন: ধন্যবাদ মহান অতন্দ্র ।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৪

মায়াবী রূপকথা বলেছেন: আমি নিশ্চুপ। এতো কে ভাবে? এই বেশ ভালো আছি।।

পোস্টে ভালোলাগা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

রোদেলা বলেছেন: ভালো থাকো মায়াবী রূপকথা।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৫

মায়াবী রূপকথা বলেছেন: আমি নিশ্চুপ। এতো কে ভাবে? এই বেশ ভালো আছি।।

পোস্টে ভালোলাগা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

রোদেলা বলেছেন: ভালো থাকো মায়াবী রূপকথা।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৮

মনিরা সুলতানা বলেছেন: সাহিত্যে আজিবন যৌনতার ব্যবহার হয়ে এসছে তবে শিল্পগুন সহ...

নিরাভরন সখ্য হবে জুগল স্নানে নেমে।
এভাবেও বলা হয় আবার ইদানিং কবি হয়ে উঠারাও বলেন।
তবে নুর আপুর মত আমিও চিন্তা করছি ....

আপনাক কবিতা ভাল লেগেছে +++++
শুভ কামনা :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯

রোদেলা বলেছেন: শুভেচ্ছা মনিরা সুলতানা।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: মানুষের তৃষ্ণা লাগলে জল খাবে সেটা যেমন স্বাভাবিক তেমন শিল্পে যৌনতা থাকবে এটাও খুব স্বাভাবিক।

---এই স্বাভাবিকতা যেন সীমা ছাড়িয়ে না যায়।


প্রলুব্ধ হউ হে পুরুষ, বিশেষজ্ঞ পাঠক হয়ে থেকো না;
অজস্র ভুল বানানে আর কখনো কবিকে খুঁজতে যেও না।




অনেক উচু মানের পোস্ট, মাথার উফ্রে দিয়া গেছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০

রোদেলা বলেছেন: কিযে বলেন।খুব সাধারন কথাইতো বোললাম।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪

সোহেল মাহমুদ বলেছেন:
যৌনতাকে শৈল্পিকভাবে উপস্থাপন করাটাই শিল্প । এ শিল্পটা অনেক লেখকই পারেন না। বেশিরভাগ লেখক শিল্পে দোহাই দিয়ে যৌনতাই তুলে ধরে; শিল্প নয়।

আপনি তা সুন্দরভাবেই উপস্থাপন করেছেন।+++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০

রোদেলা বলেছেন: ধন্যবাদ সোহেল,আপনার কথাটা আসলেই ঠিক।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩১

সোহেল মাহমুদ বলেছেন:
যৌনতাকে শৈল্পিকভাবে উপস্থাপন করাটাই শিল্প । এ শিল্পটা অনেক লেখকই পারেন না। বেশিরভাগ লেখক শিল্পে দোহাই দিয়ে যৌনতাই তুলে ধরে; শিল্প নয়।

আপনি শিল্পটা সুন্দরভাবেই উপস্থাপন করেছেন।+++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২১

রোদেলা বলেছেন: ধন্যবাদ সোহেল,আপনার কথাটা আসলেই ঠিক।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৯

ভূতের কেচ্ছা বলেছেন: প্রলুব্ধ হউ হে পুরুষ, বিশেষজ্ঞ পাঠক হয়ে থেকো না;
অজস্র ভুল বানানে আর কখনো কবিকে খুঁজতে যেও না।



অনেক উচু মানের পোস্ট, মাথার উফ্রে দিয়া গেছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২১

রোদেলা বলেছেন: :) :)

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪

জনাব মাহাবুব বলেছেন: চারদিকে যৌণতার ছড়াছড়ি সেখানে শিল্প সাহিত্য বাদ যাবে কেন?

যৌনতা তো আগে থেকেই চলে আসছে, এইবার পালে জোরেশোরে হাওয়া লাগান। যৌনতা ছুরছুর করে এগিয়ে যাবে।

সাধারণ প্রেমিকরা তার প্রেমিকাকে যৌনতায় ভরপুর বই উপহার দিয়ে যৌনতায় প্রলুব্ধ করতে পারবে এবং নিজের খায়েশ পূরণ সমর্থ হবে।

জয়তু যৌনতা, জয়তু শিল্প-সাহিত্য

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭

রোদেলা বলেছেন: কিয়ের কি :|

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

সুমন কর বলেছেন: হুম !

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৮

রোদেলা বলেছেন: হুম।

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




জীবন থেকে যেমন যৌনতাকে আলাদা করা যায় না, তেমনই সাহিত্যকেও যৌনতা ছাড়া কল্পনা করা যায় না। এসব নিয়ে অহেতুক রহস্য করার মানে হলো, সত্যকে গোপন করা। তবে শ্লীল অশ্লীল বলে কিছু বিষয় তো আছেই।



পোস্টে ভালোলাগা :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৯

রোদেলা বলেছেন: অনেক ধন্যবাদ মইনুল ভাই।

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

মায়াবী রূপকথা বলেছেন: হউ টা হও হলে শুনতে ভালোলাগতো। বানানে আমিও অবশ্য কাচা। ঠিক জানিনা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩১

রোদেলা বলেছেন: অভ্র দিয়ে লিখিতো তাই এতো বিপত্তি।

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২০

দ্যা লায়ন বলেছেন: নাহ রোদেলা,পানি পানের মত সহজ লভ্য শরীর নয় হতে পারেনা,পানি আমরা যখন তখন যেখানে সেখানে যার তার কাছে থেকে নিতে পারি কিন্তু শরীর পারিনা,পানি চাহিদা শুধু তৃষ্ণার ব্যপার আর শরীর চাহিদা পুরণে দরকার শরীরের সব গুলো ইণ্দ্রীয়র সঠিক আবেদন।নীতি নৈতিকতা মন মস্তিষ্ক শরীর সব কিছুর সঠিক সমন্বয়ের এই আবেদন গ্রহণ বর্জনের বিষয়টা আপনি নিচক সাহিত্যের কর্মের উপকরণ হিসেবে ব্যবহার করতে পারেননা, শরীর শুধু শরীর নয় এখানে প্রজনণের বিষয়টাও লুকায়িত সুতরাং আপনারা যারা শরীর নিয়ে অথবা শরীর চিত্র বা গঠন নিয়ে সাহিত্য চর্চা করবেন তাদেরকে সাবধান হতে হবে,নারী হোক আর পুরুষ।

সাহিত্যে সরাসরী শরীর নিয়ে আসলে যে সমস্যা গুলো সম্মুখিন হবেন সেটা হলো ধরুন আপনি শরীরের একটা স্পর্শ কাতর বিষয় নিয়ে এখানে লিখলেন,আমি সেই বিষয় নিয়ে আপনার সাথে আলোচনায় গেলে বিষয়টা আপনার আমার মধ্যে প্রতিষ্ঠা পেয়ে যাবে,আমাদের আলোচনা দীর্ঘ থেকে দুরত্বে গভীরে চলে যাবে,আপনার সাথে যদি আমি ফেইস বুক বা অন্য কোন যোগাযোগ মাধ্যমে সচল থাকি তাহলে সেটা আরো একধাপ এগিয়ে যাবে,শরীর এমনি বড্ড বেশি তরল পদার্থ যে চুল পরিমান যায়গায়ও সেটা প্রবাহীত হয়,আবার সেখানে যদি আপনি সাহিত্যের মত আরো সুন্দর জিনিস মিশিয়ে দেন তাহলে শরীর হয়ে যাবে এটম বোমা,যা এমন কোন মন শরীর নেই যে পুড়াবেনা।সুতরাং যে জিনিস অবলিলায় প্রবাহিত কিংবা দহমান তাতে আর কোন জ্বালানী উপকরণ দিবেননা যা যে কোন দমন শুষ্ক শরীরেও লেগে যেতে সময় নিবেনা।

আশা করি আমার মন্তব্য বুঝতে পেরেছেন,ভুল হলে শুধরে নেবো আপনার পরামর্শে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৪

রোদেলা বলেছেন: এমন চমৎকার করে কেউ যে ব্যাখ্যা করতে পারে তা বুঝিনি লেখার সময়।
এখন মনে হচ্ছে এখানে পানি না ব্যবহার করে শরবত লিখলেই পারতাম।হা হা হা .।।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:১৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমি মন্তব্য করলেই নাকি ক্যাঁচাল লাগে। তাই কিছুই বললাম না। শুধু পড়ে গেলাম। :) নিরন্তর শুভ কামনা রইলো রোদেলা। চিনতে সমস্যা হলে 'ঘাস ফুল'এর কথা মনে করলেই হবে। :P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬

রোদেলা বলেছেন: ঘাস ফুল,আপনাকে চিনতে আমার কখনোই ভুল হয় না।কেবল ঐ পিক টা থাকলেই হলো।আর ক্যাঁচাল না হলে মন্তব্যের ঘরটা আছে কি করতে।কিছুতো বলুন , তা না হলে অপূর্ন থেকে যাবে কবিতার পক্তিমালা।

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩২

অদৃশ্য স্পন্দন বলেছেন: যৌনতার বিষয়ে বলব ১টা পাখি আকাশে উড়লে সেটা শৈল্পিক, কিন্তু যদি সে আকাশের সীমা পেরিয়ে মহাকাশে চলে যায় তবে কৃষ্ণগহ্বরে হারিয়ে যেতে পারে। তাই আমার মনে হয় পাখি যেন তার সীমাটা বোঝে। তবে আপনার কাব্যের ভাষা আমাকে প্রীত করেছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৮

রোদেলা বলেছেন: হুম,পাখির কিন্তু হুঁশ ভালোই থাকে।
কিন্তু মানুষ নিয়ত তার মাথা আউলিয়ে ফেলে।খুব ভালো বলেছেন,ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.