|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রোদেলা
রোদেলা
	আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
তুমি হউ উড়ন্ত মেঘ দল ;
আমি পায়ড়া হতে চাই মিছে,
ধানশালিকের ঠোঁটে প্রকম্পিত ছোট পোনাদের দল;
চিবুকে মেখে নেই তার রক্ত আভরন।
তুমি দাও কাঁটা, আমি ভুল করে তুলে নেই নীলপদ্ব ।
তোমার আরশীতে খেলা করে বিস্তীর্ন হিমালয় ,
 এখানে আছে ছোট্ট কুড়েঘর-
প্রতিদিনের কর্মক্লান্ত অনবসর।
তোমার পৃথিবী ছেয়ে আছে নানান রঙের আলোর ঝলকানীতে ;
এখানে দীনতা কেবল,
মান হারানো বিষন্নতা। 
মাঘী রাত্রিতে তুমি জ্যোৎস্না বিলাসী ;
আমি স্বপ্নের পায়ে পায়েল পড়াই ।
বাস্তবতার খোলা শরীরে তুমি সূঁই গাঁথতে পারো বেশ ;
আমি ভাবি এলোমেলো , সংগতিহীন ।
তোমার কাছে যা শুধুই গোধুলী কাব্য –
আমার কাছে এক প্রকান্ড জলাশয় ।।
 ৬ টি
    	৬ টি    	 +২/-০
    	+২/-০  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:৩১
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:৩১
রোদেলা বলেছেন: ধন্যবাদ রাজপুত্তুর ।অভ্রতে লিখে এমন হয়েছে বানান আর ঠিক করতে পারিনা।
২|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৮:২৮
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৮:২৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: তোমার পৃথিবী ছেয়ে আছে নানান রঙের আলোর ঝলকানীতে ;
এখানে দীনতা কেবল,
মান হারানো বিষন্নতা।
সুন্দর কবিতা। এত সুন্দর একটা কবিতায় কমেন্ট মাত্র একটা কেন? !শুভেচ্ছা।
  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১১:৪০
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১১:৪০
রোদেলা বলেছেন:   
   
 
৩|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:০৩
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:০৩
হাসান মাহবুব বলেছেন: বেশ!
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:০৭
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:০৭
রোদেলা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:১৮
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: আবেগী মন কবিতায় ভালো লাগা জানালো।
কোন লাইন কোট করতে পারলাম না। পুরো কবিতা জুড়েই ভালোলাগা।
যদিও
কিছু টাইপো আছে
পায়ড়া > পায়রা
আভরন > অাভরণ
নীলপদ্ব > নীলপদ্ম
গোধুলী > গোধূলি
আমার বানান ভুল আরো বেশি হয়। তবু বাঙালীতো অন্যের ভুল চোখে আগে ধরা পড়ে।
ভালো থাকবেন।